দাঁতন, 1 জুন : তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ। আহত হয়েছেন বেশ কয়েকজন BJP কর্মী। অভিযোগ, এই খবর পেয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এসে আক্রান্ত BJP জেলা সভাপতি সমিত দাস ।গাড়ি ভাঙচুর করা হয় জেলা সভাপতির l যদিও BJP নেতৃত্বের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলে কটাক্ষ করেন তৃণমূল l
সুপার সাইক্লোন আমফান পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের BDOর সাথে কথা বলতে যায় BJP কর্মীরা । অভিযোগ রাস্তায় তৃণমূলের কর্মীদের হামলার মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা l তৃণমূলের আক্রমনের প্রতিবাদ জানাতে যান BJP জেলা সভাপতি। সেখানেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ l ঘটনা সূত্রে জানা যায় গত কয়েক দিন আগের ঝড়ের প্রভাবে গোটা দাঁতনের গোটা এলাকা লন্ডভন্ড l তাছাড়াও কোরোনায় গৃহবন্দী মানুষ এবং অনেকে খেতে পাচ্ছে না l এই সকল ব্যাপার নিয়ে বিডিও সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয় দাঁতনের BJP নেতা কর্মীরা ।
সেই খবর কানে গিয়ে পৌঁছায় পশ্চিম মেদিনীপুর BJP জেলা সভাপতি সমিত দাসের l আক্রান্ত দলীয় নেতা কর্মীদের দেখা করতে গাড়িতে করে রওনা হন জেলা সভাপতি l কিন্তু তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃনমূলের কর্মী-সমর্থকরা l এরপর তাঁর গাড়িতে একপ্রস্থ ভাঙচুর চালানো হয় l
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা কর্মী ও জেলা সভাপতি l থানায় অভিযোগ করার পাশাপাশি তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন l ঘটনার প্রতিবাদে BJP নেতা কর্মীরা দাঁতন,বেলদা,খড়গপুর সহ মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অবরোধে করে l
বিজেপির জেলা সভাপতি সমিত দাসের বক্তব্য দাঁতনে তাদের কর্মী-সমর্থকদের উপর তৃণমূলের হামলার খবর পেয়ে তিনি এসেছিলেন দাঁতন এলাকায় l কিন্তু তার গাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা lএরই প্রতিবাদে দাঁতন থানার সামনে অবস্থানে বসেছেন তারা l
যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি উল্টো সুর গেয়েছেন l তিনি দাঁতনে BJP নেতৃত্বের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলে কটাক্ষ করেন l তিনি বলেন, যেভাবে দিলীপ ঘোষ মুখে মাস্ক পরে প্রতিদিন নাটক করে যাচ্ছেন তেমন ভাবেই তার শিষ্যরা দাঁতনে নিজেরাই গাড়ি ভাঙচুর করে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে l একই সঙ্গে তিনি বলেন, BJP কালচারের জন্যই জেলার বিভিন্ন প্রান্তে ভাঙ্গন দেখা গেছে l নিত্যদিন BJP ছেড়ে তৃণমূলে কয়েক হাজার কর্মী যোগদান করছে বলেও জানান তিনি l
রাজনৈতিক অস্থিরতা রাজ্য জুড়ে তবে পশ্চিম মেদিনীপুর জেলায় এই মহামারির সময় রাজনৈতিক হিংসা বন্ধের আবেদন জেলা মানুষের l