মেদিনীপুর, 8 জানুয়ারি: ফুটবল বিশ্বকাপের রাতে মেদিনীপুর শহরে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনার 21 দিনের মাথায় অভিযুক্ত 2 দুষ্কৃতীকে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ (Two Miscreant Arrest from Kolkata in Loot Case of Businessman in West Medinipur) ৷ মেদিনীপুর কোতয়ালি থানার তদন্তকারী আধিকারিকরা মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ তবে, ঘটনার দিন আরও এক দুষ্কৃতী ছিল ৷ তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
জানা গিয়েছে, গত 19 ডিসেম্বর রাতে ওই ব্যবসায়ী তাঁর কালেকশনের দেড় লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন ৷ সেই সময় 3 দুষ্কৃতী বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে লুট করে ৷ যাওয়ার সময় শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় অভিযুক্তরা ৷ পুলিশে দায়ের করা অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছিলেন, দুষ্কৃতীরা তাঁকে মেদিনীপুর শহরে বাইক নিয়ে তাড়া করেছিল ৷ প্রায় পুরো শহর চষে ফেলেছিলেন সেদিন তিনি ৷ কিন্তু, মিত্র কম্পাউন্ড এলাকায় তাঁকে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ফেলে ৷ এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর থেকে দেড় লক্ষ টাকা লুট করা হয় ৷
আরও পড়ুন: উপস্থিত বুদ্ধির জোরে ছিনতাই হওয়া টাকা 1 ঘণ্টার মধ্যে ফিরে পেলেন সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার 1
এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে ধৃতদের নাগাল পায়নি ৷ সম্প্রতি পুলিশ জানতে পারে অভিযুক্তরা কলকাতায় পালিয়ে এসেছে ৷ এরপরেই মোবাইল লোকেশন ট্র্যাক করে কলকাতায় বাইপাসের ধারে আনন্দপুর এলাকায় 2 জনরে হদিশ পায় পুলিশ ৷ আনন্দপুর থানার সাহায্যে শনিবার রাতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ রাতেই তাঁদের মেদিনীপুর কোতয়ালি থানায় নিয়ে আসা হয় ৷ জানা গিয়েছে, আনন্দপুরে ওই বাড়িটি অভিযুক্তদের একজনের দিদির ৷ লুটের পর দিদির বাড়িতে আশ্রয় নিয়েছিল তাঁরা ৷ সেখান থেকেই গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ তৃতীয় অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