ঘাটাল, 15 জুলাই: ঘাটালের কুশপাতায় এক অভিনন্দন যাত্রায় অংশ নিতে এসে তৃণমূল নেত্রী এবং তৃণমূল নেতাকর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি (Sukanta Majumdar slams Bengal Govt)। একই সঙ্গে তিনি বললেন, মা কালীকে নিয়ে যে তৃণমূল নেতারা তীব্র ভাষায় কটাক্ষ ও বিতর্কমূলক মন্তব্য করছে তাদের বিরুদ্ধে যেমন একাধিক জায়গায় আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে মা কালীর কাছে পাঁঠা বলি দিয়েও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানানো হবে ।
ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের আর্থিক অনুমোদনে ঘাটালে অভিনন্দন যাত্রায় উপস্থিত হয়ে তৃণমূল সরকার ও তৃণমূলের একাধিক নেতাকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থেকে একটি বাইক র্যালি করে ঘাটালের কুশপাতায় পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি ৷ সেখান থেকে দলের যাত্রায় যোগ দিয়ে পায়ে হেঁটে ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে পৌঁছন তিনি । এরপর পাঁশকুড়া বাসস্ট্যান্ডে জনসভায় উপস্থিত হন । এরপর সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকার ও তৃণমূল নেতৃত্বদের তোপ দাগেন সুকান্ত মজুমদার ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী ‘স্পিড ব্রেকার’, কটাক্ষ সুকান্ত মজুমদার
করোনার বুস্টার ডোজ থেকে তৃণমূলের দুর্নীতি, এমনকী সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মা কালী নিয়ে মন্তব্যর তীব্র সমালোচনা করেন তিনি । পাশাপাশি তিনি মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বার্তা দেন মা কালীকে নিয়ে যে অপমান করেছে তৃণমূল তা সাংসদ হিসেবে মেনে নেওয়া যায় না । মা কালী বলি পছন্দ করেন । প্রয়োজনে বলিও দিতে হবে । এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন । তিনি দীর্ঘ প্রতীক্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র আর্থিক অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন । এছাড়াও সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশকিছু বিষয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি এদিন একুশে জুলাইয়ের জনসভা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান, এই করোনাকালে এই সভাতে তৃণমূল নেতা-কর্মীরা জয় বাংলা মাস্ক পড়ে করোনাকে তাড়িয়ে তবেই ফিরবে ।
প্রসঙ্গক্রমে বলা যায় তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের এই মা কালী বিতর্ক এখনও পিছু ছাড়ছে না । যদিও এ বিষয়ে এখনও রাস্তায় একপ্রকার আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী বিজেপি । প্রতিদিনই বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তোলা হচ্ছে ।