ETV Bharat / state

Panchayat Elections 2023: নেই পাকা রাস্তা ! ভোট বয়কট আদিবাসীদের, কেউ বুথে গেলে জরিমানা 500 টাকা - tribal voters call for vote boycott

এলাকায় তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত ৷ কিন্তু এ বার তাঁরাই প্রতিবাদে অবরোধ করলেন রাস্তা ৷ তাদের অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধেই ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও রাস্তা তৈরি হয়নি ৷ তাই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন হোসনাবাদের আদিবাসী বাসিন্দাদের ৷

Etv Bharat
ভোট বয়কটের ডাক আদিবাসীদের
author img

By

Published : Jul 8, 2023, 4:19 PM IST

ভোট বয়কটের ডাক আদিবাসীদের

হোসনাবাদ (পশ্চিম মেদিনীপুর), 8 জুলাই: সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে ঝরল রক্ত ৷ প্রাণ গেল শাসক-বিরোধী কর্মীদের ৷ কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, কোথাও আবার ব্যালট বাক্স ভাসানো হল পুকুরে ৷ সব মিলিয়ে শান্তি-শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যে চলছে গণতন্ত্রের অধিকার প্রয়োগ ৷ তবে অন্য ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের হোসনাবাদে ৷ এলাকায় তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত কর্মীরাই এ বার রুখে দাঁড়ালেন শাসক দলের বিরুদ্ধে ৷ তাঁরা আজ শামিল হলেন ভোট বয়কটে ৷

নিজেরা তৃণমূল করেন, কিন্তু সেই তৃণমূলের বিরুদ্ধে এ বার ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা ঘেরাও করলেন হোসনাবাদের আদিবাসীরা। এই রাস্তা পারাপার করে কেউ ভোট দিতে গেলে তাঁদেরকে আবার 500 টাকা জরিমানার নিদান দেওয়া হয় । মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের অন্তর্ভুক্ত হোসনাবাদ এলাকা । এই এলাকা আদিবাসী অধ্যুষিত ৷ যেখানে প্রায় মুসলিম ও আদিবাসী মিলে 70টি পরিবার বাস করে ।

অভিযোগ, বছরের পর বছর ভোট আসে - ভোট যায় ৷ নেতা-মন্ত্রীরা আসেন, কিন্তু তাঁদের গ্রামের কাঁচা রাস্তা কাঁচাই রয়ে গিয়েছে । বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । বর্ষাকাল এলেই খানা-খন্দে ভরে যায় এবং ডোবাতে পরিণত হয় এই কাঁচা মাটির রাস্তা । ফলে পারাপারের সময় ঘটে দুর্ঘটনা ৷ আবার কারও বিপদ-আপদ বা অসুখ-বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢোকে না অ্যাম্বুলেন্স, ঢোকে না কোনও যানবাহন ।

ফলে মুমূর্ষু ব্যক্তিকে ঘাড়ে করে তুলে নিয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে । স্থানীয়দের অভিযোগ, এই কাঁচা রাস্তা 2017 সাল থেকে পাকা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল । কিন্তু বহুবার আবেদন নিবেদন করেও কিছুতেই সেই রাস্তার কাজ করা হয়নি বলে জানা গিয়েছে ৷ এই অবস্থায় রাস্তা ঘিরে ভোট বয়কটের ডাক দেন আদিবাসী পাড়ার বাসিন্দারা । তাঁরা বলেন, এই এলাকার বাসিন্দারা ভোট দিতে যাবেন না ৷ যিনি যাবেন তাঁকে 500 টাকা জরিমানা করা হবে ।

আরও পড়ুন: বুথে দেদার ছাপ্পা-হুমকি, প্রাণ বাঁচাতে সুকান্ত মজুমদারকে দেখে ছুটে এলেন রাজ্যের পুলিশ কর্মী!

