ETV Bharat / state

FIR Against Mahua in Medinipur: মহুয়ার বিরুদ্ধে জঙ্গলমহলের দশটি থানায় 22 এফআইআর দায়ের বিজেপির

author img

By

Published : Jul 9, 2022, 2:00 PM IST

মহুয়া মৈত্রের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর তথা জঙ্গলমহলের 10টি থানার 22টি এফআইআর দায়ের করল জেলা বিজেপির নেতাকর্মীরা (Twenty Two FIR Against Mahua Moitra in Jangal Mahal Paschim Medinipur) ৷ কালী বিতর্কে মহুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷

Twenty Two FIR Against Mahua Moitra in Jangal Mahal Paschim Medinipur
Twenty Two FIR Against Mahua Moitra in Jangal Mahal Paschim Medinipur

পশ্চিম মেদিনীপুর, 9 জুলাই: দেবী কালী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে জঙ্গলমহলের 22টি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি ৷ পশ্চিম মেদিনীপুরের 10টি থানায় এ দিন বিজেপির নেতাকর্মীরা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে 22টি এফআইআর দায়ের করেছেন (Twenty Two FIR Against Mahua Moitra in Jangal Mahal Paschim Medinipur) ৷ মহুয়া মৈত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব ৷

এ দিন জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস অভিযোগের সুরে জানান, তৃণমূলের নেতা-নেত্রীরা দেবদেবীদের অবমাননা করছেন ৷ এর আগে এক চিত্রশিল্পীও কোনও দেবীর ছবি আঁকেন ৷ যা অবমাননাকর ছিল বলে অভিযোগ করেন এই বিজেপি নেতা ৷ আর সেই সময় রাজ্যের শাসকদল ওই চিত্রশিল্পীকে নিরাপত্তা দিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি ৷

মহুয়ার বিরুদ্ধে জঙ্গলমহলে 22 এফআইআর দায়ের

আরও পড়ুন: TMC condemns Kaali Poster: কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের কড়া নিন্দা তৃণমূলের

প্রসঙ্গত, কালী তথ্যচিত্র নিয়ে তৈরি হওয়া বিতর্কে, একটি সংবাদমাধ্য়মে তন্ত্র মতে কালী পুজোর রীতি নিয়ে বক্তব্য পেশ করেন মহুয়া মৈত্র ৷ যা রীতিমতো আলোচনার শিরোনামে চলে আসে । সেই ইস্যুতেই বিজেপি দাবি করেছে, হিন্দুধর্মে দেবী কালীকে নিয়ে ভক্তি এবং আবেগ রয়েছে, তাতে আঘাত করেছেন তৃণমূল সাংসদ ৷

পশ্চিম মেদিনীপুর, 9 জুলাই: দেবী কালী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে জঙ্গলমহলের 22টি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি ৷ পশ্চিম মেদিনীপুরের 10টি থানায় এ দিন বিজেপির নেতাকর্মীরা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে 22টি এফআইআর দায়ের করেছেন (Twenty Two FIR Against Mahua Moitra in Jangal Mahal Paschim Medinipur) ৷ মহুয়া মৈত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব ৷

এ দিন জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস অভিযোগের সুরে জানান, তৃণমূলের নেতা-নেত্রীরা দেবদেবীদের অবমাননা করছেন ৷ এর আগে এক চিত্রশিল্পীও কোনও দেবীর ছবি আঁকেন ৷ যা অবমাননাকর ছিল বলে অভিযোগ করেন এই বিজেপি নেতা ৷ আর সেই সময় রাজ্যের শাসকদল ওই চিত্রশিল্পীকে নিরাপত্তা দিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি ৷

মহুয়ার বিরুদ্ধে জঙ্গলমহলে 22 এফআইআর দায়ের

আরও পড়ুন: TMC condemns Kaali Poster: কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের কড়া নিন্দা তৃণমূলের

প্রসঙ্গত, কালী তথ্যচিত্র নিয়ে তৈরি হওয়া বিতর্কে, একটি সংবাদমাধ্য়মে তন্ত্র মতে কালী পুজোর রীতি নিয়ে বক্তব্য পেশ করেন মহুয়া মৈত্র ৷ যা রীতিমতো আলোচনার শিরোনামে চলে আসে । সেই ইস্যুতেই বিজেপি দাবি করেছে, হিন্দুধর্মে দেবী কালীকে নিয়ে ভক্তি এবং আবেগ রয়েছে, তাতে আঘাত করেছেন তৃণমূল সাংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.