মেদিনীপুর,1 এপ্রিল : কোরোনা ত্রাণ তহবিলে এবার কন্যাশ্রীর পুরো টাকা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন অরবিন্দ নগরের শ্রেয়সী l সে তার তিন বছর ধরে জমানো মুখ্যমন্ত্রীর দেওয়া কন্যাশ্রীর পুরো টাকা এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেন l শুধু ত্রাণ তহবিলে সাহায্যই নয় বাকি পড়ুয়াদের তহবিলে সাহায্য করার আবেদন রাখল সে ৷
কোরোনা গ্রাসে জর্জরিত বিশ্ব l এই সংক্রমণ থেকে বাদ যায়নি ভারতও l রাজ্যেও কোরোনার প্রভাব প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে l যাবতীয় পরিষেবা বন্ধ l জরুরি পরিষেবাগুলি কোনওমতে চালু রয়েছে l সকলকে সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় l অনেকে সাহায্যের জন্য এই তহবিলে টাকা দিয়েছেন l এবার এই তহবিলে সাহায্যের জন্য এগিয়ে এলেন অরবিন্দ নগরের সুব্রত মহাপাত্রর মেয়ে শ্রেয়সী মহাপাত্র l ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শ্রেয়সী l টিভিতে এবং বিভিন্ন সোশাল সাইটে শ্রেয়সী দেখেছেন মুখ্যমন্ত্রীর মহামারীর ত্রাণ তহবিল গঠন করেছেন l এই তহবিলে প্রতিদিন সেলিব্রেটি, সাংসদ, বিধায়ক সহ বহু মানুষ টাকা দিচ্ছেন l এই দেখে সে অনুপ্রাণিত হয় এবং যথারীতি বুধবার বাবার সঙ্গে এসে ডেপুটি কালেক্টরের হাতে তিন মাসের কন্যাশ্রীর জমানো 3000 টাকা এই তহবিলে প্রদান করে l
মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প শুরু করেছিলেন বাংলার মেয়েদের পড়াশুনার খরচ জোগাতে l যাতে বাংলার পিছিয়ে পড়া গরিব মেয়েরা কন্যাশ্রীর টাকা পেয়ে পড়াশোনার কোনও ঘাটতি না হয় l শ্রেয়সী 3 বছর ধরে কন্যাশ্রীর পাওয়া এক হাজার টাকা করে মোট 3 হাজার টাকা পেয়েছিলেন l সেই টাকা তিনি জমিয়ে রেখে আজ কোরোনা মোকাবিলার পাশে এসে দাঁড়ালেন l
ত্রাণ তহবিলে টাকা দিয়ে শ্রেয়সী মহাপাত্রর বলেন, "ত্রাণ তহবিলে আমার টাকা আমি দিতে পেরে আমি খুব খুশি l যতটুকু জমাতে পেরেছি সেই টাকা দিয়েছি l বাকি কন্যাশ্রীদের বলব এগিয়ে আসার জন্য । এই ত্রাণ তহবিলে যতটুকু পারা যায় সাহায্য করা উচিত l " এই টাকা দিতে পেরে মেয়ের পাশেই সমর্থন জানিয়েছেন শ্রেয়সীর বাবা সুব্রত মহাপাত্র l তিনি বলেন," মেয়ের এই ধরনের ভাবনা চিন্তা আগামী দিনে তাঁদের মুখ উজ্জ্বল করবে l " ত্রাণ তহবিলের টাকা পেয়ে খুশি ডেপুটি কালেক্টর রেজা খান l পশ্চিম মেদিনীপুর জেলা সদর মহকুমা শাসক এদিন না থাকায় এদিন ডেপুটি কালেক্টর টাকা জমা নেন l তিনি বলেন, এই ধরনের ক্ষুদে কন্যাশ্রী ত্রাণ তহবিলে সাহায্য করলে অপরের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে l