মেদিনীপুর, 1 অক্টোবর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ! আরে না না ! এটুকু পড়েই চমকে যাবেন না ৷ কারণ, রাজ্যে এর মধ্যে আর কোনও এমন নির্বাচন হয়নি, যেখানে ফের একবার মুখোমুখি হয়েছেন এই দুই রাজনীতিক ৷ আসলে প্রতিযোগিতা শুরু হয়েছে তাঁদের মন্তব্য ছাপানো পোশাক নিয়ে (Tshirt War) ৷ আর সেখানেই শুভেন্দুকে টপকে গিয়েছেন মমতা ৷
বিষয়টা তবে একটু খোলসা করেই বলা যাক ৷ আসলে সম্প্রতি নবান্ন অভিযানের সময় কলকাতা পুলিশের এক মহিলা কর্মীর সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু ৷ সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "ডোন্ট টাচ মাই বডি, আই অ্য়াম মেল ৷" যা নিয়ে পরে তুমুল ঠাট্টা, তামাশা হয় ৷ অন্যদিকে, পুজোর মরশুমে ঘুগনি বিক্রি করে অর্থ উপার্জনের উপায় বাতলান মুখ্যমন্ত্রী মমতা ! রাজ্যের প্রশাসনিক প্রধানের এই বক্তব্য নিয়েও কম ট্রোলিং হয়নি ৷ তবে, সমালোচনা যতই হোক না কেন, দু'টি মন্তব্যই কিন্তু বঙ্গভূমে বিরাট 'হিট' !
আরও পড়ুন: কেন্দ্রের টাকা ঘুরপথে রাজ্যের প্রকল্পে ব্যবহার ! আরটিআই করলেন শুভেন্দু
বিশিষ্ট রাজনীতিকদের বাক্যবাণের এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই মাঠে নেমেছেন মেদিনীপুরের পোশাক ব্যবসায়ীরা ৷ মেদিনীপুর শহরের বাজার ছেয়ে গিয়েছে এক বিশেষ ধরনের টি-শার্টে ৷ সাদা রঙের সেই টিশার্টের কোনওটায় লেখা রয়েছে, 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্য়াম মেল' ! আবার কোনওটায় ছাপা হয়েছে, 'মা ঘুগনি বানিয়ে দাও, বেচবো' ! দোকানিরা বলছেন, পুজোর বাজারে দারুণ চলছে এই টি-শার্ট ৷ সব বয়সের মানুষই মজা করে এই টি-শার্ট কিনছেন ৷ তবে, এক্ষেত্রে 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্য়াম মেল'কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে 'মা ঘুগনি বানিয়ে দাও, বেচবো' ! এক-একটি টি-শার্টের দাম রাখা হয়েছে 180 থেকে 200 টাকার মধ্যে ৷
তবে, মুখ্যমন্ত্রীর মন্তব্যওয়ালা টি-শার্ট বিক্রি করে দু'টো পয়সার মুখ দেখলেও, বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেও ছাড়ছেন না ব্যবসায়ীরা ৷ তাঁদের বক্তব্য, ঘুগনি বিক্রি নিয়ে ঠাট্টা-তামাশা চলুক, ক্ষতি নেই ৷ কিন্তু, এভাবে কি রাজ্য়ের লক্ষ লক্ষ বেকার যুবক, যুবতী চাকরি পাবেন ? নাকি সত্য়িই শিক্ষিত কর্মহীন তরুণদের দলে দলে ঘুগনি, ঝালমুড়ি বিক্রির করতে হবে ? উদ্বেগের একই সুর শোনা গিয়েছে ক্রেতাদের গলাতেও ৷