ETV Bharat / state

"BJP কর্মীর মুন্ডু কেটে নেব" পার্টি অফিসে পোস্টার - police

ডেবরায় BJP-র পার্টি অফিসে হুমকি পোস্টার । পোস্টারে লেখা "BJP কর্মীর মুন্ডু কেটে নেব । তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না ।"

ফাইল ফোটো
author img

By

Published : Jun 8, 2019, 4:13 AM IST

Updated : Jun 8, 2019, 4:33 AM IST

ডেবরা, 8 জুন : BJP নেতার মুন্ডু চেয়ে পার্টি অফিসের দেওয়ালে হুমকি পোস্টার । অভিযোগ, রাতে BJP-র পার্টি অফিসে খুনের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন এই পোস্টার মারে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার গোলগ্রামের ।

গতকাল সকালে স্থানীয় BJP কর্মীরা পার্টি অফিস খুলতে এসে দেওয়ালে পোস্টার দেখতে পায় । তাতে নীল কালিতে লেখা "BJP কর্মীর মুন্ডু কেটে নেব ।" তার নিচে রয়েছে কয়েকজনের নাম । অন্য একটি পোস্টারে লেখা "তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না ।" পরে থানায় খবর দিলে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায় । এই ঘটনায় এক BJP কর্মী বলেন, "সকালে যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিল তারাই খবরটা দেয় । বলে, পার্টি অফিসে পোস্টার পড়েছে । পোস্টারে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না । তাই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের কাজ ।"

poster
পোস্টার

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কর্মী- সমর্থকদের দাবি, এটা BJP-র গোষ্ঠীকোন্দল । তারা নিজেরাই এই কাজ করেছে । 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন রবীন্দ্র সংগীত বাজানো হয়েছিল । সেই সময় কোনও হিংসার আশ্রয় নেওয়া হয়নি । এটা নব্য এবং পুরোনো BJP-র লোকজনের গোষ্ঠীকোন্দলের ফল । ইচ্ছাকৃতভাবে BJP কর্মীরাই এই কাজ করেছে । মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের কাজ করছেন তা ব্যাহত করতেই এই ধরনের কাজ করা হচ্ছে । "

এই ঘটনায় BJP কর্মীরা ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে ।

ডেবরা, 8 জুন : BJP নেতার মুন্ডু চেয়ে পার্টি অফিসের দেওয়ালে হুমকি পোস্টার । অভিযোগ, রাতে BJP-র পার্টি অফিসে খুনের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন এই পোস্টার মারে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার গোলগ্রামের ।

গতকাল সকালে স্থানীয় BJP কর্মীরা পার্টি অফিস খুলতে এসে দেওয়ালে পোস্টার দেখতে পায় । তাতে নীল কালিতে লেখা "BJP কর্মীর মুন্ডু কেটে নেব ।" তার নিচে রয়েছে কয়েকজনের নাম । অন্য একটি পোস্টারে লেখা "তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না ।" পরে থানায় খবর দিলে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায় । এই ঘটনায় এক BJP কর্মী বলেন, "সকালে যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিল তারাই খবরটা দেয় । বলে, পার্টি অফিসে পোস্টার পড়েছে । পোস্টারে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না । তাই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের কাজ ।"

poster
পোস্টার

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কর্মী- সমর্থকদের দাবি, এটা BJP-র গোষ্ঠীকোন্দল । তারা নিজেরাই এই কাজ করেছে । 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন রবীন্দ্র সংগীত বাজানো হয়েছিল । সেই সময় কোনও হিংসার আশ্রয় নেওয়া হয়নি । এটা নব্য এবং পুরোনো BJP-র লোকজনের গোষ্ঠীকোন্দলের ফল । ইচ্ছাকৃতভাবে BJP কর্মীরাই এই কাজ করেছে । মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের কাজ করছেন তা ব্যাহত করতেই এই ধরনের কাজ করা হচ্ছে । "

এই ঘটনায় BJP কর্মীরা ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে ।

এবার ডেবরা ব্লকে গোলগ্রাম গ্রামে বিজেপি নেতাদের মুন্ডু চেয়ে পোষ্টার পড়লো ,যদিও তৃণমূলের দাবি এটা বিজেপিই ঘটিয়েছে l বলা যায় যে লোকসভা ভোটের পর সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা তৃণমূলের অবস্থা খুব একটা ভালো নয় এখানে ক্রমশ বাড়ছে বিজেপির কর্মী সমর্থক এর সংখ্যা এই সময় ডেবরা ব্লকে 8 নং গোলগ্রাম অঞ্চলে রাত্রির বেলায় বি জে পি র পার্টি অফিসে পোস্টার মারে ,এই পোস্টারে বি জে পি নেতাদের গলা কেটে নেওয়া হবে বলে হুমকি দিয়েছে এবং তৃণমূলের কর্মী দের গায়ে হাত দিলে ছাড়বে না বলে হুমকি দিয়েছে l এই ঘটনায় শুরু হয়েছে এলাকায় শরগোল l আজকে সকালে লোক জন পার্টি অফিস খুলতে এলে দেখে পোষ্টার মারা ,তখন পার্টির লোক জন কে ডেকে আনে l তার পর থানায় খবর দিলে পুলিশ এসে পোস্টার গুলি খুলে নিয়ে যায় l নীল কালিতে করে কেউ লিখে দিয়েছে এই পোষ্টার গুলি l এই নিয়ে ডেবরায় শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা l তবে বি জে পি নেতাদের অভিযোগ তৃণমূল দল লোকসভা ভোটে হেরেছে, সেই কারণে তারা দিশাহারা এই জন্য এই সব ঘটনা ঘটাচ্ছে l তারা বিষয়টি নিয়ে স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেন অপরদিকে তৃণমূল এর বক্তব্য বিজেপি পরিকল্পনামাফিক ঘটিয়েছে l কারণ 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন এই ধরনের কোন রকম ঘটনা ঘটেনি ,তারা রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে তাদের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করেছিল কিন্তু লোকসভা ভোটে বিজেপি ভালো ফলের জন্য এই ধরনের নোংরা কাজ কর্ম করে চলছে l এটা নব্য এবং পুরানো বিজেপি লোকজনের গোষ্ঠীদ্বন্দ্বের ফল l
Last Updated : Jun 8, 2019, 4:33 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.