ETV Bharat / state

প্রচারে এসে রাজ্য সরকারকে একহাত অর্জুন মুন্ডার

author img

By

Published : Dec 7, 2020, 1:19 PM IST

তিন দিনের সফরে বাংলায় এসেছেন বিজেপি নেতা ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা । একাধিক ইশুতে রাজ্যকে একহাত নেন তিনি।

ছবি
ছবি

চাঁদড়া, 7 ডিসেম্বর : তিন দিনের সফরে বাংলায় এসেছেন বিজেপি নেতা ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা । গতকাল তিনি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল, ধেড়ুয়া, চাঁদড়া, ভাদু, তোলা, পিড়াকাটাসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ কর্মসূচি করেন । সেখান থেকে তিনি আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির সঙ্গে কথা বলেন ৷ তাঁদের বাড়িতে খাবার খান । এরপর পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্ত চাঁদড়ায় তাঁকে সংবর্ধনা দেন বিজেপি কর্মকর্তারা ।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অর্জুন মুন্ডা বলেন, রাজনীতির কারণে পিছিয়েপড়া আদিবাসী সম্প্রদায় কেন্দ্রের যোজনার টাকা পাচ্ছে না । এক আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রচারে এসে রাজ্য সরকারকে কটাক্ষ ঝাড়খন্ডের প্রক্তন মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন : কেন্দ্রের পাঠানো টাকায় আদিবাসীদের উন্নয়ন হচ্ছে না : অর্জুন মুন্ডা

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জন্য কোটি কোটি টাকা মঞ্জুর করে পাঠায় ৷ কিন্তু রাজ্য সরকারের গাফিলতির জন্য সেই টাকা পায় না তারা । তাছাড়া সারা দেশ আয়ূষ্মান ভারত প্রকল্পে সুবিধা পেল, শুধু পেল না এই রাজ্যের মানুষ । এইখানকার মুখ্যমন্ত্রী চান না কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্যবাসী পান ৷ মমতার সরকার কেন্দ্রের গরিব যোজনা নিয়ে রাজনীতি করার জন্য জঙ্গলমহলের আদিবাসীরা টাকা পাচ্ছেন না । এই জন্য গ্রামীণ এলাকায় বিকাশের কাজ বন্ধ হয়ে আছে । একধিক প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন না ৷"

এর পাশাপাশি তিনি মনে করেন, 2021 এর নির্বাচনের প্রচারে বিজেপি কিছুটা এগিয়ে আছে ৷

চাঁদড়া, 7 ডিসেম্বর : তিন দিনের সফরে বাংলায় এসেছেন বিজেপি নেতা ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা । গতকাল তিনি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল, ধেড়ুয়া, চাঁদড়া, ভাদু, তোলা, পিড়াকাটাসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ কর্মসূচি করেন । সেখান থেকে তিনি আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির সঙ্গে কথা বলেন ৷ তাঁদের বাড়িতে খাবার খান । এরপর পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্ত চাঁদড়ায় তাঁকে সংবর্ধনা দেন বিজেপি কর্মকর্তারা ।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অর্জুন মুন্ডা বলেন, রাজনীতির কারণে পিছিয়েপড়া আদিবাসী সম্প্রদায় কেন্দ্রের যোজনার টাকা পাচ্ছে না । এক আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রচারে এসে রাজ্য সরকারকে কটাক্ষ ঝাড়খন্ডের প্রক্তন মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন : কেন্দ্রের পাঠানো টাকায় আদিবাসীদের উন্নয়ন হচ্ছে না : অর্জুন মুন্ডা

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জন্য কোটি কোটি টাকা মঞ্জুর করে পাঠায় ৷ কিন্তু রাজ্য সরকারের গাফিলতির জন্য সেই টাকা পায় না তারা । তাছাড়া সারা দেশ আয়ূষ্মান ভারত প্রকল্পে সুবিধা পেল, শুধু পেল না এই রাজ্যের মানুষ । এইখানকার মুখ্যমন্ত্রী চান না কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্যবাসী পান ৷ মমতার সরকার কেন্দ্রের গরিব যোজনা নিয়ে রাজনীতি করার জন্য জঙ্গলমহলের আদিবাসীরা টাকা পাচ্ছেন না । এই জন্য গ্রামীণ এলাকায় বিকাশের কাজ বন্ধ হয়ে আছে । একধিক প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন না ৷"

এর পাশাপাশি তিনি মনে করেন, 2021 এর নির্বাচনের প্রচারে বিজেপি কিছুটা এগিয়ে আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.