ETV Bharat / state

ট্রাকের সঙ্গে বিধায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দেহরক্ষী - colided

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল বিধায়কের গাড়ির । তবে, আহত হননি বিধায়ক ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
author img

By

Published : Jul 5, 2019, 11:17 PM IST

খড়গপুর, 5 জুলাই : ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল খড়গপুর (গ্রামীণ) বিধায়কের গাড়ির । দুর্ঘটনায় বিধায়কের কিছু না হলেও আহত হয়েছেন তাঁর দেহরক্ষী সিন্টু সামন্ত ও বিদ্যা নন্দ চৌধুরি । মেদিনীপুর মেডিকেল কলেজে তাঁরা চিকিৎসাধীন ।

আজ বিধানসভায় কাজ সেরে কলকাতা থেকে মেদিনীপুর ফিরছিলেন বিধায়ক দীনেন রায় । পরিকল্পনা ছিল কলকাতা থেকে চৌরঙ্গী (খড়গপুর) পর্যন্ত বাসে এসে, সেখান থেকে নিজের গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছানোর । কিন্তু বাসে থাকাকালীনই তাঁর কাছে পথ দুর্ঘটনার খবর আসে ।

বিধায়ক জানতে পারেন, চৌরঙ্গীর কাছে 10 চাকার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির । আহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী । খবর পাওয়া মাত্রই মেদিনীপুর মেডিকেল কলেজে আহত দেহরক্ষীদের দেখতে যান বিধায়ক ।

খড়গপুর, 5 জুলাই : ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল খড়গপুর (গ্রামীণ) বিধায়কের গাড়ির । দুর্ঘটনায় বিধায়কের কিছু না হলেও আহত হয়েছেন তাঁর দেহরক্ষী সিন্টু সামন্ত ও বিদ্যা নন্দ চৌধুরি । মেদিনীপুর মেডিকেল কলেজে তাঁরা চিকিৎসাধীন ।

আজ বিধানসভায় কাজ সেরে কলকাতা থেকে মেদিনীপুর ফিরছিলেন বিধায়ক দীনেন রায় । পরিকল্পনা ছিল কলকাতা থেকে চৌরঙ্গী (খড়গপুর) পর্যন্ত বাসে এসে, সেখান থেকে নিজের গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছানোর । কিন্তু বাসে থাকাকালীনই তাঁর কাছে পথ দুর্ঘটনার খবর আসে ।

বিধায়ক জানতে পারেন, চৌরঙ্গীর কাছে 10 চাকার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির । আহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী । খবর পাওয়া মাত্রই মেদিনীপুর মেডিকেল কলেজে আহত দেহরক্ষীদের দেখতে যান বিধায়ক ।

Intro:আনন্দ পুরে বিজেপির সভাBody:শনিবারের বারবেলা অনেক ভূত-পেত্নী ঘরে বসে আছে তাদের উদ্দেশ্যে বলুন জয় শ্রীরাম বক্তা সায়ন্তন বসু অপরদিকে ভারতী ঘোষ বললেন জয় শ্রী রাম ,আমাদের নরেন্দ্র মোদি আমাদের ঘরে ভাই বোন দাদা কাকা দের চৌকিদার বানিয়ে দিয়েছেন দিদিমণিকে আর কাট মানির চোর ধরতে হবে না পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন এখন দিদি মনি জগাই মাধাই কে নিয়ে নতুন করে সংসার পাতছেন কাটমানির টাকা দিয়ে তিনি সিপিএমের পার্টি অফিস খোলার ব্যবস্থা করে দিচ্ছেন তৃণমূলের লোকজন দিয়ে l

বলা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুরের আনন্দপুরে বিজেপির সভা অনুষ্ঠিত হলো এই দিন l এই সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ,বিজেপির সর্বভারতীয় নেতা সায়ন্তন বসু ,বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ ,বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায় সহ একগুচ্ছ নেতা-নেত্রী l বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কে l প্রথম বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এবং তৃণমূল নেত্রী কে ভূত-পেত্নী সঙ্গে তুলনা করে জয় শ্রীরাম বলে উঠলেন বিজেপি নেতা সায়ন্তন বসু l তিনি বললেন আজ শনিবার বারবেলা এখানে সভার আশেপাশে অনেক ভূত পেত্নী ঘুরে বেড়াচ্ছেন তাদের বলুন জয় শ্রীরাম ,দেখবেন তারা পালিয়ে গেছে l

