ETV Bharat / state

Daspur Unnatural Death: দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ - Daspur Unnatural Death

পশ্চিম মেদিনীপুরে মহিলা ও তাঁর দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু (Daspur Unnatural Death) ৷ খাবারে বিষক্রিয়ার জেরে তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ (Unnatural Death of Woman and Her Two Children) ৷ পুলিশ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

Unnatural Death of Woman and Her Two Child
দাসপুরে এক পরিবারে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : Dec 12, 2021, 3:24 PM IST

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 12 ডিসেম্বর : দাসপুরে এক পরিবারে তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে (Daspur Unnatural Death) চাঞ্চল্য ৷ মৃতরা হলেন মৌমিতা বেরা এবং তাঁর মেয়ে অভিষিক্তা বেরা ও ছেলে অভিষেক বেরা (Unnatural Death of Woman and Her Two Children) ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই শরীর খারাপ করে তিনজনের ৷ লাগাতার বমি করতে থাকেন তাঁরা ৷ কিন্তু, ওই অবস্থায় সারাদিন বাড়িতেই ছিলেন মৌমিতা বেরা এবং তাঁর সন্তানরা ৷ এর পর শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, মাঝ রাস্তাতেই মৌমিতা বেরার ছেলে মারা যায় ৷

দাসপুর জ্যোতগোবর্ধন গ্রামের বাসিন্দা সুশান্ত বেরা ৷ তাঁর স্ত্রী মৌমিতা বেরা, মেয়ে অভিষিক্তা বেরা এবং ছেলে অভিষেক বেরা ৷ বৃহস্পতিবার সুশান্ত বেরা কাজের জন্য বেরিয়ে যান ৷ তিনি পেশায় সোনার কারিগর ৷ শুক্রবার সকাল থেকে মৌমিতা বেরা এবং তাঁর মেয়ে ও ছেলে অসুস্থ হয়ে পড়েন ৷ সারাদিন বমি হয় তাঁদের ৷ এই অবস্থায় সারাদিন বাড়িতে ছিলেন তাঁরা সবাই ৷ কিন্তু, শনিবার সকালে তাঁদের সবার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় ৷

আরও পড়ুন : Daspur Diarrhea : দাসপুরে নতুন করে অন্ত্রিকে আক্রান্ত 2, পাইপলাইন সারানোর উদ্যোগ প্রশাসনের

অভিষেক বেরাকে দাসপুর 2নং ব্লকের সোনাখালি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সে ৷ অন্যদিকে, মৌমতা বেরা ও তাঁর মেয়েকে দাসপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় ৷ কিন্তু, শনিবার সন্ধ্যায় তাঁদেরও মৃত্যু হয় ৷ এই ঘটনায় কোনওরকম বিষক্রিয়া হয়েছে বলে সন্দেহ চিকিৎসকদের ৷ পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের ৷ তবে, তা বাইরে থেকে কেউ দিয়েছে ? না কি অন্য কোনও কারণে হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 12 ডিসেম্বর : দাসপুরে এক পরিবারে তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে (Daspur Unnatural Death) চাঞ্চল্য ৷ মৃতরা হলেন মৌমিতা বেরা এবং তাঁর মেয়ে অভিষিক্তা বেরা ও ছেলে অভিষেক বেরা (Unnatural Death of Woman and Her Two Children) ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই শরীর খারাপ করে তিনজনের ৷ লাগাতার বমি করতে থাকেন তাঁরা ৷ কিন্তু, ওই অবস্থায় সারাদিন বাড়িতেই ছিলেন মৌমিতা বেরা এবং তাঁর সন্তানরা ৷ এর পর শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, মাঝ রাস্তাতেই মৌমিতা বেরার ছেলে মারা যায় ৷

দাসপুর জ্যোতগোবর্ধন গ্রামের বাসিন্দা সুশান্ত বেরা ৷ তাঁর স্ত্রী মৌমিতা বেরা, মেয়ে অভিষিক্তা বেরা এবং ছেলে অভিষেক বেরা ৷ বৃহস্পতিবার সুশান্ত বেরা কাজের জন্য বেরিয়ে যান ৷ তিনি পেশায় সোনার কারিগর ৷ শুক্রবার সকাল থেকে মৌমিতা বেরা এবং তাঁর মেয়ে ও ছেলে অসুস্থ হয়ে পড়েন ৷ সারাদিন বমি হয় তাঁদের ৷ এই অবস্থায় সারাদিন বাড়িতে ছিলেন তাঁরা সবাই ৷ কিন্তু, শনিবার সকালে তাঁদের সবার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় ৷

আরও পড়ুন : Daspur Diarrhea : দাসপুরে নতুন করে অন্ত্রিকে আক্রান্ত 2, পাইপলাইন সারানোর উদ্যোগ প্রশাসনের

অভিষেক বেরাকে দাসপুর 2নং ব্লকের সোনাখালি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সে ৷ অন্যদিকে, মৌমতা বেরা ও তাঁর মেয়েকে দাসপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় ৷ কিন্তু, শনিবার সন্ধ্যায় তাঁদেরও মৃত্যু হয় ৷ এই ঘটনায় কোনওরকম বিষক্রিয়া হয়েছে বলে সন্দেহ চিকিৎসকদের ৷ পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের ৷ তবে, তা বাইরে থেকে কেউ দিয়েছে ? না কি অন্য কোনও কারণে হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.