ETV Bharat / state

"কী করব বুঝিয়ে দেব", সরকারি কর্মীকে 'হুমকি' তৃণমূল বিধায়কের - সরকারি কর্মীকে হুমকি তৃণমূল বিধায়কের

সরকারি নির্মাণ সহায়ককে ফোনে 'হুমকি' তৃণমূল বিধায়কের ৷ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দলুই ওই সরকারি কর্মীকে হুমকি দিয়ে বলেন, "কালীপুজোটা কাটুক ৷ কোথায় পাঠাতে পারি দেখছি ৷ এক মাঘে শীত যায় না ৷ কী করব বুঝিয়ে দেব তোমাকে ৷ কোথায় পাঠাই দেখো ৷"

ঘাটাল
author img

By

Published : Oct 19, 2019, 2:08 PM IST

Updated : Oct 19, 2019, 2:23 PM IST


ঘাটাল, 19 সেপ্টেম্বর : ফোনে সরকারি কর্মীকে হুমকির অভিযোগ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দলুইয়ের বিরুদ্ধে ৷ গতকাল ঘাটাল ব্লকের BDO-কে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঋতেন মান্না ৷ BDO অরিন্দম দাশগুপ্তকে তিনি জানিয়েছেন, বিধায়কের হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, বিধায়কের ফোনের পর লাগাতার প্রাণনাশেরও হুমকি আসছে ৷

পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল ওই বিধায়ক ৷ এমনই একটি অডিয়ো ভাইরাল হয়েছে ৷ নির্মাণ সহায়ক ঋতেন মান্নাকে করা ওই ফোনে বিধায়ক রীতিমতো হুমকি দিচ্ছেন ৷ বলছেন , "চরিত্রটা আগে জানতাম ৷ আরও একটু প্রকাশ হচ্ছে ৷ BJP-কে তোল্লাই দেওয়া হচ্ছে ৷ BJP-র দালাল ৷ কাটিয়ে দেব ৷ তোমাকে বুঝিয়ে দেব ৷ তুমি সরকারের কর্মী ৷ কালীপুজোটা কাটুক ৷ কোথায় পাঠাতে পারি দেখছি ৷ এক মাঘে শীত যায় না ৷ কী করব বুঝিয়ে দেব তোমাকে ৷ কোথায় পাঠাই দেখো ৷"

এই অডিয়োটি প্রকাশ্যে এসেছে


ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের MGNREGA প্রকল্পে জব কার্ডধারীদের মাস্টার রোল তৈরি করে তাদের কাজ দেওয়া নিয়ে ৷ সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুরান এলাকার কয়েকজন জব কার্ড হোল্ডার কাজ চাওয়ায় নিয়ম মেনে তাদেরও ওই প্রকল্পে কাজ দেন নির্মাণ সহায়ক ঋতেন মান্না ৷ অভিযোগ, এতেই চটে যান তৃণমূল বিধায়ক শংকর দলুই ৷ ওই নির্মাণ সহায়ক বলেন, কে কোন দল করে তা দেখে কাজ বণ্টন করা হয়নি ৷ BDO-র নির্দেশে যারা কাজ চেয়েছিল তাদেরই কাজ দেওয়া হয় ৷ এর মধ্যে কয়েকজন কাজ পাওয়া জব কার্ডধারী নাকি BJP সমর্থক ৷ তা নিয়েই রাগ ঘাটালের তৃণমূল বিধায়কের ৷ ওই BJP সমর্থকদের কেন কাজ দেওয়া হবে সেই প্রশ্ন তোলেন ৷ নির্মাণ সহায়ক পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে আড়ালে রেখেই সমস্ত কাজ বণ্টন করছেন বলে অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে শংকরবাবু ফোনেই ওই নির্মাণ সহায়ককে অন্যত্র বদলি ও দেখে নেওয়ার হুমকি দেন ৷

বিধায়কের ফোনের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে BDO-কে জানিয়েছেন ঋতেন মান্না ৷ সুষ্ঠুভাবে দপ্তরে যাতে কাজ করতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন ৷ একজন সরকারি কর্মচারীকে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দেওয়া নিয়ে শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে ৷ যদিও BDO এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

দেখুন ভিডিয়োয়


তৃণমূল বিধায়ক অবশ্য একে হুমকি বলে মানতে নারাজ ৷ তিনি বলেন, "এটা হুমকি নয় ৷ আমি জনপ্রতিনিধি ৷ আমাদের সরকারের কাজ ঠিকমতো না করলে আমি সরকারি কর্মীদের নির্দেশ দিতে পারি ৷ সরকারের দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে ৷ এটাকে কেউ হুমকি মনে করলে হুমকি ৷ "


