ETV Bharat / state

ফুড ফেস্টিভ্যালে টার্কিশ আইসক্রিমের স্টল, খেলায় মেতে মেদিনীপুরবাসী - আইসক্রিম

Turkisyano Ice Cream: মেদিনীপুরে ফুড ফেস্টিভালে এই প্রথম টার্কিশ আইসক্রিমের স্টল ৷ আইসক্রিম ছিনিয়ে নেওয়ার খেলায় মেতেছে ছোট থেকে বড় সকলে ৷ নজর কাড়ছে 46 রকমের আইসক্রিমের পদ ৷

Turkisyano Ice Cream
টার্কিশ ইয়ানো আইসক্রিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 7:32 PM IST

ফুড ফেস্টিভ্যালে টার্কিশ আইসক্রিমের স্টল

মেদিনীপুর, 6 জানুয়ারি: ফুড ফেস্টিভ্যাল গিয়ে আইসক্রিম খেতে চান ? কিন্তু টাকা দিলেই যে মিলবে না আইসক্রিম ৷ আপনাকে দোকানদারের হাত থেকে আইসক্রিম ছিনিয়ে নিতে হবে ৷ তবেই আইসক্রিম খেতে পারবেন আপনি ৷ কেন বলুন তো এমন করতে হবে ? কারণ এ যে সে আইসক্রিম নয়, কথা হচ্ছে টার্কিশ ইয়ানো আইসক্রিমের ৷ বর্তমানে সোশাল মিডিয়ার দৌলতে এই আইসক্রিমের সঙ্গে মোটামোটি পরিচিত সকলেই ৷ দেশ বিদেশে এই টার্কিশ ইয়ানো আইসক্রিমের দেখা মিললেও মেদিনীপুরে এই প্রথম ৷ ফুড ফেস্টিভ্যালে মিলছে এই আইসক্রিম ।

শুক্রবার থেকে শুরু হয়েছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ফুড ফেস্টিভ্যাল । এবারে প্রায় শতাধিক স্টল অংশ নিয়েছে এখানে ৷ তার মধ্যে রয়েছে টার্কিশ ইয়ানো আইসক্রিম স্টলও । ফ্রেঞ্চ ভ্যানিলা, আরবিয়ান নাটস, পার্পল বেরি-সহ প্রায় 46 রকমের আইসক্রিম স্টলে নিয়ে এসেছেন উদ্যোক্তারা । এই আইসক্রিম খাওয়ার থেকে খেলায় বেশি আকর্ষণ । একটা লোহার লাঠিতে করে এই আইসক্রিমের ক্রিম নিয়ে বার বার গ্রাহকের কাছে নিয়ে যাচ্ছেন দোকানদার ৷ গ্রাহকের হাতে থাকা বিস্কুটে দিচ্ছেন, আর বারবার সরিয়ে নিচ্ছেন ৷ ক্রিম সমেত আইসক্রিম ছিনিয়ে নিতে পারলেই জিত, আইসক্রিম আপনার ৷ তবে কাজটা মোটেও সহজ নয় ৷ বেশিরভাগ মানুষই সফল হচ্ছে না ৷ তবে আইসক্রিম না পেয়ে শেষ পর্যন্ত রাগ হলেও মজার খেলায় মেতেছে আট থেকে আশি সকলেই ৷

Turkisyano Ice Cream
ছিনিয়ে নিতে পারলেই আইসক্রিম আপনার

আইসক্রিম স্টলের কর্মী বাবাই সিং বলেন, "মূলত এই আইসক্রিম খাওয়ার থেকে খেলাটাই প্রধান মজার বিষয় । বিদেশি 40 থেকে 46 রকমের আইসক্রিম রয়েছে আমাদের কাছে । আমাদের আইসক্রিমের দাম 100 টাকা থেকে শুরু হচ্ছে । এই আইসক্রিম বিভিন্ন রাজ্য ও দেশে বিক্রি হয় । তবে মেদিনীপুরে আমরা প্রথম এই স্টল নিয়ে এসেছি । উদ্দেশ্য, খেলার ছলে আইসক্রিম বিক্রি করা ।"

Turkisyano Ice Cream
টার্কিশ আইসক্রিমের খেলায় মেতে এক খুদে

আইসক্রিম খেলায় মাতোয়ারা খুদে গ্রাহক অর্চিস্মিতা পাল ও ইশাদের কথায়, "এই ধরনের খেলা আগে আমরা কখনও খেলেননি । তাই খেলার ছলে আইসক্রিম খাওয়া আমাদের কাছে বিরাট বড় পাওনা । ফুড ফেস্টিভাল এসে এই ধরনের আইসক্রিম পেয়ে আমরা খুব খুশি ।" অবন্তী পালের বক্তব্য, "ছোট থেকে বড় সবাই মজা পায় এই ধরনের খেলায় । এখানে আইসক্রিম খাওয়াটা উদ্দেশ্য নয়, বরং খেলার ছলে আইসক্রিম পাওয়াটাও বড় ব্যাপার । আগে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের খেলা দেখেছি এখন মেদিনীপুরের ফুড ফেস্টিভালে এই আইসক্রিম পাওয়া যাচ্ছে, এটা খুব ভালো লাগছে ।

আরও পড়ুন:

