ETV Bharat / state

ABVP সমর্থকদের মারধর, কাঠগড়ায় TMCP - TNCP-ABVP clash west bengal

অভিযোগ, ফি বৃদ্ধি ইশুতে প্রতিবাদ করলে TMCP সমর্থকরা ABVP সমর্থক পড়ুয়াদের মারধর করে

ABVP সমর্থকদের মারধর, কাঠগড়ায় TMCP
author img

By

Published : Aug 28, 2019, 1:31 AM IST

Updated : Aug 28, 2019, 4:54 AM IST

মেদিনীপুর, 28 অগাস্ট : ফি বৃদ্ধির প্রতিবাদে এগরা বাজকুল রাস্তার অবরোধ করলেন পড়ুয়ারা । মূলত ABVP-এর সমর্থক পড়ুয়ারাই অবরোধ অভিযানে অংশ নেন । অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে TMCP সমর্থকরা ABVP সমর্থক পড়ুয়াদের মারধর করে ৷ ফি বৃদ্ধিকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয় । বাজকুল মিলন বিদ্যালয়ের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশে ৷

পড়ুয়াদের অভিযোগ, 3100 টাকার ফি দেওয়ার সাধ্য তাঁদের নেই । ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল । সেই সময় কলেজের TMCP-র ছাত্র সংসদের ছাত্ররা তাঁদের হেনস্থা করে বলে অভিযোগ করেছেন তাঁরা।

বিক্ষোভকারী ছাত্রী সঙ্গীতা জানা বলেন, ''আমাদের কলেজে কর্তৃপক্ষ ফি বৃদ্ধি হিসেবে 3100 টাকা করেছে। পাশের কলেজে তা 2700 টাকা ৷ ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে আমাদের তৃণমূলের ছাত্র সংসদের ছাত্ররা হেনস্থা করে, আপত্তিকর ভাষায় গালিগালাজ করে । ''

অভিযোগ, ABVP-র সমর্থক তিন ছাত্র গুরুতর আহত হয়েছেন মারধরের ঘটনায় । তাঁদের ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ৷

মেদিনীপুর, 28 অগাস্ট : ফি বৃদ্ধির প্রতিবাদে এগরা বাজকুল রাস্তার অবরোধ করলেন পড়ুয়ারা । মূলত ABVP-এর সমর্থক পড়ুয়ারাই অবরোধ অভিযানে অংশ নেন । অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে TMCP সমর্থকরা ABVP সমর্থক পড়ুয়াদের মারধর করে ৷ ফি বৃদ্ধিকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয় । বাজকুল মিলন বিদ্যালয়ের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশে ৷

পড়ুয়াদের অভিযোগ, 3100 টাকার ফি দেওয়ার সাধ্য তাঁদের নেই । ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল । সেই সময় কলেজের TMCP-র ছাত্র সংসদের ছাত্ররা তাঁদের হেনস্থা করে বলে অভিযোগ করেছেন তাঁরা।

বিক্ষোভকারী ছাত্রী সঙ্গীতা জানা বলেন, ''আমাদের কলেজে কর্তৃপক্ষ ফি বৃদ্ধি হিসেবে 3100 টাকা করেছে। পাশের কলেজে তা 2700 টাকা ৷ ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে আমাদের তৃণমূলের ছাত্র সংসদের ছাত্ররা হেনস্থা করে, আপত্তিকর ভাষায় গালিগালাজ করে । ''

অভিযোগ, ABVP-র সমর্থক তিন ছাত্র গুরুতর আহত হয়েছেন মারধরের ঘটনায় । তাঁদের ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ৷

Intro:ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ, Tmcpর হাতে আক্রান্ত abvpর তিন ছাত্র ।