ঘাটাল, 19 সেপ্টেম্বর : ফোনে সরকারি কর্মীকে হুমকির অভিযোগ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দলুইয়ের বিরুদ্ধে ৷ গতকাল ঘাটাল ব্লকের BDO-কে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঋতেন মান্না ৷ BDO অরিন্দম দাশগুপ্তকে তিনি জানিয়েছেন, বিধায়কের হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, বিধায়কের ফোনের পর লাগাতার প্রাণনাশেরও হুমকি আসছে ৷

পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল ওই বিধায়ক ৷ এমনই একটি অডিয়ো ভাইরাল হয়েছে ৷ নির্মাণ সহায়ক ঋতেন মান্নাকে করা ওই ফোনে বিধায়ক রীতিমতো হুমকি দিচ্ছেন ৷ বলছেন , "চরিত্রটা আগে জানতাম ৷ আরও একটু প্রকাশ হচ্ছে ৷ BJP-কে তোল্লাই দেওয়া হচ্ছে ৷ BJP-র দালাল ৷ কাটিয়ে দেব ৷ তোমাকে বুঝিয়ে দেব ৷ তুমি সরকারের কর্মী ৷ কালীপুজোটা কাটুক ৷ কোথায় পাঠাতে পারি দেখছি ৷ এক মাঘে শীত যায় না ৷ কী করব বুঝিয়ে দেব তোমাকে ৷ কোথায় পাঠাই দেখো ৷"

এই অডিয়োটি প্রকাশ্যে এসেছে


ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের MGNREGA প্রকল্পে জব কার্ডধারীদের মাস্টার রোল তৈরি করে তাদের কাজ দেওয়া নিয়ে ৷ সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুরান এলাকার কয়েকজন জব কার্ড হোল্ডার কাজ চাওয়ায় নিয়ম মেনে তাদেরও ওই প্রকল্পে কাজ দেন নির্মাণ সহায়ক ঋতেন মান্না ৷ অভিযোগ, এতেই চটে যান তৃণমূল বিধায়ক শংকর দলুই ৷ ওই নির্মাণ সহায়ক বলেন, কে কোন দল করে তা দেখে কাজ বণ্টন করা হয়নি ৷ BDO-র নির্দেশে যারা কাজ চেয়েছিল তাদেরই কাজ দেওয়া হয় ৷ এর মধ্যে কয়েকজন কাজ পাওয়া জব কার্ডধারী নাকি BJP সমর্থক ৷ তা নিয়েই রাগ ঘাটালের তৃণমূল বিধায়কের ৷ ওই BJP সমর্থকদের কেন কাজ দেওয়া হবে সেই প্রশ্ন তোলেন ৷ নির্মাণ সহায়ক পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে আড়ালে রেখেই সমস্ত কাজ বণ্টন করছেন বলে অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে শংকরবাবু ফোনেই ওই নির্মাণ সহায়ককে অন্যত্র বদলি ও দেখে নেওয়ার হুমকি দেন ৷

বিধায়কের ফোনের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে BDO-কে জানিয়েছেন ঋতেন মান্না ৷ সুষ্ঠুভাবে দপ্তরে যাতে কাজ করতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন ৷ একজন সরকারি কর্মচারীকে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দেওয়া নিয়ে শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে ৷ যদিও BDO এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

দেখুন ভিডিয়োয়


তৃণমূল বিধায়ক অবশ্য একে হুমকি বলে মানতে নারাজ ৷ তিনি বলেন, "এটা হুমকি নয় ৷ আমি জনপ্রতিনিধি ৷ আমাদের সরকারের কাজ ঠিকমতো না করলে আমি সরকারি কর্মীদের নির্দেশ দিতে পারি ৷ সরকারের দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে ৷ এটাকে কেউ হুমকি মনে করলে হুমকি ৷ "

Intro:সরকারি নির্মাণ সহায়ক কে ঘাটাল তৃণমূল বিধায়কের ফোনের হুমকি ,এই হুমকিতে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় ,অভিযোগ ফোনে হুমকি দেন " এক মাঘে শীত যায়না ,সাবধান হোন ,বিজেপিকে হাওয়া দিচ্ছো ,পুজোর পর তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে কখনো ফিরে আসতে পারবে না" এরকম হুমকির পর সংশ্লিষ্ট এলাকার ছড়ায় চাঞ্চল্য lBody:সরকারি নির্মাণ সহায়ক কে ঘাটাল তৃণমূল বিধায়কের ফোনের হুমকি ,এই হুমকিতে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় ,অভিযোগ ফোনে হুমকি দেন " এক মাঘে শীত যায়না ,সাবধান হোন ,বিজেপিকে হাওয়া দিচ্ছো ,পুজোর পর তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে কখনো ফিরে আসতে পারবে না" এরকম হুমকির পর সংশ্লিষ্ট এলাকার ছড়ায় চাঞ্চল্য l

