ETV Bharat / state

তৃণমূল বাঁধাকপির মতো, ছাড়তে ছাড়তে পার্টিটাই উঠে যাবে : দিলীপ - bjp

আজ মনোনয়নপত্র জমা দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ।

BJP নেতা দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 20, 2019, 11:34 PM IST

Updated : Apr 20, 2019, 11:39 PM IST

মেদিনীপুর, 20 এপ্রিল : "তৃণমূল পার্টি হল বাঁধাকপির মত, ছাড়াতে ছাড়াতে একদিন গোটা পার্টিটায় উঠে যাবে ।" আজ মনোনয়নপত্র জমা দিয়ে এই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

ভিডিয়োয় শুনুন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য

নরেন্দ্র মোদি পশ্চিমবাংলায় প্রার্থী হবেন কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমরা আগেই বলেছিলাম কোনও একজন সিনিয়র লিডার যদি পশ্চিমবাংলায় দাঁড়ান, তাহলে পশ্চিমবাংলার পরিস্থিতি অনুকূল হবে । ওঁকে প্রস্তাব দেওয়া হয়েছে । যদি উনি তা গ্রহণ করেণ তবে তা আমাদের সৌভাগ্য । এখন শুধু এইটুকুই জানি প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় 15টি সভা করবেন ।"

ভারতী ঘোষকে CID-র জেরা প্রসঙ্গে বলেন, "ভারতী ঘোষ প্রচার যাতে করতে না পারে সেই জন্যই CID জেরা করছে। এর উত্তর সাধারণ মানুষ দেবে। কারণ অনেকরকম ভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। প্রার্থীকে মারা হচ্ছে । অফিস ভাঙচুর করা হচ্ছে । এটা নতুন কিছু না । গণতান্ত্রিক ভাবে লড়াই করার শক্তি যখন শেষ হয়ে যায়, তখন অনৈতিক ভাবে লড়াই করার চেষ্টা হয় । যেভাবেই তৃণমূল লড়ুক, আমরা লড়ব এবং জিতব ।"

অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবও আজ মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, "সব দলকে অনুরোধ করব বক্তব্য রাখার সময় যেন সৌজন্যবোধটুকু দেখান।" এর উত্তরে দিলীপবাবু বলেন, "তৃণমূলের লোকেদের দেব যেন আগে এই পরামর্শ দেন ।"

কেন্দ্রবাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিরপেক্ষতার সাথে কাজ করতে। এই বিষয়ে দিলীপবাবু বলেন, "এ কী কথা শুনিয়াছি মন্থরার মুখে । জীবনে যে কোনওদিন নিরপেক্ষ হয়নি । সে অন্যকে নিরপেক্ষ হতে বলছে । যিনি আমাদের মনোনয়ন জমা দিতে দিচ্ছেন না, আমাদের প্রচার করতে দিচ্ছেন না, আমাদের প্রার্থী দিতে দিচ্ছেন না, আমাদের মাঠ দিচ্ছেন না, হল দিচ্ছেন না, হেলিকপ্টারের অনুমতিও দিচ্ছেন না, তাঁর মুখে কি এইকথা শোভা পায় ? পরিস্থিতি খারাপ বলে তিনি ভালো ভালো কথা বলছেন ।"

মেদিনীপুর, 20 এপ্রিল : "তৃণমূল পার্টি হল বাঁধাকপির মত, ছাড়াতে ছাড়াতে একদিন গোটা পার্টিটায় উঠে যাবে ।" আজ মনোনয়নপত্র জমা দিয়ে এই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

ভিডিয়োয় শুনুন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য

নরেন্দ্র মোদি পশ্চিমবাংলায় প্রার্থী হবেন কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমরা আগেই বলেছিলাম কোনও একজন সিনিয়র লিডার যদি পশ্চিমবাংলায় দাঁড়ান, তাহলে পশ্চিমবাংলার পরিস্থিতি অনুকূল হবে । ওঁকে প্রস্তাব দেওয়া হয়েছে । যদি উনি তা গ্রহণ করেণ তবে তা আমাদের সৌভাগ্য । এখন শুধু এইটুকুই জানি প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় 15টি সভা করবেন ।"

ভারতী ঘোষকে CID-র জেরা প্রসঙ্গে বলেন, "ভারতী ঘোষ প্রচার যাতে করতে না পারে সেই জন্যই CID জেরা করছে। এর উত্তর সাধারণ মানুষ দেবে। কারণ অনেকরকম ভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। প্রার্থীকে মারা হচ্ছে । অফিস ভাঙচুর করা হচ্ছে । এটা নতুন কিছু না । গণতান্ত্রিক ভাবে লড়াই করার শক্তি যখন শেষ হয়ে যায়, তখন অনৈতিক ভাবে লড়াই করার চেষ্টা হয় । যেভাবেই তৃণমূল লড়ুক, আমরা লড়ব এবং জিতব ।"

অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবও আজ মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, "সব দলকে অনুরোধ করব বক্তব্য রাখার সময় যেন সৌজন্যবোধটুকু দেখান।" এর উত্তরে দিলীপবাবু বলেন, "তৃণমূলের লোকেদের দেব যেন আগে এই পরামর্শ দেন ।"

কেন্দ্রবাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিরপেক্ষতার সাথে কাজ করতে। এই বিষয়ে দিলীপবাবু বলেন, "এ কী কথা শুনিয়াছি মন্থরার মুখে । জীবনে যে কোনওদিন নিরপেক্ষ হয়নি । সে অন্যকে নিরপেক্ষ হতে বলছে । যিনি আমাদের মনোনয়ন জমা দিতে দিচ্ছেন না, আমাদের প্রচার করতে দিচ্ছেন না, আমাদের প্রার্থী দিতে দিচ্ছেন না, আমাদের মাঠ দিচ্ছেন না, হল দিচ্ছেন না, হেলিকপ্টারের অনুমতিও দিচ্ছেন না, তাঁর মুখে কি এইকথা শোভা পায় ? পরিস্থিতি খারাপ বলে তিনি ভালো ভালো কথা বলছেন ।"

আগে জানলে অনেক আগেই বিদায় হত ভারতী ঘোষ , গ্রামবাংলায় খোঁজ নিন কত কুকীর্তি তিনি করেছেন তা জানতে পারবেন বক্তা - পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি তিনি দুর্গাপুরে বিজেপির সুরেন্দ্র সিং আলুআলিয়া বলেছেন লোকসভা ভোটের ছয় মাস পরে বিধানসভা ভোট রাজ্যে নিয়ে বলেন আলু পিঁয়াজ নিয়ে কিছু মন্তব্য করব না ,সারা বছর উনারা উধাও হয়ে যান , ভোটের সময় দেখা যায় পাহাড়ে l ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নির্বাচন এর সমর্থনে চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে সভা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় l সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন l বক্তব্য রাখতে গিয়ে পার্থবাবু কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন l সভা শেষে সাংবাদিকদের ভারতী প্রসঙ্গে উত্তরে তিনি বলেন "আগে মেদিনীপুরের গ্রাম বাংলায় খুঁজে দেখুন তিনি কত অত্যাচার করেছে, তার অজানা ইতিহাস আজকে আমার নতুন করে জানছি, সেদিন যদি জানতে পারতাম তাহলে অনেক আগেই বিদায় হত" l প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলায় ভারতী এসপি থাকাকালীন দল ও প্রশাসনের সর্বময় কর্তী ছিলেন, জঙ্গলমহলে তার কোথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত l মেদিনীপুরে ভালো কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে পড়েন l গত বিধানসভা নির্বাচনে সবং কেন্দ্রে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন মানস ভুঁইয়া l তারপর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতী ঘোষ এর দূরত্ব বাড়তে থাকে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয় l ভারতী ঘোষ আইপিএস প্রত্যাখ্যান করে l ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুর থানায় সোনা চুরির মামলা দায়ের হয় l দীর্ঘদিন অন্তরালে থাকার পর ভারতী ঘোষ সুপ্রিম কোর্টে জামিন নিয়ে বিজেপি তে জয়েন করেন l বর্তমানে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ l ভারতী ঘোষ সম্প্রতি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল তাকে প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে l যাতে ভোটে জিতে যেতে না পারে তার জন্য যখন তখন ফলস কেস করে তাকে ফাঁসিয়ে দিচ্ছে l সম্প্রতি ভারতি কে জরুরি তলব করেছে সি আই ডি সেই পরিপ্রেক্ষিতে ভারতী ঘোষ সিআইডিকে জানিয়েছে মনোনয়ন জমা দেওয়ার পরে দেখা করবেন l সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় এর বক্তব্য আলু পিয়াজ এর বক্তব্য নিয়ে কিছু বলবো না ,ওনারা সারা বছর উধাও হয়ে থাকেন ,ভোট এলেই ওনাদের দেখা যায় l চন্দ্রকোনা রোড এর সভা থেকে আজকে চন্দ্রকোনা রোডে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন অনেক আগে জানলে বিদায় হত ভারতী ঘোষ l ঠিক একইভাবে গত বিধানসভা নির্বাচনের আগে নারোদা কাণ্ডে অভিযুক্ত ববি, শোভন, মদন, এর সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে জানলে এদের প্রার্থী করতাম না l সেই একই সুরে দিন ও পার্থ চট্টোপাধ্যায় এর মুখে শোনা গেল l
Last Updated : Apr 20, 2019, 11:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.