ফ্রি বৃদ্ধির প্রতিবাদে এগরা বাজকুল রাস্তার অবরোধ করলো ছাত্র ছাত্রীরা ।এরজেরেই এগরা বাজকুল রাস্তা অবরোধ হয়ে পড়ে । বাজকুল মিলন বিদ্যালয়ের ফি বৃদ্ধির দাবিতে ছাত্রছাত্রীরা কলেজের সামনের রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । ছাত্র ছাত্রী দের অভিযোগ তৃতীয় বিভাগের তাদের ফি করা হয়েছে তিনহাজার একশো টাকা করে । তা কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল । কলেজের টিএমসিপির ছাত্র সংসদের ছাত্ররা তাদের হেনস্থা করে বলে অভিযোগ। বিক্ষোভকারী ছাত্রী সঙ্গীতা জানা বলেন আমাদের কলেজে কর্তৃপক্ষ ফি বৃদ্ধি হিসেবে তিনহাজার একশো টাকা করেছে। পাশে একটি কলেজের দুইহাজার সাতশো টাকা করেছে। তাদের ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে তাদের তৃণমূলের ছাত্র সংসদের ছাত্ররা হেনস্থা করে এবং বাবা ও মা তুলে অশ্লীল ভাষার গালিগালাজ করে বলে অভিযোগ । তারপর তারা এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে । তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসে তাদের মারধর করে বলে অভিযোগ । তিনজন abvp র ছাত্র আহত হয়েছে । তাদের ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।Body:ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ, Tmcpর হাতে আক্রান্ত abvpর তিন ছাত্র ।


ফ্রি বৃদ্ধির প্রতিবাদে এগরা বাজকুল রাস্তার অবরোধ করলো ছাত্র ছাত্রীরা ।এরজেরেই এগরা বাজকুল রাস্তা অবরোধ হয়ে পড়ে । বাজকুল মিলন বিদ্যালয়ের ফি বৃদ্ধির দাবিতে ছাত্রছাত্রীরা কলেজের সামনের রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । ছাত্র ছাত্রী দের অভিযোগ তৃতীয় বিভাগের তাদের ফি করা হয়েছে তিনহাজার একশো টাকা করে । তা কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল । কলেজের টিএমসিপির ছাত্র সংসদের ছাত্ররা তাদের হেনস্থা করে বলে অভিযোগ। বিক্ষোভকারী ছাত্রী সঙ্গীতা জানা বলেন আমাদের কলেজে কর্তৃপক্ষ ফি বৃদ্ধি হিসেবে তিনহাজার একশো টাকা করেছে। পাশে একটি কলেজের দুইহাজার সাতশো টাকা করেছে। তাদের ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে তাদের তৃণমূলের ছাত্র সংসদের ছাত্ররা হেনস্থা করে এবং বাবা ও মা তুলে অশ্লীল ভাষার গালিগালাজ করে বলে অভিযোগ । তারপর তারা এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে । তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসে তাদের মারধর করে বলে অভিযোগ । তিনজন abvp র ছাত্র আহত হয়েছে । তাদের ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।Conclusion:ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ, Tmcpর হাতে আক্রান্ত abvpর তিন ছাত্র ।


ফ্রি বৃদ্ধির প্রতিবাদে এগরা বাজকুল রাস্তার অবরোধ করলো ছাত্র ছাত্রীরা ।এরজেরেই এগরা বাজকুল রাস্তা অবরোধ হয়ে পড়ে । বাজকুল মিলন বিদ্যালয়ের ফি বৃদ্ধির দাবিতে ছাত্রছাত্রীরা কলেজের সামনের রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । ছাত্র ছাত্রী দের অভিযোগ তৃতীয় বিভাগের তাদের ফি করা হয়েছে তিনহাজার একশো টাকা করে । তা কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল । কলেজের টিএমসিপির ছাত্র সংসদের ছাত্ররা তাদের হেনস্থা করে বলে অভিযোগ। বিক্ষোভকারী ছাত্রী সঙ্গীতা জানা বলেন আমাদের কলেজে কর্তৃপক্ষ ফি বৃদ্ধি হিসেবে তিনহাজার একশো টাকা করেছে। পাশে একটি কলেজের দুইহাজার সাতশো টাকা করেছে। তাদের ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে তাদের তৃণমূলের ছাত্র সংসদের ছাত্ররা হেনস্থা করে এবং বাবা ও মা তুলে অশ্লীল ভাষার গালিগালাজ করে বলে অভিযোগ । তারপর তারা এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে । তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসে তাদের মারধর করে বলে অভিযোগ । তিনজন abvp র ছাত্র আহত হয়েছে । তাদের ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
Last Updated : Aug 28, 2019, 4:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.