ETV Bharat / state

Dog mouth stuck in Pot : কৌটো মুক্ত হল কুকুর, গ্রামবাসীদের ধন্যবাদ অভিনেতা তথাগতর - chandrakona news

কুকুরের মুখ আটকে গিয়েছিল কৌটোয় (Dog mouth stuck In Plastic Pot) ৷ এই অবস্থায় 5 দিন ধরে ঘোরার পর অবশেষে গ্রামবাসীদের চেষ্টায় কৌটো মুক্ত হল কুকুর ৷ ইটিভি ভারতের মাধ্যমে এই খবর জানতে পেরে গ্রামবাসীদের ধন্যবাদ দিলেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ৷

Dog Head stuck in Pot
কৌটো মুক্ত হল কুকুর
author img

By

Published : Jan 21, 2022, 6:38 PM IST

Updated : Jan 21, 2022, 7:43 PM IST

চন্দ্রকোনা, 21 জানুয়ারি : অবশেষে ছ'দিন পর গ্রামবাসীদের সহায়তায় কুকুরের মুখ থেকে খোলা হল আটকে থাকা কৌটো ৷ জাল দিয়ে প্রথমে কুকুরটিকে ধরে তারপর তার মুখে আটকে থাকা কৌটো খুলতে সক্ষম হন গ্রামবাসীরা (chandrakona news) । এই ঘটনায় গ্রামবাসীদের ধন্যবাদ জানালেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ।

চন্দ্রকোনা থানার বালা গ্রামে দিন পাঁচেক আগে একটি পথকুকুরের মুখে আটকে যায় প্লাস্টিকের কৌটো । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তৎপরতার সঙ্গে কুকুরের মুখ থেকে কৌটো খোলার চেষ্টা করেন । তবে বারবার চেষ্টা করেও বিফল হন গ্রামবাসীরা । খবর পেয়ে বুধবার সকালে অঞ্চল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় 4 নম্বর কুয়াপুর অঞ্চল প্রধান শঙ্কর ঘোষ কুকুরটিকে ধরার চেষ্টা করলেও ধরতে পারেননি ।

গ্রামবাসীদের সহায়তায় অবশেষে কৌটো মুক্ত হল পথ কুকুর

বৃহস্পতিবার কুকুরটিকে একটি পুকুরের পাড়ে শুয়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ মাছ ধরার জালের সাহায্যে কুকুরটিকে ধরে বড়বালার বাসিন্দা অসিত দাস, জয়দেব দাস, নকুল দাস, সাহেব দাস, তাপস দাসরা মিলে কৌটো মুক্ত করে কুকুরটিকে ৷ কুকুরের মুখ থেকে প্লাস্টিকের কৌটো খুলতে পারায় খুশি গ্রামবাসীরা ।

এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত ও গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্য়ায় ৷ ইটিভি ভারতের কাছে প্রথমে খবরটি জানতে পেরে কুকুরটিকে কৌটো মুক্ত করতে সহায়তার জন্য যোগাযোগ করেন ৷ এরপর গ্রামবাসীরা কুকুরটিকে কৌটো মুক্ত করার খবরে নিজের প্রতিক্রিয়া রেকর্ড করে পাঠান ৷

ইটিভি ভারতের কাছ থেকে এই ঘটনায় খবর পেয়ে তথাগত মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া

আরও পড়ুন : Dog Head stuck in Pot : কৌটোয় আটকাল কুকুরের মুখ, বের করা গেল না পাঁচদিন পরও

চন্দ্রকোনা, 21 জানুয়ারি : অবশেষে ছ'দিন পর গ্রামবাসীদের সহায়তায় কুকুরের মুখ থেকে খোলা হল আটকে থাকা কৌটো ৷ জাল দিয়ে প্রথমে কুকুরটিকে ধরে তারপর তার মুখে আটকে থাকা কৌটো খুলতে সক্ষম হন গ্রামবাসীরা (chandrakona news) । এই ঘটনায় গ্রামবাসীদের ধন্যবাদ জানালেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ।

চন্দ্রকোনা থানার বালা গ্রামে দিন পাঁচেক আগে একটি পথকুকুরের মুখে আটকে যায় প্লাস্টিকের কৌটো । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তৎপরতার সঙ্গে কুকুরের মুখ থেকে কৌটো খোলার চেষ্টা করেন । তবে বারবার চেষ্টা করেও বিফল হন গ্রামবাসীরা । খবর পেয়ে বুধবার সকালে অঞ্চল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় 4 নম্বর কুয়াপুর অঞ্চল প্রধান শঙ্কর ঘোষ কুকুরটিকে ধরার চেষ্টা করলেও ধরতে পারেননি ।

গ্রামবাসীদের সহায়তায় অবশেষে কৌটো মুক্ত হল পথ কুকুর

বৃহস্পতিবার কুকুরটিকে একটি পুকুরের পাড়ে শুয়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ মাছ ধরার জালের সাহায্যে কুকুরটিকে ধরে বড়বালার বাসিন্দা অসিত দাস, জয়দেব দাস, নকুল দাস, সাহেব দাস, তাপস দাসরা মিলে কৌটো মুক্ত করে কুকুরটিকে ৷ কুকুরের মুখ থেকে প্লাস্টিকের কৌটো খুলতে পারায় খুশি গ্রামবাসীরা ।

এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত ও গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্য়ায় ৷ ইটিভি ভারতের কাছে প্রথমে খবরটি জানতে পেরে কুকুরটিকে কৌটো মুক্ত করতে সহায়তার জন্য যোগাযোগ করেন ৷ এরপর গ্রামবাসীরা কুকুরটিকে কৌটো মুক্ত করার খবরে নিজের প্রতিক্রিয়া রেকর্ড করে পাঠান ৷

ইটিভি ভারতের কাছ থেকে এই ঘটনায় খবর পেয়ে তথাগত মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া

আরও পড়ুন : Dog Head stuck in Pot : কৌটোয় আটকাল কুকুরের মুখ, বের করা গেল না পাঁচদিন পরও

Last Updated : Jan 21, 2022, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.