মেদিনীপুর, 6 সেপ্টেম্বর: পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ অবস্থানে বসলেন কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল (Water Problem in Midnapur)। ওয়ার্ড কাউন্সিলরের দাবি, দীর্ঘ 10 বছর ধরে জলের সমস্যা কিন্তু বারবার অভিযোগ জানালেও চেয়ারম্যান কর্ণপাত করেননি । এই ঘোলা কালো জল খেয়ে এলাকার মানুষের পেটের সমস্যার পাশাপাশি মৃত্যু হতে পারে বলে আশঙ্কায় প্রকাশ করে পৌরসভার দ্বারস্থ হয়েছেন ।
অভিযোগ, পৌরসভার আমোদ প্রমোদে টাকা আছে কিন্তু পানীয় জলের জন্য টাকা নেই ৷ সবেমাত্র মাস পাঁচেক হয়েছে মেদিনীপুর পৌরসভার নতুন বোর্ডের । ইতিমধ্যেই মেদিনীপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে সামনে এল জলের সমস্যা ।
আরও পড়ুন: রয়েছে আর্সেনিকমুক্ত পানীয় জলের লাইন, তবুও জলহীন 50 হাজার মানুষ
জানা গিয়েছে, 21 নম্বর ওয়ার্ডের মির্জাবাজার, কামার পাড়া, কুমোর পাড়া রয়েছে অনগ্রসর তফসিলি ওয়ার্ড ভুক্ত । যেখানে বেশিরভাগ মানুষই দুঃস্থ, গরিব এবং অনগ্রসর । অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই জলের সমস্যা রয়েছে । বিগত 10 বছর ধরে বড় কোনও সাবমারসিবল বসিয়ে জলের সমস্যা মেটায়নি পৌরসভা ৷ এছাড়া যে কলগুলো রয়েছে সেগুলোতে জল পড়ে না দীর্ঘ 6 মাস ধরে । পৌরসভা যেখানে উৎসবে আমোদে প্রমোদে কোটি কোটি টাকা খরচ করছে সেখানে বারবার জলের সমস্যা নিয়ে দাবিপত্র দিয়েও মেটেনি সমস্যা বলে দাবি কাউন্সিলরের ।
এছাড়া এলাকায় যে কলগুলিতে জল পড়ছে তা কালো এবং ঘোলা এবং তাতে জীবাণু ভর্তি । এই জল পান করলে পেটের রোগে ভুগবেন এলাকার মানুষ । তাই ওয়ার্ডবাসীদের নিয়ে এবার পৌরসভাতেই অবস্থান বিক্ষোভ করলেন কাউন্সিলর । দাবি আবেদন না-মানা হলে এই অবস্থান বিক্ষোভ চলবে ।
আরও পড়ুন: পানীয় জলের প্রবল সঙ্কট, এলাকায় গিয়ে জিতেন্দ্র'র মুখে তৃণমূল নেতাদের নাম !
ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ সাইফুল জানান, সবে কাউন্সিলর হয়েছি কিন্তু ওয়ার্ডে জলের সমস্যা বিগত 10 বছর ধরে । জলের সমস্যা দীর্ঘদিন তো মেটানো হয়নি বরং এরই পাশাপাশি যে কলগুলো রয়েছে তা থেকে জল বেরোয় না । বহু কল এখনও ভাঙা এবং ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে । এলাকা অনগ্রসর হওয়ায় বারবার আবেদন করেছি পৌরসভার চেয়ারম্যানের কাছে কিন্তু অজ্ঞাত কারণে তিনি কোনও ব্যবস্থা করছেন না । কেন করে উঠতে পারেননি এটিই প্রশ্ন । যেখানে আমোদ প্রমোদ উৎসব-মোচ্ছবে পৌরসভা কোটি কোটি টাকা খরচ করছে সেখানে কেন ওয়ার্ডের পানীয় জল সরবরাহে নজর দিচ্ছেন না চেয়ারম্যান । প্রয়োজন মাফিক দশ গাড়ি জলের যায়গায় পৌরসভা 2 গাড়ি দিয়ে জলের প্রয়োজন পর্যন্ত মেটাচ্ছে না ৷ উপরন্তু জলের অভাব সৃষ্টি করছে বলে দাবি কাউন্সিলরের ।