ETV Bharat / state

Vehicle Location Tracking System: নির্ভয়াকাণ্ড থেকে শিক্ষা নিয়ে বাণিজ্যিক গাড়িতে বিশেষ ট্র্যাকিং ডিভাইস - ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম

বাণিজ্যিক গাড়ি থেকে শুরু করে সমস্ত গাড়িতে বসতে চলেছে এই ট্রাকিং সিস্টেম ৷ চারচাকা থেকে শুরু করে দশ চাকা সমস্ত গাড়িতেই বসানো হবে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 7:25 PM IST

বাণিজ্যিক গাড়িতে বিশেষ ট্র্যাকিং ডিভাইস

মেদিনীপুর, 28 জানুয়ারি: এবার সমস্ত দশ চাকা এবং চার চাকার গাড়িতে বসছে নতুন ধরনের জিপিএস ট্র্যাকার (GPS)। যার নাম দেওয়া হয়েছে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম । ফেব্রুয়ারি মাসের পর থেকে মেদিনীপুরে চালু হয়ে যাবে এই সিস্টেমটি (Vehicle Location Tracking System) ৷

একসময় দিল্লির এক নির্ভয়াকাণ্ড গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল । আর তার পরে থেকই নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ বিশেষত বাণিজ্যিক গাড়িগুলির ক্ষেত্রে ৷ যেসমস্ত চার চাকা, দশ চাকা ও কুড়ি চাকার গাড়ি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলিতে আপাতত লাগনো হবে এই ডিভাইসটি ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গাড়িতে ট্র্যাকিং সিস্টেম বসানোর কাজ । এই ট্র্যাকিং সিস্টেম নাম দেয়া হয়েছে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম ৷ এই যানবাহনগুলি একটি বোতাম থাকবে দুর্ঘটনার শিকার হলে সেটি টিপে দিলেই তার সিগন্যাল চলে যাবে পার্শ্ববর্তী যে কোনও থানার পুলিশের কাছে । বার্তা চলে যাবে স্থানীয় পরিবহণ দফতরেও। যার ফলে অতি সহজেই পুলিশ যানবাহনটির লোকেশান জানতে পারবে ৷ সহজেই ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার এবং বিপদগ্রস্ত যাত্রীদেরও অতি তৎপরতা সঙ্গে উদ্ধার করা যাবে।

এছাড়া কোনও মহিলা অথবা পুরুষ কমার্শিয়াল গাড়িতে যাতায়াতের সময় কোনও রকম বিপদ বুঝলে এই বাটাম টিপলেই পুলিশ উদ্ধারের জন্য পৌঁছে যেতে পারবে । আপাতত কলকাতা, মালদা, আসানসোল-সহ দুই মেদিনীপুরের পরিবহণ দফতরের আধিকারিকরা নতুন ডিভাইসটির তত্বাবধান করতে পারবে ৷ মেদিনীপুরের পরিবহণ দফতরের পক্ষ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম গাড়ির উপর নজরদারি চালানো হবে ৷ তবে শুধুমাত্র মোটরবাইক, অটো, টোটো-সহ কয়েকটি যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে এই ট্র্যাকিং সিস্টেম আওতা থেকে।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় স্কুটারচালককে টেনে নিয়ে যায় গাড়ির 5 যুবক, কেশবপুরমের ঘটনায় নয়া তথ্য

এই বিষয়ে এদিন পরিবহণ দফতরের আধিকারিক অমিত দত্ত বলেন, "এই সিস্টেম ফেব্রুয়ারির 28 তারিখের পর থেকে পুরোপুরি চালু হয়ে যাবে রাজ্য জুড়ে । এই সিস্টেম সমস্ত নতুন বড় গাড়িতে লাগানো হচ্ছে, সেই সঙ্গে পুরনো গাড়িতে পুরোপুরি এই সিস্টেম লোড করে দেওয়া হচ্ছে । যাতে গড়িটি কোনও রকম দুর্ঘটনায় পড়লেই তৎক্ষণাৎ গিয়ে পুলিশ উদ্ধার করতে পারে এবং তাকে নজরদারিতে রাখতে পারে ৷"

বাণিজ্যিক গাড়িতে বিশেষ ট্র্যাকিং ডিভাইস

মেদিনীপুর, 28 জানুয়ারি: এবার সমস্ত দশ চাকা এবং চার চাকার গাড়িতে বসছে নতুন ধরনের জিপিএস ট্র্যাকার (GPS)। যার নাম দেওয়া হয়েছে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম । ফেব্রুয়ারি মাসের পর থেকে মেদিনীপুরে চালু হয়ে যাবে এই সিস্টেমটি (Vehicle Location Tracking System) ৷

একসময় দিল্লির এক নির্ভয়াকাণ্ড গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল । আর তার পরে থেকই নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ বিশেষত বাণিজ্যিক গাড়িগুলির ক্ষেত্রে ৷ যেসমস্ত চার চাকা, দশ চাকা ও কুড়ি চাকার গাড়ি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলিতে আপাতত লাগনো হবে এই ডিভাইসটি ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গাড়িতে ট্র্যাকিং সিস্টেম বসানোর কাজ । এই ট্র্যাকিং সিস্টেম নাম দেয়া হয়েছে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম ৷ এই যানবাহনগুলি একটি বোতাম থাকবে দুর্ঘটনার শিকার হলে সেটি টিপে দিলেই তার সিগন্যাল চলে যাবে পার্শ্ববর্তী যে কোনও থানার পুলিশের কাছে । বার্তা চলে যাবে স্থানীয় পরিবহণ দফতরেও। যার ফলে অতি সহজেই পুলিশ যানবাহনটির লোকেশান জানতে পারবে ৷ সহজেই ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার এবং বিপদগ্রস্ত যাত্রীদেরও অতি তৎপরতা সঙ্গে উদ্ধার করা যাবে।

এছাড়া কোনও মহিলা অথবা পুরুষ কমার্শিয়াল গাড়িতে যাতায়াতের সময় কোনও রকম বিপদ বুঝলে এই বাটাম টিপলেই পুলিশ উদ্ধারের জন্য পৌঁছে যেতে পারবে । আপাতত কলকাতা, মালদা, আসানসোল-সহ দুই মেদিনীপুরের পরিবহণ দফতরের আধিকারিকরা নতুন ডিভাইসটির তত্বাবধান করতে পারবে ৷ মেদিনীপুরের পরিবহণ দফতরের পক্ষ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম গাড়ির উপর নজরদারি চালানো হবে ৷ তবে শুধুমাত্র মোটরবাইক, অটো, টোটো-সহ কয়েকটি যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে এই ট্র্যাকিং সিস্টেম আওতা থেকে।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় স্কুটারচালককে টেনে নিয়ে যায় গাড়ির 5 যুবক, কেশবপুরমের ঘটনায় নয়া তথ্য

এই বিষয়ে এদিন পরিবহণ দফতরের আধিকারিক অমিত দত্ত বলেন, "এই সিস্টেম ফেব্রুয়ারির 28 তারিখের পর থেকে পুরোপুরি চালু হয়ে যাবে রাজ্য জুড়ে । এই সিস্টেম সমস্ত নতুন বড় গাড়িতে লাগানো হচ্ছে, সেই সঙ্গে পুরনো গাড়িতে পুরোপুরি এই সিস্টেম লোড করে দেওয়া হচ্ছে । যাতে গড়িটি কোনও রকম দুর্ঘটনায় পড়লেই তৎক্ষণাৎ গিয়ে পুলিশ উদ্ধার করতে পারে এবং তাকে নজরদারিতে রাখতে পারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.