ETV Bharat / state

Pattachitra Museum in Pingla: ইতিহাস সংরক্ষণে পিংলায় পটচিত্রের সংগ্রহশালা বাহাদুর চিত্রকরের - পটচিত্রের সংগ্রহশালা বাহাদুর চিত্রকরের

জঙ্গলমহলের এক অনবদ্য সৃষ্টি হল পটচিত্র । এই পটচিত্র তৈরি করে সুনাম কুড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকা । সেই পিংলায় এখন নজর কাড়ছে পটচিত্রের মিউজিয়াম ৷ হারিয়ে যাওয়া পটের হাতি,ঘোড়া বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, পুঁথি নিয়ে সংগ্রহশালা গড়েছেন পটশিল্পী চিত্রকর বাহাদুর ৷ যা দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষজন ৷

Pattachitra Museum
পটচিত্রের মিউজিয়াম
author img

By

Published : Apr 27, 2023, 1:42 PM IST

ইতিহাস সংরক্ষণে পিংলায় পটচিত্রের সংগ্রহশালা বাহাদুর চিত্রকরের

পিংলা, 27 এপ্রিল: পটচিত্রের জন্য বিখ্যাত পিংলার নয়া গ্রাম । এই গ্রামে এলে মন ভালো হয়ে যাবে সকলের । প্রাচীন পটকে এখনও বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা । দূরদূরান্ত, দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন পিংলার পট শিল্প দেখতে । কেউ আসেন ডকুমেন্টারি করতে, কেউ আবার নানান গবেষণার জন্য । তবে পিংলা এলে এবার বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতে তৈরি মিউজিয়াম । যেখানে রয়েছে দেশ-বিদেশের নানা হারিয়ে যাওয়া ইতিহাস ।

বেশকিছু পুরনো মুদ্রা, হারিয়ে যাওয়া নানান পট চিত্র, যেমন-কালীঘাটের পট, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার পটচিত্র । সমস্ত কিছু রয়েছে বাহাদুরের এই সংগ্রহশালায়। বাহাদুর চিত্রকর, পিংলার নয়া গ্রামের এক প্রখ্যাত পট শিল্পী । পটের পাশাপাশি তাঁর নেশা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়াই ইতিহাসের সংরক্ষণ করা। তাঁর মিউজিয়ামে ইতিমধ্যে সৌন্দর্য বৃদ্ধি করছে কাঠের মুখোশ, সিন্দুক, গরু গাড়ি থেকে ঢেঁকি ৷ এমনকী নানান প্রাচীন গ্রাম্য ইতিহাসকে বাহাদুর সংরক্ষিত করে রেখেছেন তাঁর সংগ্রহশালায় ।

Pattachitra Museum
বাঁকুড়ার ডোকরা শিল্প থেকে টেরাকোটা শিল্প স্থান পেয়েছে

শুধু তাই নয় ৷ বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, হারিয়ে যাওয়া নানা পুঁথি, বইও সংগ্রহে রয়েছে তাঁর। ব্রিটিশ সময়কালে কালীঘাট মন্দিরের কাছে আঁকা কালীঘাটের পট রয়েছে বাহাদুরের সংগ্রহশালায়। সেইসঙ্গে রয়েছে বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানান ধরনের পুরনো বাঁশি, একতারা, দোতারা। নয়াগ্রামে ঘুরতে এলে এখন বাড়তি পাওনা বাহাদুরের এই সংগ্রহশালা ।

Pattachitra Museum
পটের সম্ভার বাহাদুর চিত্রকরের সংগ্রহশালায়

চিত্রকর বাহাদুর বলেন, "বিভিন্ন ইতিহাস সামগ্রী আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে । পরবর্তী প্রজন্ম যাতে সেই ইতিহাস দেখতে পারেন তার জন্য এই সংগ্রহশালায় সংরক্ষণের ব্যবস্থা করেছি । বিভিন্ন পটচিত্রের পাশাপাশি গ্রামীণ ইতিহাসের জিনিসকে আমি আমার সংগ্রহশালায় সংরক্ষণ করে রেখেছি ।" তিনি আক্ষেপ করে বলেন, "আমাদের এই জঙ্গলমহলে আগে বিভিন্ন এলাকায় এই পটচিত্র দেখা যেত ৷ কিন্তু সেগুলি আস্তে আস্তে করে বিদেশে চলে যাওয়ায়, তা হারিয়ে যাচ্ছে । কিছু সংগ্রহ করে রেখেছি । আমার বাড়িটি খুব ছোট এবং বর্ষাকালে জল পড়ে ৷ তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করব ৷ এই দিকে একটু নজর দেওয়ার জন্য ।"

Pattachitra Museum
পটের হাতি,ঘোড়া বৈদেশিক নানা মুদ্রা রয়েছে

প্রসঙ্গত, পুরনো দিনের নানা জিনিস হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে । সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে ফেলছি ইতিহাসের সামগ্রীগুলিকে । আর তাই ইতিহাস সংরক্ষণের নেশা বাহাদুরের । কিন্তু তাঁর ক্ষমতা সীমিত ৷ তাই এই শিল্পী সরকারের কাছে আবেদন করেছেন, তাঁর ইতিহাস সংরক্ষিত সংগ্রহশালা উন্নত করার ।

