ডেবরা, 8 জুন : BJP নেতার মুন্ডু চেয়ে পার্টি অফিসের দেওয়ালে হুমকি পোস্টার । অভিযোগ, রাতে BJP-র পার্টি অফিসে খুনের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন এই পোস্টার মারে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার গোলগ্রামের ।
গতকাল সকালে স্থানীয় BJP কর্মীরা পার্টি অফিস খুলতে এসে দেওয়ালে পোস্টার দেখতে পায় । তাতে নীল কালিতে লেখা "BJP কর্মীর মুন্ডু কেটে নেব ।" তার নিচে রয়েছে কয়েকজনের নাম । অন্য একটি পোস্টারে লেখা "তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না ।" পরে থানায় খবর দিলে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায় । এই ঘটনায় এক BJP কর্মী বলেন, "সকালে যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিল তারাই খবরটা দেয় । বলে, পার্টি অফিসে পোস্টার পড়েছে । পোস্টারে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেস ছাড়বে না । তাই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের কাজ ।"
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কর্মী- সমর্থকদের দাবি, এটা BJP-র গোষ্ঠীকোন্দল । তারা নিজেরাই এই কাজ করেছে । 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন রবীন্দ্র সংগীত বাজানো হয়েছিল । সেই সময় কোনও হিংসার আশ্রয় নেওয়া হয়নি । এটা নব্য এবং পুরোনো BJP-র লোকজনের গোষ্ঠীকোন্দলের ফল । ইচ্ছাকৃতভাবে BJP কর্মীরাই এই কাজ করেছে । মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের কাজ করছেন তা ব্যাহত করতেই এই ধরনের কাজ করা হচ্ছে । "
এই ঘটনায় BJP কর্মীরা ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে ।