ETV Bharat / state

কুরবান শাহ খুনের মামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত পুলিশের - কুরবান শাহ খুন

দুর্গাপুজোর নবমীর রাতে পাঁশকুড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। এই ঘটনায় দু'জন অভিযুক্ত পলাতক । অভিযুক্তদের নাগাল না পেয়ে তাঁদের ছবি, নাম,বয়স,ঠিকানা সহ সম্পূর্ণ বিবরণ প্রকাশ করে হুলিয়া জারি করে । এরপর আজ আদালতের নির্দেশে অভিযুক্তদের বাড়ি গিয়ে আসবাবপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

image
সম্পত্তি বাজেয়াপ্ত পুলিশের
author img

By

Published : Dec 30, 2019, 11:32 PM IST

পাঁশকুড়া, ৩০ ডিসেম্বর : তৃণমূল নেতা কুরবান শাহ খুনে অভিযুক্ত ফেরার দুই তৃণমূল নেতার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল পাঁশকুড়া থানার পুলিশ । পূর্বেই খুনে অভিযুক্ত দুই তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় তমলুক জেলা আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল । সম্প্রতি জেলা আদালত দু'জনের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। সেই মতো আজ দুপুর নাগাদ পুলিশ তা কার্যকর করে।

image
আসবাবপত্র বের করা আনা হচ্ছে

প্রসঙ্গত, দুর্গাপুজোর নবমীর রাতে পাঁশকুড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। এই ঘটনায় সুপারি কিলার তসলিম আরিফ (রাজা) সহ মোট আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজাই পুলিশকে জানায় তৃণমূল নেতা শীতল মান্না ও গোলাম মেহেন্দিই তাকে আশ্রয় দিয়ে খুনের ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিল। তারপর থেকেই ওই দুই তৃণমূল নেতার খোঁজ চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তদের নাগাল না পেয়ে পাঁশকুড়া ব্লকজুড়ে অভিযুক্তদের ছবি, নাম, বয়স ,ঠিকানা সহ সম্পূর্ণ বিবরণ প্রকাশ করে হুলিয়া জারি করে । এরপর আজ পাঁশকুড়া থানার OC-র নেতৃত্বে পুলিশবাহিনী মাইসোর গ্রামে গিয়ে পৌঁছায়। বাড়িতে থাকা খাট, আলমারি, TV-সহ ব্যবহারিক সমস্ত সামগ্রী তারা বের করে নিয়ে যায়।

আরও পড়ুন ,কুরবান শাহ খুনে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা

আরও পড়ুন ,তৃণমূল নেতা কুরবান শাহ খুনের ঘটনায় তদন্ত শুরু রাজ্য ফরেনসিক দলের

এই বিষয়ে পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র বলেন, "কুরবান শাহ খুনে দুই অভিযুক্ত ফেরার থাকায় তাদের বিরুদ্ধে ইতিপূর্বেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারই আইনি প্রক্রিয়া হিসেবে আদালতের নির্দেশে আজ অভিযুক্তদের বাড়ি থেকে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।"

পাঁশকুড়া, ৩০ ডিসেম্বর : তৃণমূল নেতা কুরবান শাহ খুনে অভিযুক্ত ফেরার দুই তৃণমূল নেতার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল পাঁশকুড়া থানার পুলিশ । পূর্বেই খুনে অভিযুক্ত দুই তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় তমলুক জেলা আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল । সম্প্রতি জেলা আদালত দু'জনের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। সেই মতো আজ দুপুর নাগাদ পুলিশ তা কার্যকর করে।