Pattachitra Museum
পটচিত্রের সংগ্রহশালা পিংলায়

আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় গানে ব্রাত্য স্রষ্টা, সিউড়ির বৃদ্ধের স্বীকৃতি আদায়ে উদ্যোগী ইটিভি ভারত

ইতিহাস সংরক্ষণে পিংলায় পটচিত্রের সংগ্রহশালা বাহাদুর চিত্রকরের

পিংলা, 27 এপ্রিল: পটচিত্রের জন্য বিখ্যাত পিংলার নয়া গ্রাম । এই গ্রামে এলে মন ভালো হয়ে যাবে সকলের । প্রাচীন পটকে এখনও বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা । দূরদূরান্ত, দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন পিংলার পট শিল্প দেখতে । কেউ আসেন ডকুমেন্টারি করতে, কেউ আবার নানান গবেষণার জন্য । তবে পিংলা এলে এবার বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতে তৈরি মিউজিয়াম । যেখানে রয়েছে দেশ-বিদেশের নানা হারিয়ে যাওয়া ইতিহাস ।

বেশকিছু পুরনো মুদ্রা, হারিয়ে যাওয়া নানান পট চিত্র, যেমন-কালীঘাটের পট, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার পটচিত্র । সমস্ত কিছু রয়েছে বাহাদুরের এই সংগ্রহশালায়। বাহাদুর চিত্রকর, পিংলার নয়া গ্রামের এক প্রখ্যাত পট শিল্পী । পটের পাশাপাশি তাঁর নেশা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়াই ইতিহাসের সংরক্ষণ করা। তাঁর মিউজিয়ামে ইতিমধ্যে সৌন্দর্য বৃদ্ধি করছে কাঠের মুখোশ, সিন্দুক, গরু গাড়ি থেকে ঢেঁকি ৷ এমনকী নানান প্রাচীন গ্রাম্য ইতিহাসকে বাহাদুর সংরক্ষিত করে রেখেছেন তাঁর সংগ্রহশালায় ।

Pattachitra Museum
বাঁকুড়ার ডোকরা শিল্প থেকে টেরাকোটা শিল্প স্থান পেয়েছে

শুধু তাই নয় ৷ বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, হারিয়ে যাওয়া নানা পুঁথি, বইও সংগ্রহে রয়েছে তাঁর। ব্রিটিশ সময়কালে কালীঘাট মন্দিরের কাছে আঁকা কালীঘাটের পট রয়েছে বাহাদুরের সংগ্রহশালায়। সেইসঙ্গে রয়েছে বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানান ধরনের পুরনো বাঁশি, একতারা, দোতারা। নয়াগ্রামে ঘুরতে এলে এখন বাড়তি পাওনা বাহাদুরের এই সংগ্রহশালা ।

Pattachitra Museum
পটের সম্ভার বাহাদুর চিত্রকরের সংগ্রহশালায়

চিত্রকর বাহাদুর বলেন, "বিভিন্ন ইতিহাস সামগ্রী আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে । পরবর্তী প্রজন্ম যাতে সেই ইতিহাস দেখতে পারেন তার জন্য এই সংগ্রহশালায় সংরক্ষণের ব্যবস্থা করেছি । বিভিন্ন পটচিত্রের পাশাপাশি গ্রামীণ ইতিহাসের জিনিসকে আমি আমার সংগ্রহশালায় সংরক্ষণ করে রেখেছি ।" তিনি আক্ষেপ করে বলেন, "আমাদের এই জঙ্গলমহলে আগে বিভিন্ন এলাকায় এই পটচিত্র দেখা যেত ৷ কিন্তু সেগুলি আস্তে আস্তে করে বিদেশে চলে যাওয়ায়, তা হারিয়ে যাচ্ছে । কিছু সংগ্রহ করে রেখেছি । আমার বাড়িটি খুব ছোট এবং বর্ষাকালে জল পড়ে ৷ তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করব ৷ এই দিকে একটু নজর দেওয়ার জন্য ।"

Pattachitra Museum
পটের হাতি,ঘোড়া বৈদেশিক নানা মুদ্রা রয়েছে

প্রসঙ্গত, পুরনো দিনের নানা জিনিস হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে । সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে ফেলছি ইতিহাসের সামগ্রীগুলিকে । আর তাই ইতিহাস সংরক্ষণের নেশা বাহাদুরের । কিন্তু তাঁর ক্ষমতা সীমিত ৷ তাই এই শিল্পী সরকারের কাছে আবেদন করেছেন, তাঁর ইতিহাস সংরক্ষিত সংগ্রহশালা উন্নত করার ।

Pattachitra Museum
পটচিত্রের সংগ্রহশালা পিংলায়

আরও পড়ুন: বাংলাদেশের জনপ্রিয় গানে ব্রাত্য স্রষ্টা, সিউড়ির বৃদ্ধের স্বীকৃতি আদায়ে উদ্যোগী ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.