ETV Bharat / state

চন্দ্রকোনায় বালি বোঝাই গাড়ি চাপা পড়ে মৃত দুই ছাত্র - road block

বালি বোঝাই গাড়িতে চাপা পড়ে মৃত্যু দুই ছাত্রের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ছাত্র ৷ চন্দ্রকোনা রোডের গুইয়াদহ কামারপাড়ার ঘটনা ৷

ঘটনাস্থানে মোতায়েন পুলিশ
author img

By

Published : Jul 31, 2019, 2:19 PM IST

Updated : Jul 31, 2019, 3:25 PM IST

চন্দ্রকোনা, 31 জুলাই: বালি বোঝাই গাড়িতে চাপা পড়ে মৃত্যু দুই ছাত্রের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ছাত্র ৷ চন্দ্রকোনা রোডের গুইয়াদহ কামারপাড়ার ঘটনা ৷ মৃত দুই ছাত্রের নাম সুরজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি ৷ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ বাহিনী ৷

জানা গেছে, আজ সকাল সাড়ে 10টা নাগাদ সুরজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি স্কুল যাচ্ছিল ৷ তারা কামারপাড়া মাদ্রাসার ক্লাস এইটের ছাত্র । ঘাটাল-চন্দ্রকোনা রোড পার হওয়ার সময় বালি বোঝাই ট্রাকটি সুরজ ও নিজাম সহ আরও দু'জনকে ধাক্কা মারে ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় সুরজ ও নিজামের ৷ গুরুতর জখম হয় আরও দুই ছাত্র ৷ আহত দুই ছাত্র দাঁড়িগেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ৷ পরে DSP-র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ৷ ট্রাকচালক ও খালাসি পলাতক ৷

এই ঘটনার প্রতিবাদে কামারপাড়ায় উত্তেজিত জনতা গাছের গুঁড়ি ফেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে ৷ পুলিশি আশ্বাসে স্থানীয়রা কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন ৷

চন্দ্রকোনা, 31 জুলাই: বালি বোঝাই গাড়িতে চাপা পড়ে মৃত্যু দুই ছাত্রের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ছাত্র ৷ চন্দ্রকোনা রোডের গুইয়াদহ কামারপাড়ার ঘটনা ৷ মৃত দুই ছাত্রের নাম সুরজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি ৷ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ বাহিনী ৷

জানা গেছে, আজ সকাল সাড়ে 10টা নাগাদ সুরজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি স্কুল যাচ্ছিল ৷ তারা কামারপাড়া মাদ্রাসার ক্লাস এইটের ছাত্র । ঘাটাল-চন্দ্রকোনা রোড পার হওয়ার সময় বালি বোঝাই ট্রাকটি সুরজ ও নিজাম সহ আরও দু'জনকে ধাক্কা মারে ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় সুরজ ও নিজামের ৷ গুরুতর জখম হয় আরও দুই ছাত্র ৷ আহত দুই ছাত্র দাঁড়িগেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ৷ পরে DSP-র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ৷ ট্রাকচালক ও খালাসি পলাতক ৷

এই ঘটনার প্রতিবাদে কামারপাড়ায় উত্তেজিত জনতা গাছের গুঁড়ি ফেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে ৷ পুলিশি আশ্বাসে স্থানীয়রা কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন ৷

Intro:বালি ট্রাক একসিডেন্ট , ছাত্র মৃত্যু 2Body:চন্দ্রকোনা রোড এর গুইয়াদহ কামারপাড়া তে বালি বোঝাই গাড়িতে চাপা পড়লো 4 ছাত্র ,চার ছাত্রের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যায় ,অপর 2 জন ছাত্র গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে , এলাকায় পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী l

চন্দ্রকোনা রোড এর গুইয়াদহ কামারপাড়া তে বালি বোঝাই লরির ধাক্কায় দুই ছাত্র মৃত্যু , দুই ছাত্রের নাম সুরোজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি ক্লাস l দুজনেই অষ্টম শ্রেণীর ছাত্র স্থানীয় বিদ্যালয়ের l এই দিন স্কুল যাওয়ার সময় চন্দ্রকোনা রোড এর গুইয়াদহ কামারপাড়ার কাছে তীব্র গতি তে আসা বালির ট্রাক সজোরে ধাক্কা মারে এবং তারা ট্রাক নিচে ঢুকে পিষ্ট হয়ে যায় l বাকি 2 জন ছাত্র ট্রাক এর সাথে ধাক্কা লেগে সাইড এ ছিটকে পড়ে l গুরুতর আহত হয় l বুধবার বেলা 10:30 নাগাদ গুইয়াদহ কামার পাড়ার মাদরাসা স্কুলে যাচ্ছিল অষ্টম শ্রেণীর ছাত্র সুরজ ভাঙ্গি নিজাম ভাঙ্গি ,ঘাটাল চন্দ্রকোনা রোড রাস্তা ক্রস করার সময় চন্দ্রকোনা রোড এর দিক একটি বালি গাড়ি দুই ছাত্রকে গাড়ি চাপা দেয়, ঘটনাস্থলে দুই ছাত্রের মৃত্যু হয় ও আরো দুই ছাত্র আহত হয় l দুর্ঘটনার পর গাড়ি ছেড়ে খালাসি ও চালক পলাতক l দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে পুলিশ-জনতা খন্ড যুদ্ধ শুরু হয় l আহত দুই ছাত্র ও দাঁড়িগেড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে l অন্যদিকে কামারপাড়ায় স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে দেয় l এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ঘাটাল চন্দ্রকোনা রোড রাজ্য সড়ক অবরোধ হয়ে পড়ে l পরে ডিএসপি অপারেশন এর নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায় l পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ,এলাকায় উত্তেজনা রয়েছে l এলাকায় পুলিশ গিয়ে গাছের গুড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে lConclusion:বালি ট্রাক একসিডেন্ট , ছাত্র মৃত্যু 2
Last Updated : Jul 31, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.