এরপর বক্তব্য রাখেন ঘাটালের বিজেপির সাংসদ প্রার্থী ভারতী ঘোষ l এক সময়ে ভারতে ঘোষ আইপিএস অফিসার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এর স্নেহ ধন্য কন্যা হয়ে জয় শ্রীরাম বন্ধ করতে বহুৎ বিজেপি কর্মী নেতা ও বজরংবলী সদস্যদের নানাভাবে কেস দিয়েছিলেন l তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় এক প্রকার জয় শ্রীরাম ধ্বনি বন্ধ করার উদ্দেশ্যে সমস্ত আখড়া বন্ধ করে দিয়েছিলেন কিন্তু সেই আই পি এস অফিসার এদিন সভায় বলে উঠলেন জয় শ্রীরাম ,জয় শ্রীরাম আমাদের একমাত্র ভরসা l পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা নারদা কেলেঙ্কারিতে যুক্ত তৃণমূল নেতা মন্ত্রীদের এখনো পর্যন্ত সরাতে পারেনি ,সেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বিজেপির 18 টি সিট পাওয়ার পর এখন বলছে আমরা দলকে শুদ্ধ করার জন্য কাটমানি ফেরত দিতে বলছি l এটা নিছক মিথ্যে কথা l আপনাকে আর কাট মানি ফেরত দিয়ে দলকে শুদ্ধ করতে হবে না ,আমাদের চৌকিদার নরেন্দ্র মোদী আমাদের ঘরে ঘরে ভাই বোন কাকা দের চৌকিদার বানিয়ে দিয়েছেন ,তিনি সেই কাটমানি নেওয়া চোরেদের ধরবেন l

এরপর বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই চাঁচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন দিলীপ বাবু l তিনি বলেন এখন নাকি পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না ,আর শুনবে কিভাবে পুলিশকে যদি বালি গাড়ি ,খাদান থেকে তোলা তুলতে বলে তাহলে পুলিশ কি তুলবে ,পুলিশের অবস্থা এখন হয়েছে কুকুরের বাঁকা লেজ এর মত ,কোন ভাবে সোজা হয় না l পুলিশ তোলা তুলতে গিয়ে পাবলিকের কাছে মার খেয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ছে ,এই পুলিশ একমাত্র যারা বাড়ির বউ এর কাছে মার খাচ্ছে l তাই বিজেপি কর্মী সমর্থকদের বলব যে পুলিশকর্মীরা তোলা তুলেছে তাদের কাছে তোমরা তোলা চাইবে কারণ আমাদের টাকা ঘাম ঝরানো l এই দিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সিপিএমকে কটাক্ষ করেন তিনি l বলেন ভোটের আগে যাদেরকে তৃণমূল নেত্রী জগাই মাধাই বলতেন এখন সেই জগাই মাধাই এর সঙ্গে তিনি সংসার পাতছেন ,তিনি কাটমানীর টাকা দিয়ে সিপিএমের ঝুলে ভর্তি হওয়া পার্টি অফিস খুলে দিচ্ছেন তৃণমূলের লোকজন দিয়ে l পাশাপাশি চা ও জল পানের ব্যবস্থা করছেন l তিনি ব্যঙ্গ করে বলেন হিন্দিতে একটি ভাষণ আছে গোফ্ফরে পড়ে তো বাঁকা ,গাধাকে কহে কাকা অর্থাৎ কাদায় পড়লে গাধা কেও কাকা বলতে হয় l

উল্লেখ্য এই দিল কেশপুর পঞ্চমী ঘাটাল সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা বাস ,ট্রাক ,দুই চাকা ,চাকা গাড়িতে করে সভাস্থলে আসে l কেশপুরের কাছে বাস আটকে বিজেপি কর্মী সমর্থকদের মারধর ও বাস ভাঙচুর করে তৃণমূল l এই আহতদের এদিন একটি প্রতিনিধিদল কেশপুর হাসপাতালে দেখতে যায় l

Conclusion:কেশপুরে বারবার সভা করে নিজের দখলে রাখতে চাইছে বিজেপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.