স্থানীয় বাসিন্দা আদি বাস্কে অভিযোগ করে বলেন, "আমরা নিজেরা তৃণমূল করি এবং তৃণমূলেরই সরকার রয়েছে কিন্তু আমারা বহুবার আবেদন নিবেদন জানিয়েও রাস্তা করে দেয়নি এই সরকার । তাই আমাদের ভোট বয়কট । কেবলমাত্র ভোট এলেই নেতা-মন্ত্রীরা আসেন কিন্তু ভোট চলে যাওয়ার পর কোনও খোঁজ রাখেন না ৷ বহুবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা পালন করেনি ।" একই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মঙ্গল মুর্মু ৷ তিনি বলেন, "রাস্তা হয়নি ৷ আমরাও ভোট দেব না ৷ ভোট শেষ হয়ে গেলে আমরা রাস্তা অবরোধ তুলে নেব ৷ আর যদি কেউ ভোট দিতে যায়, তাহলে তাঁকে 500 টাকা জরিমানা করা হবে ৷"

ভোট বয়কটের ডাক আদিবাসীদের

হোসনাবাদ (পশ্চিম মেদিনীপুর), 8 জুলাই: সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে ঝরল রক্ত ৷ প্রাণ গেল শাসক-বিরোধী কর্মীদের ৷ কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, কোথাও আবার ব্যালট বাক্স ভাসানো হল পুকুরে ৷ সব মিলিয়ে শান্তি-শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যে চলছে গণতন্ত্রের অধিকার প্রয়োগ ৷ তবে অন্য ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের হোসনাবাদে ৷ এলাকায় তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত কর্মীরাই এ বার রুখে দাঁড়ালেন শাসক দলের বিরুদ্ধে ৷ তাঁরা আজ শামিল হলেন ভোট বয়কটে ৷

নিজেরা তৃণমূল করেন, কিন্তু সেই তৃণমূলের বিরুদ্ধে এ বার ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা ঘেরাও করলেন হোসনাবাদের আদিবাসীরা। এই রাস্তা পারাপার করে কেউ ভোট দিতে গেলে তাঁদেরকে আবার 500 টাকা জরিমানার নিদান দেওয়া হয় । মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের অন্তর্ভুক্ত হোসনাবাদ এলাকা । এই এলাকা আদিবাসী অধ্যুষিত ৷ যেখানে প্রায় মুসলিম ও আদিবাসী মিলে 70টি পরিবার বাস করে ।

অভিযোগ, বছরের পর বছর ভোট আসে - ভোট যায় ৷ নেতা-মন্ত্রীরা আসেন, কিন্তু তাঁদের গ্রামের কাঁচা রাস্তা কাঁচাই রয়ে গিয়েছে । বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি । বর্ষাকাল এলেই খানা-খন্দে ভরে যায় এবং ডোবাতে পরিণত হয় এই কাঁচা মাটির রাস্তা । ফলে পারাপারের সময় ঘটে দুর্ঘটনা ৷ আবার কারও বিপদ-আপদ বা অসুখ-বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢোকে না অ্যাম্বুলেন্স, ঢোকে না কোনও যানবাহন ।

ফলে মুমূর্ষু ব্যক্তিকে ঘাড়ে করে তুলে নিয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে । স্থানীয়দের অভিযোগ, এই কাঁচা রাস্তা 2017 সাল থেকে পাকা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল । কিন্তু বহুবার আবেদন নিবেদন করেও কিছুতেই সেই রাস্তার কাজ করা হয়নি বলে জানা গিয়েছে ৷ এই অবস্থায় রাস্তা ঘিরে ভোট বয়কটের ডাক দেন আদিবাসী পাড়ার বাসিন্দারা । তাঁরা বলেন, এই এলাকার বাসিন্দারা ভোট দিতে যাবেন না ৷ যিনি যাবেন তাঁকে 500 টাকা জরিমানা করা হবে ।

আরও পড়ুন: বুথে দেদার ছাপ্পা-হুমকি, প্রাণ বাঁচাতে সুকান্ত মজুমদারকে দেখে ছুটে এলেন রাজ্যের পুলিশ কর্মী!

স্থানীয় বাসিন্দা আদি বাস্কে অভিযোগ করে বলেন, "আমরা নিজেরা তৃণমূল করি এবং তৃণমূলেরই সরকার রয়েছে কিন্তু আমারা বহুবার আবেদন নিবেদন জানিয়েও রাস্তা করে দেয়নি এই সরকার । তাই আমাদের ভোট বয়কট । কেবলমাত্র ভোট এলেই নেতা-মন্ত্রীরা আসেন কিন্তু ভোট চলে যাওয়ার পর কোনও খোঁজ রাখেন না ৷ বহুবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা পালন করেনি ।" একই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মঙ্গল মুর্মু ৷ তিনি বলেন, "রাস্তা হয়নি ৷ আমরাও ভোট দেব না ৷ ভোট শেষ হয়ে গেলে আমরা রাস্তা অবরোধ তুলে নেব ৷ আর যদি কেউ ভোট দিতে যায়, তাহলে তাঁকে 500 টাকা জরিমানা করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.