ETV Bharat / state

গড়বেতায় দলীয় প্রার্থীকে নিয়ে কোন্দল বিজেপির অন্দরে

জঙ্গলমহলে বেকায়দায় বিজেপি ৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আসনে ঘোষিত প্রার্থীকে মানতে নারাজ দলেরই আদি গোষ্ঠী ৷ সোশাল মিডিয়ায় পাল্টা নির্দল প্রার্থী খাড়া করার জন্য প্রচার ৷ গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার বিজেপি প্রার্থী মদন রুইদাসের ৷ ভুল বোঝাবুঝি থাকলেও দ্রুত তা মিটিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদী তিনি ৷

west bengal assembly election 2021_wb_wmid_01_garhbeta_bjp_danda_vis_7204519
গড়বেতায় গন্ডগোল : প্রার্থীকে নিয়ে কোন্দল বিজেপির অন্দরে
author img

By

Published : Mar 8, 2021, 4:22 PM IST

Updated : Mar 8, 2021, 4:52 PM IST

গড়বেতা, 8 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বড় বাজি জঙ্গলমহল ৷ দলীয় সূত্রে খবর, বাঁকুড়ায় ইতিমধ্যেই বেশ খানিকটা এগিয়ে রয়েছে তারা ৷ সৌজন্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ যা দিদির প্রার্থীতালিকা ঘোষণার পর আরও বেড়েছে ৷ এদিকে, গত কয়েক বছরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও সংগঠন মজবুত হয়েছে বিজেপির ৷ তবে গেরুয়াশিবিরের এই স্বস্তিও যে চিরস্থায়ী নয়, তা প্রমাণ হয়ে গেল বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের পরই ৷ গড়বেতায় মদন রুইদাসকে প্রার্থী করতেই শুরু হয়েছে জলঘোলা ৷ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন দলেরই সহকর্মীরা ৷ যদিও মদনের দাবি, গড়বেতার বিজেপির অন্দরে কোনও বিবাদ নেই ৷ সামান্য় ভুল বোঝাবুঝি থাকলেও শীঘ্রই তা মিটে যাবে ৷

west bengal assembly election 2021_wb_wmid_01_garhbeta_bjp_danda_vis_7204519
সোশাল মিডিয়ায় মদন রুইদাসের বিরুদ্ধে প্রচার ৷

প্রাথমিক পর্যায়ে প্রথম দু’দফার ভোটের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আসনে সুযোগ দেওয়া হয়েছে মদন রুইদাসকে ৷ আর তাতেই ক্ষুব্ধ এলাকার আদি বিজেপি গোষ্ঠী ৷ তাদের অভিযোগ, দল যাঁকে প্রার্থী করেছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ এমনকী, দলীয় প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস ও দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগও তুলছেন বিজেপির স্থানীয় নেতাকর্মীদের একাংশ ৷

এই পরিস্থিতিতে গড়বেতা আসনে গোঁজ প্রার্থী দেওয়ার কথা ভাবছেন আদি বিজেপি কর্মীরা ৷ ফেসবুকে তার প্রচারও শুরু হয়ে গিয়েছে ৷ মদন রুইদাসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে প্রদীপ লোধাকে খাড়া করতে চাইছেন তাঁরা ৷ রাজনৈতিক মহলের ধারণা, এর ফলে গড়বেতায় লড়াই কঠিন হবে বিজেপির ৷ বাম ও তৃণমূলবিরোধী ভোট ভাগ হয়ে জয়ের সম্ভাবনা কমবে গেরুয়াশিবিরের ৷ তাতে সবথেকে বেশি সুবিধা হবে শাসক তৃণমূলের ৷ তাই, স্বাভাবিকভাবেই বিজেপির এই কোন্দল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারা ৷

যদিও এই হিসাব মানতে নারাজ বিজেপি প্রার্থী স্বয়ং ৷ মদন রুইদাসের দাবি, গড়বেতায় বিজেপির ঘরে কোনও দ্বন্দ্ব নেই ৷ তবে বিজেপি একটা বিশাল দল ৷ তার সদস্যসংখ্যাও প্রচুর ৷ তাই কিছু ভুল বোঝাবুঝি তো হতেই পারে ৷ এখানেও তাই হয়েছে ৷ মদন জানান, প্রদীপ লোধা, ধীমান কোলে, পশুপতি নাথরা সকলেই দলের কর্মী ৷ যদি তাঁদের সঙ্গে মতবিরোধ কিছু হয়েই থাকে, তবে তা দ্রুত মিটিয়ে ফেলা হবে ৷ এ নিয়ে আলোচনা চলছে এবং চলবে ৷

west bengal assembly election 2021_wb_wmid_01_garhbeta_bjp_danda_vis_7204519
প্রদীপ লোধাকে নির্দল প্রার্থী হিসাবে জেতানোর দাবি সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: প্রার্থীতালিকা ঘোষণার পর ঘাটালে তৃণমূলের কোন্দল শুরু

এদিকে প্রদীপ, ধীমানদের পাল্টা দাবি, প্রয়োজনে কুড়মি সমাজের প্রতিনিধিকে ভোট দেবেন তাঁরা ৷ কিন্তু বিজেপি প্রার্থীকে সমর্থন করবেন না ৷ আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব ৷ তাদের আশঙ্কা, দ্রুত বিরোধ না মিটলে আখেরে ক্ষতি হবে দলেরই ৷ যদিও প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি তৈরি হল কেন ? তবে কেন প্রার্থী ঘোষণার আগে এলাকার আবেগ বুঝতে ভুল করেছে বিজেপি নেতৃত্ব ? একদিকে যখন প্রার্থীতালিকা ঘোষণার পরই ভাঙন বেড়েছে তৃণমূলের অন্দরে, ঠিক তখনই গড়বেতায় বিজেপির এই কোন্দল চ্য়ালেঞ্জ বাড়াল গেরুয়াশিবিরের ৷ এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায় ! যদিও এতকিছুর পরও জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী মদন রুইদাস ৷

