ETV Bharat / state

প্রেসক্রিপশন আছে, সময় মতো ওষুধ দেব : শুভেন্দু - Warning

1 জুলাই শহিদ দিবসের সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুরের ধাদিকা এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় । সেখানেই BJP-কে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিভিন্ন জায়গায় ধমকে, চমকে জল বন্ধ করে, মানুষকে ঘরছাড়া করেছে । এতে কোনও লাভ হবে না ।"

শুভেন্দু অধিকারী- ফাইল ছবি
author img

By

Published : Jul 18, 2019, 11:02 PM IST

Updated : Jul 18, 2019, 11:34 PM IST

নন্দীগ্রাম, 18 জুলাই : আমাদের ধমকে, চমকে লাভ নেই । আমরা জানি কোন রোগের কী ওষুধ । প্রথমে ভদ্রভাবে বলব, কাজ না হলে সময়মতো ওষুধ প্রয়োগ করব । একটি জনসভা থেকে BJP-কে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ।

21 জুলাই শহিদ দিবসের সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুরের ধাদিকা এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় । সেখানেই BJP-কে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিভিন্ন জায়গায় ধমকে, চমকে জল বন্ধ করে, মানুষকে ঘরছাড়া করেছে । এতে কোনও লাভ হবে না । মনে রাখবেন, আমি নন্দীগ্রাম আন্দোলনের স্পেশালিস্ট, ডক্টরেট । আমাকে চমকে লাভ হবে না । তবে প্রথমে ভদ্রভাবে বলব । না শুনলে কোন অসুখের কী ওষুধ লাগে, তা আমার জানা আছে । প্রেসক্রিপশন আছে । কিন্তু আমি বা আমরা চাই না তা প্রয়োগ করতে । গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করুন । "

দেখুন ভিডিয়ো

শুভেন্দু আরও বলেন, এই এলাকায় লোকসভা ভোটে BJP- এগিয়ে রয়েছে । অথচ উন্নয়নের নামে কিছুই করেনি BJP । সমস্ত ক্ষেত্রে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে তারা ।

আরও পড়ুন: দুর্নীতি করেছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব : শুভেন্দু

নন্দীগ্রাম, 18 জুলাই : আমাদের ধমকে, চমকে লাভ নেই । আমরা জানি কোন রোগের কী ওষুধ । প্রথমে ভদ্রভাবে বলব, কাজ না হলে সময়মতো ওষুধ প্রয়োগ করব । একটি জনসভা থেকে BJP-কে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ।

21 জুলাই শহিদ দিবসের সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুরের ধাদিকা এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় । সেখানেই BJP-কে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিভিন্ন জায়গায় ধমকে, চমকে জল বন্ধ করে, মানুষকে ঘরছাড়া করেছে । এতে কোনও লাভ হবে না । মনে রাখবেন, আমি নন্দীগ্রাম আন্দোলনের স্পেশালিস্ট, ডক্টরেট । আমাকে চমকে লাভ হবে না । তবে প্রথমে ভদ্রভাবে বলব । না শুনলে কোন অসুখের কী ওষুধ লাগে, তা আমার জানা আছে । প্রেসক্রিপশন আছে । কিন্তু আমি বা আমরা চাই না তা প্রয়োগ করতে । গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করুন । "

দেখুন ভিডিয়ো

শুভেন্দু আরও বলেন, এই এলাকায় লোকসভা ভোটে BJP- এগিয়ে রয়েছে । অথচ উন্নয়নের নামে কিছুই করেনি BJP । সমস্ত ক্ষেত্রে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে তারা ।

আরও পড়ুন: দুর্নীতি করেছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেব : শুভেন্দু

Intro:আমি নন্দীগ্রাম কাণ্ডের স্পেশালিস্ট ডক্টরেট Body:আমি নন্দীগ্রাম কাণ্ডের স্পেশালিস্ট ডক্টরেট,আমাদের প্রেসক্রিপশনে যেমন অসুখ , তেমন ঔষধ আছে , আমি চাই না তা এখনই প্রয়োগ করতে ,তাই ধমকে চমকে লাভ হবে না ! বিজেপিকে হুমকি দিয়ে বললেন শুভেন্দু !

২১ এ জুলাই এর সমর্থনে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত ধাদিকা এলাকায় একটি সভার আয়োজন করেছিল তৃণমূল l এই সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক, বিভিন্ন জেলা নেতাকর্মীসহ তৃণমূল যুব নেতা শুভেন্দু অধিকারী l শুরু থেকে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী আক্রমণ করেছিলেন বিজেপি কে l শুভেন্দু অধিকারী এদিন বলেন-এই এলাকায় বিজেপি এগিয়ে গিয়েছে , তাহলে তাদের উচিত ছিল কোন উন্নয়ন প্রকল্পের কাজ করা কিন্তু বাজেটে কোন রকম তার ছিটেফোঁটাও দেখা গেল না l অন্যদিকে সমস্ত কিছু বিক্রি করে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে ওরা , খুব শীঘ্রই রেল, বিএসএনএল সবটাই বেসরকারি হাতে বিক্রি করে দেবে ওরা l আবাস যোজনা তে কেন্দ্র সামান্য কিছু অর্থ দিয়ে নিজেদের নামে চালাচ্ছিল ,এখানে রাজ্যের বেশিরভাগ অর্থটাই দেওয়া হতো l রাজ্য সরকার ওদের সাহায্য বাতিল করে পুরোটাই দিয়ে বাংলা আবাস যোজনা নাম দিয়েছে l কৃষি ,বিমা যোজনা তে কুড়ি শতাংশ দিত কেন্দ্র ,৮০ শতাংশ আমরা,তাই সেই কুড়ি শতাংশ বাতিল করে পুরোটাই দিচ্ছি এবং কোন ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নয় ,কো অপারেটিভ ব্যাংক এর মাধ্যমে অর্থ সাহায্য দেওয়া হবে l জেলাজুড়ে বিজেপির আক্রমণ বিষয়ে তিনি বলেন-"বিভিন্ন জায়গায় ওরা ধমকাচ্ছে চমকাচ্ছে, জল বন্ধ ,কল বন্ধ, মানুষকে বাড়ি ছাড়া করা, সেই পুরনো সন্ত্রাস ফিরিয়ে আনছে সি পি এম এর নেতারা l এতে কোনো লাভ হবে না ,মনে রাখবেন এই সবে আমরা ডক্টরেট l আমি নন্দীগ্রাম সামলেছি, এক একটা স্থানে সিপিএমের সন্ত্রাস বন্ধ করেছি l আমরা জানি কোন অসুখের কোন ওষুধ দিতে হয় l প্রথমে মুখে বলব ,তা না হলে প্রয়োজনে ওষুধ প্রয়োগ করবো l গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করুন l আমি নন্দীগ্রাম কাণ্ডের স্পেশালিস্ট ডক্টরেট ,আমার জানা আছে প্রেসক্রিপশনে কোন রোগের কোন রোগের কোন , ওষুধ প্রথমে ভদ্র ভাবে বলবো ,না হলে সঠিক সময় তা প্রয়োগ করব l
Conclusion:বক্তা শুভেন্দু
Last Updated : Jul 18, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.