ETV Bharat / state

101টি ঢাক নিয়ে মানত পূরণে 22টি মন্দিরে পুজো চন্দ্রকোণা পৌরসভার তৃণমূল কর্মীদের - চন্দ্রকোনা 2 নং ব্লক

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ সেই মত এলাকার 22টি মন্দিরে মানত করেছিলেন চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ মানত পূরণ হওয়ায় আজ করোনা বিধি মেনে 101টি ঢাক সহকারে সেইসব মন্দিরে পুজো দিলেন তাঁরা ৷

101 টি ঢাক সহকারে মানত পূরণে 22 টি মন্দিরে পুজো দিলেন চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কর্মীরা
101 টি ঢাক সহকারে মানত পূরণে 22 টি মন্দিরে পুজো দিলেন চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কর্মীরা
author img

By

Published : Jun 8, 2021, 4:41 PM IST

চন্দ্রকোনা, 8 জুন : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন ৷ তার জন্যই ভোটের আগে ওয়ার্ডের সবকটি মন্দিরে মানত করেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 2 নং ব্লকের চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা । ফল ঘোষণার পর আজ সেই মানত পূরণে উদ্যোগী হলেন চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা । 101টি ঢাক সহকারে 22টি মন্দিরে পুজো দিয়ে মানত পূরণে পুজো দিলেন তাঁরা ।

101 টি ঢাক সহকারে মানত চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কর্মীরা
101টি ঢাক সহকারে মানত চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কর্মীরা পূরণের পুজো দিলেন

এই ওয়ার্ডের তৃণমূল নেতা লক্ষ্মণ কামিল্যা বলেন, ‘‘সমস্ত চক্রান্তকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন ৷ আমাদের মানত ছিল 101টি ঢাক সহকারে ওয়ার্ডের সব মন্দিরে পুজো দেওয়া হবে । তাই আজ করোনা বিধি মেনে মানত পূরণে 101টি ঢাক সহকারে ওয়ার্ডের মোট 22টি মন্দিরে পুজো দেওয়া হয় । 101 জন ঢাকির পারিশ্রমিক ছাড়াও করোনা পরিস্থিতিতে তাঁদের আর্থিক দুরাবস্থার কথা ভেবে খাদ্যসামগ্রীও দেওয়া হয় ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফে ।"

পুজো দিচ্ছেন তৃণমূল নেতা
পুজো দিচ্ছেন তৃণমূল নেতা

আরও পড়ুন : টিকা নষ্ট করলে মিলবে কম ডোজ, রাজ্যগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের

এদিন 3 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মানত পূরণের পুজোয় গিয়ে মন্দিরে প্রণাম করে আসেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া ।

চন্দ্রকোনা, 8 জুন : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন ৷ তার জন্যই ভোটের আগে ওয়ার্ডের সবকটি মন্দিরে মানত করেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 2 নং ব্লকের চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা । ফল ঘোষণার পর আজ সেই মানত পূরণে উদ্যোগী হলেন চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা । 101টি ঢাক সহকারে 22টি মন্দিরে পুজো দিয়ে মানত পূরণে পুজো দিলেন তাঁরা ।

101 টি ঢাক সহকারে মানত চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কর্মীরা
101টি ঢাক সহকারে মানত চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল কর্মীরা পূরণের পুজো দিলেন

এই ওয়ার্ডের তৃণমূল নেতা লক্ষ্মণ কামিল্যা বলেন, ‘‘সমস্ত চক্রান্তকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন ৷ আমাদের মানত ছিল 101টি ঢাক সহকারে ওয়ার্ডের সব মন্দিরে পুজো দেওয়া হবে । তাই আজ করোনা বিধি মেনে মানত পূরণে 101টি ঢাক সহকারে ওয়ার্ডের মোট 22টি মন্দিরে পুজো দেওয়া হয় । 101 জন ঢাকির পারিশ্রমিক ছাড়াও করোনা পরিস্থিতিতে তাঁদের আর্থিক দুরাবস্থার কথা ভেবে খাদ্যসামগ্রীও দেওয়া হয় ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফে ।"

পুজো দিচ্ছেন তৃণমূল নেতা
পুজো দিচ্ছেন তৃণমূল নেতা

আরও পড়ুন : টিকা নষ্ট করলে মিলবে কম ডোজ, রাজ্যগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের

এদিন 3 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মানত পূরণের পুজোয় গিয়ে মন্দিরে প্রণাম করে আসেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.