ঘাটাল, 21 মে : ঘাটালে আক্রান্ত বিজেপি বিধায়ক শীতল কপাট । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিধায়ককে লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি । আহত বিধায়ককে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মনসুকার বাঘা নালা গ্রামে ৷
বিজেপির অভিযোগ, ঘাটালে একাধিক জায়গায় বিজেপি কার্যকর্তাদের হামলা, হেনস্তা করছে তৃণমূল । সেই ভাবেই বিজেপির অন্যতম কার্যকর্তা ও চিকিৎসক কিঙ্কর ঘড়ুইয়ের চেম্বার খুলতে দিচ্ছিল না তৃণমূল । খবর পেয়ে শুক্রবার তিন নম্বর অঞ্চলের মনসুকার বাঘা নালা গ্রামে যান বিজেপি বিধায়ক শীতল কপাট ৷ যাতে ওই চিকিৎসক তাঁর চেম্বার খুলতে পারেন ৷ অভিযোগ, বিধায়ক এলাকায় পৌঁছানোর পরেই শুরু হয় বোমাবাজি । পরপর বেশ কয়েকটা বোমা পড়ে ৷ এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী ৷ ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক শীতল কপাট ৷ নিরাপত্তারক্ষীরা কোনও মতে শীতলবাবুকে ওই অঞ্চল থেকে উদ্ধার করে নিয়ে যান ৷
পরে বিধায়ক শীতল কপাট বলেন, "ওই চিকিৎসক দীর্ঘদিন তাঁর চেম্বার খুলতে পারছিলেন না । তৃণমূলের দুষ্কৃতীরা চিকিৎসককে ভয় দেখিয়ে চেম্বার বন্ধ করে দিয়েছিল । সেই চেম্বারই খোলাতে গিয়েছিলাম ৷ যাওয়ার একটু পরেই বোমবাজি শুরু হয় ৷ কোনও রকমে প্রাণে বেঁচে ফিরেছি । তৃণমূল ক্ষমতায় আসার পর এভাবেই সন্ত্রাস করে চলেছে ।"
বোমাবাজির ঘটনা মিথ্যে, বললেন ঘাটালের তৃণমূলের বিদায়ী বিধায়ক শঙ্কর দলুই । তিনি বলেন, "বর্তমান বিধায়ক বিভিন্ন এলাকায় গিয়ে কোভিড আইন অমান্য করে জমায়েত করছেন ৷ উত্তেজনা সৃষ্টি করছেন । নির্বাচনে জিততে না পেরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি আইন জারি করার লক্ষ্যে বিজেপি এইসব করছে ।"
বিধায়ক শীতল কপাট এর আগে ঘাটালের বিভিন্ন এলাকায় বিজেপির ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছেন । বিধানসভা নির্বাচনের আগে তাঁর ওপর হামলা হয় । সে বারও তৃণমূল হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছিল । বোমাবাজির ঘটনায় শনিবার ঘাটাল থানায় ডেপুটেশন দেবে বিজেপি ।