ETV Bharat / state

Bomb Blast in Dantan: ফের বোমা বিস্ফোরণ দাঁতনে, অভিযোগের তির তৃণমূলের দিকে - অভিযোগের তীর তৃণমূলের দিকে

দাঁতন থানা এলাকায় ফের বোমা বিস্ফোরণে চাঞ্চল্য (Bomb Blast in Dantan) । অভিযুক্ত অধর গড়াইকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে ।

Bomb Blast
Bomb Blast
author img

By

Published : Aug 2, 2022, 2:44 PM IST

দাঁতন, 2 অগস্ট: ফের বোমা বিস্ফোরণ দাঁতনে । অভিযোগ, এক তৃণমূলের নেতার বাড়ির পিছনে গভীর রাতে এই বোমা বিস্ফোরণ ঘটে । যদিও দাঁতন থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে (TMC leader accused in Bomb Blast at Dantan) ।

সোমবার রাত 9টা নাগাদ দাঁতন থানার তররুই গ্রাম পঞ্চায়েতের পুন্দড়া এলাকায় অধর গড়াইয়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, পাশের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাঙা কংক্রিটের প্লেটের টুকরো । অভিযোগ, এলাকায় সন্ত্রাস করার জন্য তিনি বাড়িতে মজুত রেখেছিলেন বোমাগুলি । কোনওভাবে সেই বোমাগুলি ফেটে যায় । এলাকাবাসীর দাবি, 2013 সালে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে বোমা ছোড়ে এই অধর গড়াই । যদিও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্ধে স্থানীয়রা ।

অধর গড়াই-এর পরিবার সূত্রে খবর, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তাঁরা ৷ এসে দেখেন বোমা বিস্ফোরণ হয়েছে । তবে কীভাবে হয়েছে তা অজানা । এর আগেও 2013 সালে এরকমই এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই গ্রাম এবং সেই ক্ষেত্রেও অভিযুক্ত হয়েছিলেন এই অধর গড়াই । যদিও তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে এই অধর গড়াই-এর, এটা মানতে নারাজ শাসক শিবির । তাদের দাবি, শান্ত এলাকাকে অশান্ত করতে বিরোধীরা তাঁর বাড়িতে মজুত করেছে বোমা । 2019 সাল থেকে তিনি বিজেপি করতেন । যদিও বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কিত এলাকার মানুষজন । তবে কীভাবে ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে দাঁতন থানার পুলিশ ।

আরও পড়ুন: দাঁতনে তৃণমূলের অফিসে বোমা ছোড়ার অভিযোগ BJP-র বিরুদ্ধে

গভীর রাতে ফের বোমা বিস্ফোরণ দাঁতনে

ইতিমধ্যেই অধর গড়াইকে আটক করে জেরা করার জন্য দাঁতন থানায় নিয়ে এসেছে পুলিশ । তবে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে ।

দাঁতন, 2 অগস্ট: ফের বোমা বিস্ফোরণ দাঁতনে । অভিযোগ, এক তৃণমূলের নেতার বাড়ির পিছনে গভীর রাতে এই বোমা বিস্ফোরণ ঘটে । যদিও দাঁতন থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে (TMC leader accused in Bomb Blast at Dantan) ।

সোমবার রাত 9টা নাগাদ দাঁতন থানার তররুই গ্রাম পঞ্চায়েতের পুন্দড়া এলাকায় অধর গড়াইয়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, পাশের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাঙা কংক্রিটের প্লেটের টুকরো । অভিযোগ, এলাকায় সন্ত্রাস করার জন্য তিনি বাড়িতে মজুত রেখেছিলেন বোমাগুলি । কোনওভাবে সেই বোমাগুলি ফেটে যায় । এলাকাবাসীর দাবি, 2013 সালে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে বোমা ছোড়ে এই অধর গড়াই । যদিও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্ধে স্থানীয়রা ।

অধর গড়াই-এর পরিবার সূত্রে খবর, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তাঁরা ৷ এসে দেখেন বোমা বিস্ফোরণ হয়েছে । তবে কীভাবে হয়েছে তা অজানা । এর আগেও 2013 সালে এরকমই এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই গ্রাম এবং সেই ক্ষেত্রেও অভিযুক্ত হয়েছিলেন এই অধর গড়াই । যদিও তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে এই অধর গড়াই-এর, এটা মানতে নারাজ শাসক শিবির । তাদের দাবি, শান্ত এলাকাকে অশান্ত করতে বিরোধীরা তাঁর বাড়িতে মজুত করেছে বোমা । 2019 সাল থেকে তিনি বিজেপি করতেন । যদিও বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কিত এলাকার মানুষজন । তবে কীভাবে ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে দাঁতন থানার পুলিশ ।

আরও পড়ুন: দাঁতনে তৃণমূলের অফিসে বোমা ছোড়ার অভিযোগ BJP-র বিরুদ্ধে

গভীর রাতে ফের বোমা বিস্ফোরণ দাঁতনে

ইতিমধ্যেই অধর গড়াইকে আটক করে জেরা করার জন্য দাঁতন থানায় নিয়ে এসেছে পুলিশ । তবে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.