ETV Bharat / state

Panchayat Elections 2023: দাসপুরে 1965 থেকে অপরাজিত গোপালের উপরই আস্থা রেখেছে তৃণমূল - তৃণমূল কংগ্রস

1965 সাল থেকে ভোটের ময়দানে রয়েছেন দাসপুরের গোপালচন্দ্র নন্দী ৷ কখনোই তিনি হারেননি ৷ শুরুতে ছিলেন কংগ্রেসে ৷ এখনও তৃণমূলে রয়েছেন ৷ এবারও তিনি পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন ৷ জয়ের বিষয়ে তিনি আশাবাদী ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 15, 2023, 5:32 PM IST

Updated : Jun 15, 2023, 6:20 PM IST

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 15 জুন: অপরাজিত গোপাল ৷ 1965 সাল থেকে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তাঁকে ভোটের ময়দানে কেউ হারাতে পারেনি ৷ তাই সেই গোপালচন্দ্র নন্দীকেই এবারের পঞ্চায়েত ভোটে আরও একবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রস ৷ গতবার তিনি জিতেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর-1 ব্লকের নন্দনপুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর সংসদ থেকে ৷ এবার তিনি ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছেন সেখানকার গোবিন্দনগর পশ্চিম বুথ থেকে । 88 বছরের এই ‘যুবক’-এর দাবি, এবারও তাঁকে কেউ হারাতে পারবে না ৷ অপরাজিতই থেকে যাবেন তিনি ৷

Panchayat Elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গোপালচন্দ্র নন্দী

1965 সালে গোপাল নন্দী প্রথমে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন । তার পর কংগ্রেসের হয়ে একাধিক ভোটে জিতেছেন তিনি ৷ পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি । তার পরও নির্বাচনে তাঁর বিজয়রথ থামেনি ৷ কংগ্রেসের আমলে যে জয়ের ধারা তিনি শুরু করেন ৷ বাম জমানাতেও অটুট থাকে ৷ তৃণমূল ক্ষমতায় আসার পরও তিনি ভোটযুদ্ধে নট আউট রয়েছেন ৷

Panchayat Elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গোপালচন্দ্র নন্দী

1965 থেকে 2018, এই 53 বছরে তিনি কখনও গ্রাম পঞ্চায়েত, কখনও পঞ্চায়েত সমিতিতে ভোটে লড়েছেন ৷ পঞ্চায়েত প্রধানের দায়িত্বও সামলেছেন বেশ কয়েক বছর । 1965 সাল থেকে 1978 সাল পর্যন্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । 1978 সালে ওই গ্রাম পঞ্চায়েত বামেরা দখল করলেও গোপাল নন্দী জেতেন । 2013 সালে পঞ্চায়েত সমিতির আসনে জিতে বন ও ভূমি কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলেছেন । একটানা 25 বছর পঞ্চায়েত সদস্য থাকার স্বীকৃতি হিসেবে 2009 সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শংসাপত্রও পেয়েছেন ।

আরও পড়ুন: অভিষেকের প্রস্তাব নাকচ করে প্রার্থী থেকে সরে দাঁড়ালেন হোসিরুউদ্দিন

কিন্তু তাঁর এই সাফল্যের রহস্য কী ? স্থানীয়রা বলছেন, তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় ৷ সেই কারণে প্রতিবার ভোটাররা তাঁর উপরই আস্থা রাখেন ৷ দাসপুরের স্থানীয় বাসিন্দা অসিত ঘোষ, রীতা সামন্তরা জানিয়েছেন, গোপালবাবু এলাকায় সৎ মানুষ হিসেবে পরিচিত । সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন । এত বছর বয়সেও রাজনীতিতে আছেন ও একজন ভদ্র সভ্য শান্ত মানুষ হিসেবে লড়াই করছেন ৷ এটা খুবই ভালো লাগে সকলের ।

Panchayat Elections 2023
গোপালচন্দ্র নন্দী

দাসপুর-1 ব্লকে তৃণমূলের সভাপতি সুকুমার পাত্র বলেন, ‘‘গোপালচন্দ্র নন্দী অত্যন্ত সৎ লোক । তিনি 1965 সাল থেকে পঞ্চায়েত ভোটে লড়ছেন ৷ যদিও কোনোদিন পরাজিত হননি তিনি । দল এবারও তাঁকে প্রার্থী করেছে । গোবিন্দনগর পশ্চিম সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।’’ সেই কারণেই নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেছেন ৷

Panchayat Elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গোপালচন্দ্র নন্দী

আর যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বলছেন ? গোপালচন্দ্র নন্দী বলেন, ‘‘বাবা হরিপদ নন্দীর সঙ্গে গান্ধিজির ভারত ছাড়ো আন্দোলনেও সামিল হয়েছি । রাজনীতিতে বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়দের সান্নিধ্য পেয়েছিলাম । বরাবর মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি । মানুষও আমাকে ভালোবাসে । জীবনে কখনও ভোটে হারিনি । এবারও হারবো না । সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করি ।’’

