নন্দীগ্রাম, 18 জুলাই : আমাদের ধমকে, চমকে লাভ নেই । আমরা জানি কোন রোগের কী ওষুধ । প্রথমে ভদ্রভাবে বলব, কাজ না হলে সময়মতো ওষুধ প্রয়োগ করব । একটি জনসভা থেকে BJP-কে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ।
21 জুলাই শহিদ দিবসের সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুরের ধাদিকা এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় । সেখানেই BJP-কে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিভিন্ন জায়গায় ধমকে, চমকে জল বন্ধ করে, মানুষকে ঘরছাড়া করেছে । এতে কোনও লাভ হবে না । মনে রাখবেন, আমি নন্দীগ্রাম আন্দোলনের স্পেশালিস্ট, ডক্টরেট । আমাকে চমকে লাভ হবে না । তবে প্রথমে ভদ্রভাবে বলব । না শুনলে কোন অসুখের কী ওষুধ লাগে, তা আমার জানা আছে । প্রেসক্রিপশন আছে । কিন্তু আমি বা আমরা চাই না তা প্রয়োগ করতে । গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করুন । "
শুভেন্দু আরও বলেন, এই এলাকায় লোকসভা ভোটে BJP- এগিয়ে রয়েছে । অথচ উন্নয়নের নামে কিছুই করেনি BJP । সমস্ত ক্ষেত্রে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে তারা ।
আরও পড়ুন: দুর্নীতি করেছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব : শুভেন্দু