ETV Bharat / state

BJP গণশত্রু : মানস ভুঁইঞা

author img

By

Published : Feb 13, 2020, 11:41 PM IST

তৃণমূল নেতা আজ শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় নেমেছিলেন BJP-র বিরুদ্ধে । বললেন, "এরা শুধু মুসলিমদের শত্রু নয়, এরা হিন্দু, মুসলিম ,খ্রিশ্চান, পারসি সবার শত্রু । এরা মানুষের শত্রু । এরা গণশত্রু ।"

CAA
BJP কে গণশত্রু বলে কটাক্ষ মানস ভূঁইয়ার

মেদিনীপুর, 13 ফেব্রুয়ারি : তৃণমূল কর্মী-সমর্থকদেরে কাছে জনসংযোগ বাড়ানোর বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা । বললেন, "ঘরে বসে নয় ,মানুষের বাড়ি বাড়ি যান । মানুষের কাছে না গেলে আমি দুঃখ পাব । তবে গেলে আমি গোলাপ দেব ।" তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে এই বার্তা দেন তিনি । একইসঙ্গে CAA ইশুতেও BJP-কে গণশত্রু বলে কটাক্ষ করলেন তিনি ।

NRC ও CAA-র প্রতিবাদে দাঁতন দুই নম্বর ব্লকে প্রচারে এসেছিলেন রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া । প্রচারে এসে BJP ও কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মানসবাবু । CAA বিরোধী মিছিলের শেষে একটি সভারও আয়োজন করা হয়েছিল । সেই সভামঞ্চ থেকেই দলীয় কর্মীদের আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর জন্য নিদান দিলেন মানসবাবু । তৃণমূল নেতা আজ শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় নেমেছিলেন BJP-র বিরুদ্ধে । বললেন, "এরা শুধু মুসলিমদের শত্রু নয়, এরা হিন্দু, মুসলিম ,খ্রিশ্চান, পারসি সবার শত্রু । এরা মানুষের শত্রু । এরা গণশত্রু ।"

প্রায় 500 কর্মী ও সমর্থক উপস্থিত ছিল আজকের সভায় । মানসবাবু ছাড়াও আজকের সভায় ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, দাঁতন 2 ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ শেখ ইফতেখার আলি, জেলা পরিষদের কুটির শিল্প ও বিদ্যুৎ দপ্তরে কর্মাধ্যক্ষ শৈবাল গিরিসহ অন্য জেলা নেতৃত্ব ।

মেদিনীপুর, 13 ফেব্রুয়ারি : তৃণমূল কর্মী-সমর্থকদেরে কাছে জনসংযোগ বাড়ানোর বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা । বললেন, "ঘরে বসে নয় ,মানুষের বাড়ি বাড়ি যান । মানুষের কাছে না গেলে আমি দুঃখ পাব । তবে গেলে আমি গোলাপ দেব ।" তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে এই বার্তা দেন তিনি । একইসঙ্গে CAA ইশুতেও BJP-কে গণশত্রু বলে কটাক্ষ করলেন তিনি ।

NRC ও CAA-র প্রতিবাদে দাঁতন দুই নম্বর ব্লকে প্রচারে এসেছিলেন রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া । প্রচারে এসে BJP ও কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মানসবাবু । CAA বিরোধী মিছিলের শেষে একটি সভারও আয়োজন করা হয়েছিল । সেই সভামঞ্চ থেকেই দলীয় কর্মীদের আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর জন্য নিদান দিলেন মানসবাবু । তৃণমূল নেতা আজ শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় নেমেছিলেন BJP-র বিরুদ্ধে । বললেন, "এরা শুধু মুসলিমদের শত্রু নয়, এরা হিন্দু, মুসলিম ,খ্রিশ্চান, পারসি সবার শত্রু । এরা মানুষের শত্রু । এরা গণশত্রু ।"

প্রায় 500 কর্মী ও সমর্থক উপস্থিত ছিল আজকের সভায় । মানসবাবু ছাড়াও আজকের সভায় ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, দাঁতন 2 ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ শেখ ইফতেখার আলি, জেলা পরিষদের কুটির শিল্প ও বিদ্যুৎ দপ্তরে কর্মাধ্যক্ষ শৈবাল গিরিসহ অন্য জেলা নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.