  1. স্বপ্ন নয়, সত্যি! সুরাতের দোকানে বিকোচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড আইসক্রিম
  2. আইসক্রিম খেতে ভালোলাগে ? ঘরেই বানিয়ে ফেলুন
  3. বাহুবলী থেকে আইসক্রিম, বর্ধমানে পলাশের ফুচকায় জিভে জল আনা 37 রকমের স্বাদ

ফুড ফেস্টিভ্যালে টার্কিশ আইসক্রিমের স্টল

মেদিনীপুর, 6 জানুয়ারি: ফুড ফেস্টিভ্যাল গিয়ে আইসক্রিম খেতে চান ? কিন্তু টাকা দিলেই যে মিলবে না আইসক্রিম ৷ আপনাকে দোকানদারের হাত থেকে আইসক্রিম ছিনিয়ে নিতে হবে ৷ তবেই আইসক্রিম খেতে পারবেন আপনি ৷ কেন বলুন তো এমন করতে হবে ? কারণ এ যে সে আইসক্রিম নয়, কথা হচ্ছে টার্কিশ ইয়ানো আইসক্রিমের ৷ বর্তমানে সোশাল মিডিয়ার দৌলতে এই আইসক্রিমের সঙ্গে মোটামোটি পরিচিত সকলেই ৷ দেশ বিদেশে এই টার্কিশ ইয়ানো আইসক্রিমের দেখা মিললেও মেদিনীপুরে এই প্রথম ৷ ফুড ফেস্টিভ্যালে মিলছে এই আইসক্রিম ।

শুক্রবার থেকে শুরু হয়েছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ফুড ফেস্টিভ্যাল । এবারে প্রায় শতাধিক স্টল অংশ নিয়েছে এখানে ৷ তার মধ্যে রয়েছে টার্কিশ ইয়ানো আইসক্রিম স্টলও । ফ্রেঞ্চ ভ্যানিলা, আরবিয়ান নাটস, পার্পল বেরি-সহ প্রায় 46 রকমের আইসক্রিম স্টলে নিয়ে এসেছেন উদ্যোক্তারা । এই আইসক্রিম খাওয়ার থেকে খেলায় বেশি আকর্ষণ । একটা লোহার লাঠিতে করে এই আইসক্রিমের ক্রিম নিয়ে বার বার গ্রাহকের কাছে নিয়ে যাচ্ছেন দোকানদার ৷ গ্রাহকের হাতে থাকা বিস্কুটে দিচ্ছেন, আর বারবার সরিয়ে নিচ্ছেন ৷ ক্রিম সমেত আইসক্রিম ছিনিয়ে নিতে পারলেই জিত, আইসক্রিম আপনার ৷ তবে কাজটা মোটেও সহজ নয় ৷ বেশিরভাগ মানুষই সফল হচ্ছে না ৷ তবে আইসক্রিম না পেয়ে শেষ পর্যন্ত রাগ হলেও মজার খেলায় মেতেছে আট থেকে আশি সকলেই ৷

Turkisyano Ice Cream
ছিনিয়ে নিতে পারলেই আইসক্রিম আপনার

আইসক্রিম স্টলের কর্মী বাবাই সিং বলেন, "মূলত এই আইসক্রিম খাওয়ার থেকে খেলাটাই প্রধান মজার বিষয় । বিদেশি 40 থেকে 46 রকমের আইসক্রিম রয়েছে আমাদের কাছে । আমাদের আইসক্রিমের দাম 100 টাকা থেকে শুরু হচ্ছে । এই আইসক্রিম বিভিন্ন রাজ্য ও দেশে বিক্রি হয় । তবে মেদিনীপুরে আমরা প্রথম এই স্টল নিয়ে এসেছি । উদ্দেশ্য, খেলার ছলে আইসক্রিম বিক্রি করা ।"

Turkisyano Ice Cream
টার্কিশ আইসক্রিমের খেলায় মেতে এক খুদে

আইসক্রিম খেলায় মাতোয়ারা খুদে গ্রাহক অর্চিস্মিতা পাল ও ইশাদের কথায়, "এই ধরনের খেলা আগে আমরা কখনও খেলেননি । তাই খেলার ছলে আইসক্রিম খাওয়া আমাদের কাছে বিরাট বড় পাওনা । ফুড ফেস্টিভাল এসে এই ধরনের আইসক্রিম পেয়ে আমরা খুব খুশি ।" অবন্তী পালের বক্তব্য, "ছোট থেকে বড় সবাই মজা পায় এই ধরনের খেলায় । এখানে আইসক্রিম খাওয়াটা উদ্দেশ্য নয়, বরং খেলার ছলে আইসক্রিম পাওয়াটাও বড় ব্যাপার । আগে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের খেলা দেখেছি এখন মেদিনীপুরের ফুড ফেস্টিভালে এই আইসক্রিম পাওয়া যাচ্ছে, এটা খুব ভালো লাগছে ।

আরও পড়ুন:

  1. স্বপ্ন নয়, সত্যি! সুরাতের দোকানে বিকোচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড আইসক্রিম
  2. আইসক্রিম খেতে ভালোলাগে ? ঘরেই বানিয়ে ফেলুন
  3. বাহুবলী থেকে আইসক্রিম, বর্ধমানে পলাশের ফুচকায় জিভে জল আনা 37 রকমের স্বাদ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.