পঞ্চায়েতের নির্মান সহায়ককে ফোনে বদলির হুমকি ও ভৎসনার অভিযোগ উঠলো তৃনমুল বিধায়কের বিরুদ্ধে l পঞ্চায়েতের নির্মান সহায়ককে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃনমুল বিধায়ক এমনই একটি অডিও ভাইরাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে l ঘাটাল বিধানসভার তৃনমুল বিধায়ক শঙ্কর দোলই ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের এনএস অর্থাৎ নির্মান সহায়ক ঋতেন মান্নাকে ফোনে বদলির হুমকি দেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই অভিযোগ l শুক্রবার এনিয়ে ব্লকের বিডিওকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন ওই নির্মান সহায়ক l ঘাটাল ব্লকের বিডিও অরিন্দম দাশগুপ্তকে বিধায়কের হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পাশাপাশি বিধায়কের ফোনের পর লাগাতার প্রাননাশেরও হুমকি আসছে দপ্তরের কয়েকজন কর্মীর কাছে এনিয়েও নালিশ করেন ওই নির্মান সহায়ক l ঘটনার সূত্রপাত,পঞ্চায়েতের এমজিএনআরজিএ প্রকল্পে কাজ চাওয়া জব কার্ডধারীদের মাস্টাররোল তৈরী করে তাদের কাজ দেওয়া l সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুরান এলাকার কয়েকজন জবকার্ড হোল্ডার কাজ চাওয়ায় নিয়ম মেনে তাদেরও ওই প্রকল্পে কাজ দেন নির্মান সহায়ক ঋতেন মান্না l এতেই চটে যান তৃনমুল বিধায়ক শঙ্কর দোলই l ওই নির্মান সহায়ক জানান,কে কোন দল করে তা দেখে কাজ বন্টন করা হয়নি,বিডিও সাহেবের নির্দেশে যারা কাজ চেয়েছিলো তাদেরই কাজ দেওয়া হয় এদের মধ্যে কয়েকজন কাজ পাওয়া জবকার্ডধারী নাকি বিজেপি সমর্থক ছিলো সে নিয়েই গোঁসা ঘাটালের তৃনমুল বিধায়ক শঙ্কর দোলইয়ের l ওই বিজেপি সমর্থকদের কেন কাজ দেওয়া হবে এবং নির্মান সহায়ক বিজেপির হয়ে কাজ করছে এমনকি ওই নির্মান সহায়ক প্রধান,উপপ্রধানকে আড়ালে রেখেই সমস্ত কাজ বন্টন করছে এই অভিযোগ তুলে ক্ষীপ্ত হয়ে শঙ্করবাবু ফোনেই ওই নির্মান সহায়ককে অন্যত্র বদলি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে বসেন l এমনকি ফোনে নির্মান সহায়ক ঋতেন মান্নাকে কোনও সুযোগই দেওয়া হয়নি বিধায়ককে ফোনে কিছু বলার এমনই অভিযোগ l বিধায়কের এহেন হুমকি ফোনে নিরাপত্তা ও সুষ্ঠুভাবে দপ্তরে কাজ করতে পারে সে নিয়েই ব্লকের বিডিওর কাছে লিখিত আবেদন জানান ঋতেন মান্না l একজন সরকারি কর্মচারীকে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি তৃনমুল বিধায়কের এঘটনায় শোরগোল পড়েছে ঘাটাল জুড়ে l যদিও ব্লকের বিডিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি l

Conclusion:সরকারি নির্মাণ সহায়ক কে ঘাটাল তৃণমূল বিধায়কের ফোনের হুমকি ,এই হুমকিতে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় ,অভিযোগ ফোনে হুমকি দেন " এক মাঘে শীত যায়না ,সাবধান হোন ,বিজেপিকে হাওয়া দিচ্ছো ,পুজোর পর তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে কখনো ফিরে আসতে পারবে না" এরকম হুমকির পর সংশ্লিষ্ট এলাকার ছড়ায় চাঞ্চল্য l
Last Updated : Oct 19, 2019, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.