ETV Bharat / state

TMC Leader Beaten: রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর - Railway Job Fraud

রেলে চাকরি দেওয়ার নাম করে পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক তৃণমূল (Trinamool Congress) নেতা টাকা নিয়েছেন বলে অভিযোগ ৷ সেই অভিযোগে শনিবার তাঁকে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ৷

TMC leader tied to tree and beaten up for alleged Railway Job Fraud
TMC Leader Beaten: রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতা গাছে বেঁধে মারধর
author img

By

Published : Sep 3, 2022, 6:18 PM IST

Updated : Sep 3, 2022, 6:36 PM IST

ডেবরা (পশ্চিম মেদিনীপুর), 3 সেপ্টেম্বর : রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার (Railway Job Fraud) অভিযোগ উঠল এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে ৷ সেই অভিযোগে ওই নেতাকে শনিবার গাছে বেঁধে মারধর করা হয় ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূলের নেতার নাম দিলীপ পাত্র ৷ তিনি এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচিত৷ আবার তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুনের অনুগামী বলেও এলাকার লোকজন জানে ৷ অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নামে তিনি টাকা নিয়েছিলেন বিভিন্ন লোকের কাছ থেকে ৷ তাঁদেরই একজন স্থানীয় সত্যপুর অঞ্চলের বাসিন্দা কানাইলাল মুর্মুর ভাগনে ৷

কানাইলাল মুর্মুর অভিযোগ, আড়াই বছর আগে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন দিলীপ ৷ রেলে চাকরি করিয়ে দেবেন বলে দাবি করেছিলেন ৷ কিন্তু চাকরি তো হয়নি৷ টাকাও ফেরত দেননি তিনি ৷ সেই কারণেই শনিবার দিলীপকে গাছে বেঁঁধে মারধর করা হয় বলে অভিযোগ ৷

রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নেতাকে গাছে বেঁধে রাখা হয়েছে ৷ কানাইলাল মুর্মু জানিয়েছেন যে টাকা না পেলে দিলীপকে পাত্রকে তিনি ছাড়বেন না ৷ পুলিশও ঘটনাস্থলে শেষ খবর পাওয়া পর্যন্ত পৌঁছাইনি বলেই জানা গিয়েছে ৷

এই ঘটনায় স্বাভাবিকভাবেই হইচই ছড়িয়েছে সর্বত্র ৷ সোশ্যাল মিডিয়াতেও মারধরের ভিডিয়ো হু হু করে ছড়িয়ে যায় ৷ যা দেখে কটাক্ষ করতে দেখা যায় অনেককে ৷ সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরাও ৷ তাদের দাবি, এই ধরনের ঘটনা আগামিদিনে আরও দেখা যাবে ৷

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ কখনও শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam), কখনও গরুপাচার কাণ্ড (Cattle Smuggling Case), আবার কখনও কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) অভিযোগের তির উঠছে একাধিক তৃণমূল নেতার দিকে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আবার গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷

বিরোধীদের অভিযোগ, তৃণমূলের উপর থেকে নিচ, সবস্তরেই দুর্নীতিতে ডুবে আছে ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনায় আরও একবার তার প্রমাণ মিলল ৷

আরও পড়ুন : চলছে পুকুর ভরাট ! কাঠগড়ায় শাসকদলের যুব সভাপতি, উদাসীন প্রশাসন

ডেবরা (পশ্চিম মেদিনীপুর), 3 সেপ্টেম্বর : রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার (Railway Job Fraud) অভিযোগ উঠল এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে ৷ সেই অভিযোগে ওই নেতাকে শনিবার গাছে বেঁধে মারধর করা হয় ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূলের নেতার নাম দিলীপ পাত্র ৷ তিনি এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচিত৷ আবার তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুনের অনুগামী বলেও এলাকার লোকজন জানে ৷ অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নামে তিনি টাকা নিয়েছিলেন বিভিন্ন লোকের কাছ থেকে ৷ তাঁদেরই একজন স্থানীয় সত্যপুর অঞ্চলের বাসিন্দা কানাইলাল মুর্মুর ভাগনে ৷

কানাইলাল মুর্মুর অভিযোগ, আড়াই বছর আগে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন দিলীপ ৷ রেলে চাকরি করিয়ে দেবেন বলে দাবি করেছিলেন ৷ কিন্তু চাকরি তো হয়নি৷ টাকাও ফেরত দেননি তিনি ৷ সেই কারণেই শনিবার দিলীপকে গাছে বেঁঁধে মারধর করা হয় বলে অভিযোগ ৷

রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ, তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নেতাকে গাছে বেঁধে রাখা হয়েছে ৷ কানাইলাল মুর্মু জানিয়েছেন যে টাকা না পেলে দিলীপকে পাত্রকে তিনি ছাড়বেন না ৷ পুলিশও ঘটনাস্থলে শেষ খবর পাওয়া পর্যন্ত পৌঁছাইনি বলেই জানা গিয়েছে ৷

এই ঘটনায় স্বাভাবিকভাবেই হইচই ছড়িয়েছে সর্বত্র ৷ সোশ্যাল মিডিয়াতেও মারধরের ভিডিয়ো হু হু করে ছড়িয়ে যায় ৷ যা দেখে কটাক্ষ করতে দেখা যায় অনেককে ৷ সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরাও ৷ তাদের দাবি, এই ধরনের ঘটনা আগামিদিনে আরও দেখা যাবে ৷

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ কখনও শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam), কখনও গরুপাচার কাণ্ড (Cattle Smuggling Case), আবার কখনও কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) অভিযোগের তির উঠছে একাধিক তৃণমূল নেতার দিকে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আবার গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷

বিরোধীদের অভিযোগ, তৃণমূলের উপর থেকে নিচ, সবস্তরেই দুর্নীতিতে ডুবে আছে ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনায় আরও একবার তার প্রমাণ মিলল ৷

আরও পড়ুন : চলছে পুকুর ভরাট ! কাঠগড়ায় শাসকদলের যুব সভাপতি, উদাসীন প্রশাসন

Last Updated : Sep 3, 2022, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.