ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : ঘাটালে নির্বাচনী পতাকা বাঁধা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 3 - tmc bjp clash at ghatal

নির্বাচনের আগে উত্তপ্ত ঘাটাল । নির্বাচনের পতাকা বাঁধা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ 2 নম্বর ওয়ার্ডে । আহত 3 । আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন (TMC-BJP Clash at ghatal) ।

Bengal Civic Poll 2022
নির্বাচনী পতাকা বাঁধা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
author img

By

Published : Feb 19, 2022, 8:22 PM IST

ঘাটাল, 19 ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল । শুক্রবার নির্বাচনী পতাকা বাধা নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য । দুই দলের সংঘর্ষে আহত 3 । ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ঘাটাল থানায় ( TMC-BJP Clash At West Midnapore ) ।

সূত্রের খবর, ঘাটালের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় । বিজেপির অভিযোগ, শুক্রবার রাত 10 টা নাগাদ ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল তখন তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে । এই ঘটনায় আহত 2 জন বিজেপি কর্মীকে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছে । অপরদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ 2 নম্বর ওয়ার্ডে রাতের বেলা যখন তৃণমূলের কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিল তখন বিজেপি কর্মীরা তৃণমূলের এক কর্মীকে মারধর করে । আহত ওই কর্মী ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন (3 Person Injured) ।

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু ভাঙার হুমকি, ফের বিতর্কে উদয়ন

এই প্রসঙ্গেই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের বলেন, "ঘাটালে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই । তাই তারা ভোটে অশান্তি, সন্ত্রাস তৈরির চেষ্টা করছে । ঘাটালের মানুষ বিজেপির সঙ্গেই আছে ৷ এর জবাব তারা দেবে ।" পাল্টা অভিযোগ করে স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি বলেন, "আমাদের এক কর্মীকে অশালীন কটাক্ষ করে উত্ত্যক্ত করে এবং তাকে ফেলে মারধর করে । বিজেপি সারা রাজ্য ও দেশে মিথ্যাচার করে বেড়াচ্ছে, ওদের দলটাই মিথ্যাচারের দল ।"

উল্লেখ্য, জঙ্গলমহলের 15 টি বিধানসভার মধ্যে খড়গপুর বাদে একমাত্র ঘাটাল বিধানসভায় গত 2021 এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি । এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শাসক দলের সঙ্গে বিজেপির সংঘর্ষ অব্যাহত । এখন অপেক্ষা পৌরসভার নির্বাচনের ।

ঘাটাল, 19 ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল । শুক্রবার নির্বাচনী পতাকা বাধা নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য । দুই দলের সংঘর্ষে আহত 3 । ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ঘাটাল থানায় ( TMC-BJP Clash At West Midnapore ) ।

সূত্রের খবর, ঘাটালের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় । বিজেপির অভিযোগ, শুক্রবার রাত 10 টা নাগাদ ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল তখন তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে । এই ঘটনায় আহত 2 জন বিজেপি কর্মীকে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছে । অপরদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ 2 নম্বর ওয়ার্ডে রাতের বেলা যখন তৃণমূলের কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিল তখন বিজেপি কর্মীরা তৃণমূলের এক কর্মীকে মারধর করে । আহত ওই কর্মী ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন (3 Person Injured) ।

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : আলাদা রাজ্যের দাবি তুললে হাঁটু ভাঙার হুমকি, ফের বিতর্কে উদয়ন

এই প্রসঙ্গেই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের বলেন, "ঘাটালে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই । তাই তারা ভোটে অশান্তি, সন্ত্রাস তৈরির চেষ্টা করছে । ঘাটালের মানুষ বিজেপির সঙ্গেই আছে ৷ এর জবাব তারা দেবে ।" পাল্টা অভিযোগ করে স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি বলেন, "আমাদের এক কর্মীকে অশালীন কটাক্ষ করে উত্ত্যক্ত করে এবং তাকে ফেলে মারধর করে । বিজেপি সারা রাজ্য ও দেশে মিথ্যাচার করে বেড়াচ্ছে, ওদের দলটাই মিথ্যাচারের দল ।"

উল্লেখ্য, জঙ্গলমহলের 15 টি বিধানসভার মধ্যে খড়গপুর বাদে একমাত্র ঘাটাল বিধানসভায় গত 2021 এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি । এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শাসক দলের সঙ্গে বিজেপির সংঘর্ষ অব্যাহত । এখন অপেক্ষা পৌরসভার নির্বাচনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.