image
আসবাবপত্র বের করা আনা হচ্ছে

প্রসঙ্গত, দুর্গাপুজোর নবমীর রাতে পাঁশকুড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। এই ঘটনায় সুপারি কিলার তসলিম আরিফ (রাজা) সহ মোট আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজাই পুলিশকে জানায় তৃণমূল নেতা শীতল মান্না ও গোলাম মেহেন্দিই তাকে আশ্রয় দিয়ে খুনের ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিল। তারপর থেকেই ওই দুই তৃণমূল নেতার খোঁজ চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তদের নাগাল না পেয়ে পাঁশকুড়া ব্লকজুড়ে অভিযুক্তদের ছবি, নাম, বয়স ,ঠিকানা সহ সম্পূর্ণ বিবরণ প্রকাশ করে হুলিয়া জারি করে । এরপর আজ পাঁশকুড়া থানার OC-র নেতৃত্বে পুলিশবাহিনী মাইসোর গ্রামে গিয়ে পৌঁছায়। বাড়িতে থাকা খাট, আলমারি, TV-সহ ব্যবহারিক সমস্ত সামগ্রী তারা বের করে নিয়ে যায়।

আরও পড়ুন ,কুরবান শাহ খুনে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা

আরও পড়ুন ,তৃণমূল নেতা কুরবান শাহ খুনের ঘটনায় তদন্ত শুরু রাজ্য ফরেনসিক দলের

এই বিষয়ে পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র বলেন, "কুরবান শাহ খুনে দুই অভিযুক্ত ফেরার থাকায় তাদের বিরুদ্ধে ইতিপূর্বেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারই আইনি প্রক্রিয়া হিসেবে আদালতের নির্দেশে আজ অভিযুক্তদের বাড়ি থেকে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।"

Intro:পাঁশকুড়া,৩০ ডিসেম্বর: তৃণমূল নেতা কুরবান শাহ খুনের অভিযোগে অভিযুক্ত ফেরার দুই তৃণমূল নেতার বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল পাঁশকুড়া থানার পুলিশ। এদিন দুপুর নাগাদ এলাকারই দুই তৃণমূল নেতার বাড়ি থেকে পুলিশ সমস্ত আসবাবপত্র বাজেয়াপ্ত করে। পূর্বেই খুনে অভিযুক্ত দুই তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় তমলুক জেলা আদালতের নির্দেশে হুলিয়া জারি হয়েছিল শীতল মান্না ও গোলাম মেহেন্দি ওরফে কালুর বিরুদ্ধে। সম্প্রতি জেলা আদালত দুজনের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। নির্দেশ মতোই সোমবার দুপুর নাগাদ পুলিশ তা কার্যকর করেন।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পাঁশকুড়া থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী মাইসোর গ্রামে গিয়ে পৌঁছায়। বাড়িতে থাকা খাট, আলমারি, টিভি ,সহ ব্যবহারিক সমস্ত সামগ্রী তারা বের করে নিয়ে যান। প্রসঙ্গত, দুর্গাপূজার নবমীর রাতে পাঁশকুড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান সাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। তদন্তে নেমে পুলিশ সুপারি কিলার তসলিম আরিফ (রাজা) সহ মোট আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পুনঃনির্মাণের সময় রাজাই পুলিশকে জানায় এলাকা তৃণমূল নেতা শীতল মান্না ও গোলাম মেহেন্দিই তাঁকে আশ্রয় দিয়ে খুনের ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিল। তারপর থেকেই ওই দুই তৃণমূল নেতার খোঁজ চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তদের নাগালে না পেয়ে পাঁশকুড়া ব্লক জুড়ে অভিযুক্ত 2 তৃণমূল নেতার ছবি, নাম, বয়স ,ঠিকানা সহ সম্পূর্ণ বিবরণ প্রকাশ করে হুলিয়া জারি করে। অভিযুক্তদের বাড়ির দেওয়ালে ও সেই পোস্টারিং করা হয়। এরপর এদিন আদালতের নির্দেশে অভিযুক্তদের বাড়িতে গিয়ে বাড়ির আসবাবপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।
Conclusion:এ বিষয়ে পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র জানিয়েছেন, কুরবান শাহ খুনে দুই অভিযুক্ত ফেরার থাকায় তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশে ইতি পূর্বেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারি আইনি প্রক্রিয়া হিসেবে আদালতের নির্দেশে এদিন অভিযুক্তদের বাড়ি থেকে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.