চন্দ্রকোনা,13 জানুয়ারি : সংক্রান্তি উপলক্ষে ঢোল বাজিয়ে টুসু উৎসবের অর্থ সংগ্রহ করলো চন্দ্রকোনার কচিকাঁচারা । জঙ্গল মহলে পৌষ সংক্রান্তি পালন করছেন তাঁরা ৷
জঙ্গলমহলে পৌষ সংক্রান্তির উৎসব হয় বেশ বড় করে। বিশেষ করে মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় এই সংক্রান্তি উপলক্ষে হয় বিভিন্ন উৎসব। তাছাড়া বাড়িতে বাড়িতে পিঠে পুলি ও পায়েস তৈরি করে জেলার মানুষজন।আয়োজন করা হয় টুসু উৎসব। এই টুসু পুজোর আগে দোকানে দোকানে অর্থ সংগ্রহে নামে কচিকাঁচারা।
গতকাল, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড কলেজ রোডে উঠে এল এমনই ছবি । নিজেরাই ঢোল বাজিয়ে টুসু প্রতিমা নিয়ে চন্দ্রকোনা শহরের দোকানে দোকানে অর্থ সংগ্রহ করতে দেখা গেলো ছোটদের । বাংলার ও বাঙালির বারো মাসের তের পার্বণের অন্যতম পার্বণ হল এই টুসু উৎসব। যদিও এই গ্রামের পিছিয়ে পড়া আদিবাসীরাই এই উৎসব পালন করেন।