আরও পড়ুন: উন্নয়নের জন্য 22 কিমি দৌড়ে এসে পাহাড়ে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর

দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 15 জুন: অপরাজিত গোপাল ৷ 1965 সাল থেকে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তাঁকে ভোটের ময়দানে কেউ হারাতে পারেনি ৷ তাই সেই গোপালচন্দ্র নন্দীকেই এবারের পঞ্চায়েত ভোটে আরও একবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রস ৷ গতবার তিনি জিতেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর-1 ব্লকের নন্দনপুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর সংসদ থেকে ৷ এবার তিনি ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছেন সেখানকার গোবিন্দনগর পশ্চিম বুথ থেকে । 88 বছরের এই ‘যুবক’-এর দাবি, এবারও তাঁকে কেউ হারাতে পারবে না ৷ অপরাজিতই থেকে যাবেন তিনি ৷

Panchayat Elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গোপালচন্দ্র নন্দী

1965 সালে গোপাল নন্দী প্রথমে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন । তার পর কংগ্রেসের হয়ে একাধিক ভোটে জিতেছেন তিনি ৷ পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি । তার পরও নির্বাচনে তাঁর বিজয়রথ থামেনি ৷ কংগ্রেসের আমলে যে জয়ের ধারা তিনি শুরু করেন ৷ বাম জমানাতেও অটুট থাকে ৷ তৃণমূল ক্ষমতায় আসার পরও তিনি ভোটযুদ্ধে নট আউট রয়েছেন ৷

Panchayat Elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গোপালচন্দ্র নন্দী

1965 থেকে 2018, এই 53 বছরে তিনি কখনও গ্রাম পঞ্চায়েত, কখনও পঞ্চায়েত সমিতিতে ভোটে লড়েছেন ৷ পঞ্চায়েত প্রধানের দায়িত্বও সামলেছেন বেশ কয়েক বছর । 1965 সাল থেকে 1978 সাল পর্যন্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । 1978 সালে ওই গ্রাম পঞ্চায়েত বামেরা দখল করলেও গোপাল নন্দী জেতেন । 2013 সালে পঞ্চায়েত সমিতির আসনে জিতে বন ও ভূমি কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলেছেন । একটানা 25 বছর পঞ্চায়েত সদস্য থাকার স্বীকৃতি হিসেবে 2009 সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শংসাপত্রও পেয়েছেন ।

আরও পড়ুন: অভিষেকের প্রস্তাব নাকচ করে প্রার্থী থেকে সরে দাঁড়ালেন হোসিরুউদ্দিন

কিন্তু তাঁর এই সাফল্যের রহস্য কী ? স্থানীয়রা বলছেন, তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় ৷ সেই কারণে প্রতিবার ভোটাররা তাঁর উপরই আস্থা রাখেন ৷ দাসপুরের স্থানীয় বাসিন্দা অসিত ঘোষ, রীতা সামন্তরা জানিয়েছেন, গোপালবাবু এলাকায় সৎ মানুষ হিসেবে পরিচিত । সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন । এত বছর বয়সেও রাজনীতিতে আছেন ও একজন ভদ্র সভ্য শান্ত মানুষ হিসেবে লড়াই করছেন ৷ এটা খুবই ভালো লাগে সকলের ।

Panchayat Elections 2023
গোপালচন্দ্র নন্দী

দাসপুর-1 ব্লকে তৃণমূলের সভাপতি সুকুমার পাত্র বলেন, ‘‘গোপালচন্দ্র নন্দী অত্যন্ত সৎ লোক । তিনি 1965 সাল থেকে পঞ্চায়েত ভোটে লড়ছেন ৷ যদিও কোনোদিন পরাজিত হননি তিনি । দল এবারও তাঁকে প্রার্থী করেছে । গোবিন্দনগর পশ্চিম সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।’’ সেই কারণেই নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেছেন ৷

Panchayat Elections 2023
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গোপালচন্দ্র নন্দী

আর যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বলছেন ? গোপালচন্দ্র নন্দী বলেন, ‘‘বাবা হরিপদ নন্দীর সঙ্গে গান্ধিজির ভারত ছাড়ো আন্দোলনেও সামিল হয়েছি । রাজনীতিতে বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়দের সান্নিধ্য পেয়েছিলাম । বরাবর মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি । মানুষও আমাকে ভালোবাসে । জীবনে কখনও ভোটে হারিনি । এবারও হারবো না । সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করি ।’’

আরও পড়ুন: উন্নয়নের জন্য 22 কিমি দৌড়ে এসে পাহাড়ে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর

Last Updated : Jun 15, 2023, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.