গড়বেতা, 31 ডিসেম্বর : পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজির অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে (TMC Inner Clash in Garhbeta) ৷ স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে দলীয় কার্যালয় ৷ আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ ঘটনায় রাজনীতির রং না দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা ৷ বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত খড়কুশমা গ্রামে দফায় দফায় সংঘর্ষে জড়ান এলাকারই তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা ৷ দলীয় কার্যালয়ে রীতিমতো ভাঙচুর চালান তাঁরা ৷ মুড়ি, মুড়কির মতো পড়তে থাকে বোমা ৷ যার জেরে আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী ৷ যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই ৷ যারা এই কাণ্ড ঘটিয়েছে, তারা সকলেই দুষ্কৃতী ৷ তাই দল না দেখে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা ৷
আরও পড়ুন : Mamata to Mahua on TMC inner conflict : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মহুয়াকে কড়া বার্তা মমতার
এদিকে, এই ঘটনার পর থেকেই এলাকায় টহলদারি শুরু করেছে পুলিশ ৷ শুক্রবার ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমাও উদ্ধার (Bomb Recover in Garhbeta) করেছে তারা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের দখল নিয়েই দীর্ঘদিন ধরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে ৷ তার জেরেই এই সংঘর্ষ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ৷