ETV Bharat / state

TMC Leader Arrested: মৃত ব্যক্তির জমি নিজের নামে রেজিস্ট্রেশন করানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:50 PM IST

মৃত ব্যক্তিকে জীবিত করে জমি নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। বুধবার অভিযুক্ত ওই তৃণমূলের নেতা জ্যোতির্ময় মাহাতোকে ঝাড়গ্রামের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Etv Bharat
গ্রেফতার তৃণমূল নেতা

ঝাড়গ্রাম, 6 সেপ্টেম্বর: 17 বছর আগে মৃত ব্যক্তিকে জীবিত করে জমি নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। বুধবার অভিযুক্ত ওই তৃণমূলের নেতা জ্যোতির্ময় মাহাতোকে ঝাড়গ্রামের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বলেন, "ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না, বা বড় কোনও চক্র রয়েছে তা খতিয়ে রাখা হচ্ছে ৷"

ঘটনাটি ঝাড়গ্রামের শালবনি গ্রাম পঞ্চায়েতের এলাকার। জানা গিয়েছে, কলকাতার টালিগঞ্জের বাসিন্দা প্রয়াত ভূপেন্দ্রনাথ মহালানবিশের শালবনি এলাকায় শালবনি পেট্রোল পাম্পের কাছে প্রায় পাঁচ বিঘা জমি রয়েছে। ভূপেন্দ্রনাথ মহালানবিশের 2006 সালে মৃত্যু হয়েছে। এরপর তাঁর জমিটি অবহেলায় পড়েছিল শালবনি পেট্রোল পাম্পের পাশে। জমির মালিকের অনেকদিন আগেই মৃত্যু হয়েছে সেই বিষয়টি জানতে পারে এলাকার তৃণমূলের নেতা নামে পরিচিত জ্যোতির্ময় মাহাতো। তারপরই চলতি বছরের মার্চ মাসে এক ব্যক্তিকে ভূপেন্দ্রনাথ মহালানবিশ সাজিয়ে ঝাড়গ্রামের জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে জমিটি তাঁর নিজের নামে করে নেয় বলে অভিযোগ।

জমি রেজিস্ট্রেশনের পর জমির মিউটেশন করার সময় ভূপেন্দ্রনাথ মহালানবিশের বাড়িতে নোটিশ যায়। এরপরেই বিষয়টি জানতে পারে ভূপেন্দ্রনাথের পরিবারের লোক। ভূপেন্দ্রনাথের মেয়ে অনীতা আতবানি ঝাড়গ্রামের জমি রেজিস্ট্রি অফিসে এরপর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানোর পরেই জেলা রেজিস্ট্রি অফিসার উভয়পক্ষকে ডেকে পাঠান। মঙ্গলবার উভয় পক্ষ হাজির হয় জমি রেজিস্ট্রি অফিসে। জ্যোতির্ময় মাহাতো সঠিক তথ্য প্রমাণ না-দেখাতে পারায় তার জালিয়াতি ধরা পড়ে যায় জেলা রেজিস্ট্রি অফিসারের দফতরে। জেলা রেজিস্ট্রি অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে এরপর লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের দহতমূল গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন: যাদবপুরের মৃত পড়ুয়ার মা'কে স্বাস্থ্য ভবনে চাকরি নবান্নের

জানা গিয়েছে, জ্যোতির্ময় মাহাতোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 467, 471, 472, 120 (বি) ধারায় মামলার রুজু করে পুলিশ ৷ এদিন ঝাড়গ্রামের সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জ্যোতির্ময়। কিন্তু জ্যোতির্ময় কুড়মি সমাজের কাছে ভোটে হেরে যান। ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন মাহাতো বলেন, "এবারের পঞ্চায়েত নির্বাচনে নতুন মুখকে প্রার্থী করা হয়েছিল। তাই আমরাও জ্যোতির্ময় মাহাতোকে প্রার্থী করেছিলাম। কুড়মি সমাজের কাছে ভোটে হেরে যায় জ্যোতির্ময়। তারপর থেকেই দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ৷"

ঝাড়গ্রাম, 6 সেপ্টেম্বর: 17 বছর আগে মৃত ব্যক্তিকে জীবিত করে জমি নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। বুধবার অভিযুক্ত ওই তৃণমূলের নেতা জ্যোতির্ময় মাহাতোকে ঝাড়গ্রামের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বলেন, "ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না, বা বড় কোনও চক্র রয়েছে তা খতিয়ে রাখা হচ্ছে ৷"

ঘটনাটি ঝাড়গ্রামের শালবনি গ্রাম পঞ্চায়েতের এলাকার। জানা গিয়েছে, কলকাতার টালিগঞ্জের বাসিন্দা প্রয়াত ভূপেন্দ্রনাথ মহালানবিশের শালবনি এলাকায় শালবনি পেট্রোল পাম্পের কাছে প্রায় পাঁচ বিঘা জমি রয়েছে। ভূপেন্দ্রনাথ মহালানবিশের 2006 সালে মৃত্যু হয়েছে। এরপর তাঁর জমিটি অবহেলায় পড়েছিল শালবনি পেট্রোল পাম্পের পাশে। জমির মালিকের অনেকদিন আগেই মৃত্যু হয়েছে সেই বিষয়টি জানতে পারে এলাকার তৃণমূলের নেতা নামে পরিচিত জ্যোতির্ময় মাহাতো। তারপরই চলতি বছরের মার্চ মাসে এক ব্যক্তিকে ভূপেন্দ্রনাথ মহালানবিশ সাজিয়ে ঝাড়গ্রামের জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে জমিটি তাঁর নিজের নামে করে নেয় বলে অভিযোগ।

জমি রেজিস্ট্রেশনের পর জমির মিউটেশন করার সময় ভূপেন্দ্রনাথ মহালানবিশের বাড়িতে নোটিশ যায়। এরপরেই বিষয়টি জানতে পারে ভূপেন্দ্রনাথের পরিবারের লোক। ভূপেন্দ্রনাথের মেয়ে অনীতা আতবানি ঝাড়গ্রামের জমি রেজিস্ট্রি অফিসে এরপর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানোর পরেই জেলা রেজিস্ট্রি অফিসার উভয়পক্ষকে ডেকে পাঠান। মঙ্গলবার উভয় পক্ষ হাজির হয় জমি রেজিস্ট্রি অফিসে। জ্যোতির্ময় মাহাতো সঠিক তথ্য প্রমাণ না-দেখাতে পারায় তার জালিয়াতি ধরা পড়ে যায় জেলা রেজিস্ট্রি অফিসারের দফতরে। জেলা রেজিস্ট্রি অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে এরপর লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের দহতমূল গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন: যাদবপুরের মৃত পড়ুয়ার মা'কে স্বাস্থ্য ভবনে চাকরি নবান্নের

জানা গিয়েছে, জ্যোতির্ময় মাহাতোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 467, 471, 472, 120 (বি) ধারায় মামলার রুজু করে পুলিশ ৷ এদিন ঝাড়গ্রামের সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জ্যোতির্ময়। কিন্তু জ্যোতির্ময় কুড়মি সমাজের কাছে ভোটে হেরে যান। ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন মাহাতো বলেন, "এবারের পঞ্চায়েত নির্বাচনে নতুন মুখকে প্রার্থী করা হয়েছিল। তাই আমরাও জ্যোতির্ময় মাহাতোকে প্রার্থী করেছিলাম। কুড়মি সমাজের কাছে ভোটে হেরে যায় জ্যোতির্ময়। তারপর থেকেই দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.