গড়বেতা, 8 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বড় বাজি জঙ্গলমহল ৷ দলীয় সূত্রে খবর, বাঁকুড়ায় ইতিমধ্যেই বেশ খানিকটা এগিয়ে রয়েছে তারা ৷ সৌজন্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ যা দিদির প্রার্থীতালিকা ঘোষণার পর আরও বেড়েছে ৷ এদিকে, গত কয়েক বছরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও সংগঠন মজবুত হয়েছে বিজেপির ৷ তবে গেরুয়াশিবিরের এই স্বস্তিও যে চিরস্থায়ী নয়, তা প্রমাণ হয়ে গেল বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের পরই ৷ গড়বেতায় মদন রুইদাসকে প্রার্থী করতেই শুরু হয়েছে জলঘোলা ৷ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন দলেরই সহকর্মীরা ৷ যদিও মদনের দাবি, গড়বেতার বিজেপির অন্দরে কোনও বিবাদ নেই ৷ সামান্য় ভুল বোঝাবুঝি থাকলেও শীঘ্রই তা মিটে যাবে ৷

west bengal assembly election 2021_wb_wmid_01_garhbeta_bjp_danda_vis_7204519
সোশাল মিডিয়ায় মদন রুইদাসের বিরুদ্ধে প্রচার ৷

প্রাথমিক পর্যায়ে প্রথম দু’দফার ভোটের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আসনে সুযোগ দেওয়া হয়েছে মদন রুইদাসকে ৷ আর তাতেই ক্ষুব্ধ এলাকার আদি বিজেপি গোষ্ঠী ৷ তাদের অভিযোগ, দল যাঁকে প্রার্থী করেছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ এমনকী, দলীয় প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস ও দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগও তুলছেন বিজেপির স্থানীয় নেতাকর্মীদের একাংশ ৷

এই পরিস্থিতিতে গড়বেতা আসনে গোঁজ প্রার্থী দেওয়ার কথা ভাবছেন আদি বিজেপি কর্মীরা ৷ ফেসবুকে তার প্রচারও শুরু হয়ে গিয়েছে ৷ মদন রুইদাসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে প্রদীপ লোধাকে খাড়া করতে চাইছেন তাঁরা ৷ রাজনৈতিক মহলের ধারণা, এর ফলে গড়বেতায় লড়াই কঠিন হবে বিজেপির ৷ বাম ও তৃণমূলবিরোধী ভোট ভাগ হয়ে জয়ের সম্ভাবনা কমবে গেরুয়াশিবিরের ৷ তাতে সবথেকে বেশি সুবিধা হবে শাসক তৃণমূলের ৷ তাই, স্বাভাবিকভাবেই বিজেপির এই কোন্দল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারা ৷

যদিও এই হিসাব মানতে নারাজ বিজেপি প্রার্থী স্বয়ং ৷ মদন রুইদাসের দাবি, গড়বেতায় বিজেপির ঘরে কোনও দ্বন্দ্ব নেই ৷ তবে বিজেপি একটা বিশাল দল ৷ তার সদস্যসংখ্যাও প্রচুর ৷ তাই কিছু ভুল বোঝাবুঝি তো হতেই পারে ৷ এখানেও তাই হয়েছে ৷ মদন জানান, প্রদীপ লোধা, ধীমান কোলে, পশুপতি নাথরা সকলেই দলের কর্মী ৷ যদি তাঁদের সঙ্গে মতবিরোধ কিছু হয়েই থাকে, তবে তা দ্রুত মিটিয়ে ফেলা হবে ৷ এ নিয়ে আলোচনা চলছে এবং চলবে ৷

west bengal assembly election 2021_wb_wmid_01_garhbeta_bjp_danda_vis_7204519
প্রদীপ লোধাকে নির্দল প্রার্থী হিসাবে জেতানোর দাবি সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: প্রার্থীতালিকা ঘোষণার পর ঘাটালে তৃণমূলের কোন্দল শুরু

এদিকে প্রদীপ, ধীমানদের পাল্টা দাবি, প্রয়োজনে কুড়মি সমাজের প্রতিনিধিকে ভোট দেবেন তাঁরা ৷ কিন্তু বিজেপি প্রার্থীকে সমর্থন করবেন না ৷ আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব ৷ তাদের আশঙ্কা, দ্রুত বিরোধ না মিটলে আখেরে ক্ষতি হবে দলেরই ৷ যদিও প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি তৈরি হল কেন ? তবে কেন প্রার্থী ঘোষণার আগে এলাকার আবেগ বুঝতে ভুল করেছে বিজেপি নেতৃত্ব ? একদিকে যখন প্রার্থীতালিকা ঘোষণার পরই ভাঙন বেড়েছে তৃণমূলের অন্দরে, ঠিক তখনই গড়বেতায় বিজেপির এই কোন্দল চ্য়ালেঞ্জ বাড়াল গেরুয়াশিবিরের ৷ এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায় ! যদিও এতকিছুর পরও জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী মদন রুইদাস ৷

Last Updated : Mar 8, 2021, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.