ETV Bharat / state

TMC Inner Clash: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সদস্যকে মারধরে অভিযুক্ত বুথ সভাপতি - Ghatal TMC

ঘাটালে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব(TMC Inner Clash)৷ পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ৷

Etv Bharat
পঞ্চায়েত সদস্যকে মারধরে অভিযুক্ত বুথ সভাপতি
author img

By

Published : Dec 11, 2022, 5:18 PM IST

অজবনগর (পশ্চিম মেদিনীপুর), 11 ডিসেম্বর: শাসকদলের গোষ্ঠী কোন্দল ও মারধরের ঘটনায় শনিবার উত্তেজনা ছড়াল ঘাটালে(TMC Booth President Accused of Beating Panchayat Member in Ghatal)৷ পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় পালটা বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের বুথ সভাপতি । মারধরের অভিযোগ তুলে বুথ সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার উন্নয়নমূলক কাজ কার দখলে থাকবে এই নিয়েই পঞ্চায়েত সদস্যর সঙ্গে বুথ সভাপতির অনুগামীদের মারধর ৷ যদিও অজবনগর 1নং গ্রাম পঞ্চায়েতের সদস্য মন্টু ধারার দাবি, বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া দুর্নীতিগ্রস্ত। এলাকার উন্নয়নমূলক কাজের টাকা লুটেপুটে খাওয়ার জন্য তাকে মারধর করেছে । এলাকায় সেচ দফতরের উদ্যোগে একটি বাঁধ মেরামতের কাজ হওয়ার কথা ছিল। সেখানে আলোচনা চলছিল শুক্রবার বিকেল নাগাদ ৷ হঠাৎ তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া ও বুথের সহ-সভাপতি শক্তিপদ খাঁড়ার অনুগামী এসে তাকে মারধর করে । অভিযুক্তরা সকলেই গ্রাম পঞ্চায়েত প্রধান রাজকুমার ঘোষের অনুগামী। আখের গোছানোর জন্যই আমাকে সরিয়ে দিতে চাইছে এলাকার উন্নয়নমূলক কাজ থেকে।

যদিও এই ঘটনায় তৃণমুলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া পাল্টা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। দীপঙ্কর খাঁড়ার অভিযোগ কয়েকদিন আগে ওই পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে পোস্টারিং করেন এলাকায় । দুর্নীতিগ্রস্ত নেতার দুর্নীতি জানে সকল মানুষ এই এলাকায়। অপরদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ।

আরও পড়ুন : ঘাটালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বৈঠক নিয়ে বিতর্ক, কড়াবার্তা দেবাংশুর

অজবনগর (পশ্চিম মেদিনীপুর), 11 ডিসেম্বর: শাসকদলের গোষ্ঠী কোন্দল ও মারধরের ঘটনায় শনিবার উত্তেজনা ছড়াল ঘাটালে(TMC Booth President Accused of Beating Panchayat Member in Ghatal)৷ পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় পালটা বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের বুথ সভাপতি । মারধরের অভিযোগ তুলে বুথ সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার উন্নয়নমূলক কাজ কার দখলে থাকবে এই নিয়েই পঞ্চায়েত সদস্যর সঙ্গে বুথ সভাপতির অনুগামীদের মারধর ৷ যদিও অজবনগর 1নং গ্রাম পঞ্চায়েতের সদস্য মন্টু ধারার দাবি, বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া দুর্নীতিগ্রস্ত। এলাকার উন্নয়নমূলক কাজের টাকা লুটেপুটে খাওয়ার জন্য তাকে মারধর করেছে । এলাকায় সেচ দফতরের উদ্যোগে একটি বাঁধ মেরামতের কাজ হওয়ার কথা ছিল। সেখানে আলোচনা চলছিল শুক্রবার বিকেল নাগাদ ৷ হঠাৎ তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া ও বুথের সহ-সভাপতি শক্তিপদ খাঁড়ার অনুগামী এসে তাকে মারধর করে । অভিযুক্তরা সকলেই গ্রাম পঞ্চায়েত প্রধান রাজকুমার ঘোষের অনুগামী। আখের গোছানোর জন্যই আমাকে সরিয়ে দিতে চাইছে এলাকার উন্নয়নমূলক কাজ থেকে।

যদিও এই ঘটনায় তৃণমুলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া পাল্টা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। দীপঙ্কর খাঁড়ার অভিযোগ কয়েকদিন আগে ওই পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে পোস্টারিং করেন এলাকায় । দুর্নীতিগ্রস্ত নেতার দুর্নীতি জানে সকল মানুষ এই এলাকায়। অপরদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ।

আরও পড়ুন : ঘাটালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বৈঠক নিয়ে বিতর্ক, কড়াবার্তা দেবাংশুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.