মেদিনীপুর, 9 ফেব্রুয়ারি : দিল্লিতে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ট্র্যক্টরের উপর সবজি , বাঁধাকপি , ফুলকপি সাজিয়ে মেদিনীপুর শহরে ট্র্যাক্টর মিছিল করল তৃণমূল ।
দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন অব্যাহত । সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর শহরে মিছিল করল তৃণমূল । কয়েকটি ট্রাক্টর সহকারে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল নেতা-কর্মী সহ প্রাক্তন কাউন্সিলার এবং বিধায়করা । দীর্ঘ কয়েক মাস ধরে কৃষি আইন বাতিলের দাবিতে অনড় অবস্থান করছেন কৃষকরা । এই আন্দোলনকে সমর্থন-অসমর্থন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই কৃষক আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এই আন্দোলনের সমর্থন জানিয়ে নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করতে । সেই প্রতিবাদ মিছিলের নির্দেশ অনুসারে মেদিনীপুর শহরের রিং রোডে কয়েকটি ট্র্যাক্টরের মাথায় সবজি সাজিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হন তৃণমূল নেতাকর্মীরা । পাশাপাশি গ্যাসের দাম , পেট্রলের দাম বাড়ারও প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্বরা ।
আরও পড়ুন:কিষান সম্মান নিধির তুলনায় ঢের ভালো বাংলার কৃষকবন্ধু : সৌগত
সামনেই বিধানসভা নির্বাচন । কৃষক আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিক জমি দৃঢ় করতে চাইছে তৃণমূল । এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।