ETV Bharat / state

Suvendu Slams Mamata: নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দুর, পালটা কটাক্ষ তৃণমূলের - তৃণমূল কংগ্রেস

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি দিলেন তিনি ৷ এই নিয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও ৷

Suvendu Slams Mamata
Suvendu Slams Mamata
author img

By

Published : Apr 3, 2023, 8:36 PM IST

Updated : Apr 4, 2023, 12:46 AM IST

নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দু

চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর), 3 এপ্রিল: 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তরফে ‘নো ভোট টু বিজেপি’ প্রচার চালানো হয়েছিল ৷ অনেকটা সেই কায়দায় দিনকয়েক আগে ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার তাঁর স্লোগানকে প্রচারের আকার দিতে টি-শার্ট প্রকাশ্যে আনলেন তিনি ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁঝরায় দলের কৃষক সমাবেশের মঞ্চে এই টি-শার্ট প্রকাশ্য়ে আনেন শুভেন্দু ৷ পরে টুইট করেও বিষয়টি জানান ৷ যা দেখে কটাক্ষ করেছে তৃণমূল ৷ তাদের দাবি, বাংলার শাসক দলকে নকল করছে কেন্দ্রের শাসক দল ৷

প্রসঙ্গত, এদনি বিজেপির চন্দ্রকোনার কর্মসূচি নিয়ে ধোঁয়াশা ছিল ৷ কারণ, প্রথমে প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয় ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সভার কয়েকঘণ্টা আগে রায় দেয় আদালত ৷ শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয় সভার ৷ তার পর সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু ৷ তিনি যখন ভাষণ দেন, সেই সময় তিনি ‘নো ভোট টু মমতা’ লেখা একটি টিশার্ট পরেছিলেন ৷

Suvendu Slams Mamata
নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দুর

জনতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘‘আজ থেকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে গেলে আমি এই গেঞ্জিটা গায়ে রাখব ৷’’ তার পরই তিনি ওই টি-শার্ট জনতাকে দেখান ৷ যার সামনে লেখা, ‘নো ভোট টু মমতা’ ৷ ওই টি-শার্টের পিছনে পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে ৷ শুভেন্দু এই নিয়ে আরও বলেন, ‘‘যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, রাজনৈতিক কর্মসূচিতে গেলে এইটা আমার গায়ে থাকবে ৷’’ এর জন্য তিনি জনতার কাছে অনুমতিও চেয়ে নেন ৷

পরে এই নিয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘টুইটার অধিকারী (শুভেন্দু) টি-শার্ট পরে 2024 এর প্রচার শুরু করলেন বলে ভাবছেন ৷ আপনাদের প্রচারের ডিজাইনার আরও বেশি টাকা দিন ৷ হয় তাঁরা বিরক্ত না হলে মূর্খ, তাই প্রচারের নকল করছেন ৷ বঙ্গ বিজেপির আরও একটা ব্যর্থতা ৷’’

  • Twitter Adhikari @SuvenduWB believes he's unleashed THE CAMPAIGN for 2024 by putting on a t-shirt.

    Pay your campaign designers a little more...either they are bored or they are dimwits, blatantly copying other campaigns! Yet another FAILURE on the cards for @BJP4Bengal team?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে এদিন শুভেন্দু বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীদের দেখলেই ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পরামর্শ দেন জনতাকে ৷ তিনি বলেন, ‘‘এই চোরেদের একটাই শাস্তি ৷ চোরকে ধরো, আর জেলে ভরো ।’’ এখন যাঁরা গ্রেফতার হচ্ছেন, তাঁদের থেকেও হেভিওয়েট তৃণমূল নেতারা আগামিদিনে গ্রেফতার হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Slams Mamata
নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দুর

পাশাপাশি প্রশ্ন তুলেছেন, বাংলায় কেন রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হচ্ছে ? উত্তরপ্রদেশ, গুজরাতে কোনও অশান্তি হয়নি বলেও তিনি দাবি করেন ৷ শিবপুর, রিষড়ায় অশান্তির জন্য তিনি আরও একবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাই তিনি বলেন, এই তৃণমূল রানিকে (মমতা) এখান থেকে সরাতে হবে ।’’ নন্দীগ্রামের মতো বাংলাতেও তিনি মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলে বন্দুক ! অভিষেকের পোস্ট করা ভিডিয়োকে মিথ্যে দাবি করে তদন্তের দাবি ভিএইচপি-র

নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দু

চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর), 3 এপ্রিল: 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তরফে ‘নো ভোট টু বিজেপি’ প্রচার চালানো হয়েছিল ৷ অনেকটা সেই কায়দায় দিনকয়েক আগে ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার তাঁর স্লোগানকে প্রচারের আকার দিতে টি-শার্ট প্রকাশ্যে আনলেন তিনি ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁঝরায় দলের কৃষক সমাবেশের মঞ্চে এই টি-শার্ট প্রকাশ্য়ে আনেন শুভেন্দু ৷ পরে টুইট করেও বিষয়টি জানান ৷ যা দেখে কটাক্ষ করেছে তৃণমূল ৷ তাদের দাবি, বাংলার শাসক দলকে নকল করছে কেন্দ্রের শাসক দল ৷

প্রসঙ্গত, এদনি বিজেপির চন্দ্রকোনার কর্মসূচি নিয়ে ধোঁয়াশা ছিল ৷ কারণ, প্রথমে প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয় ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সভার কয়েকঘণ্টা আগে রায় দেয় আদালত ৷ শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয় সভার ৷ তার পর সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু ৷ তিনি যখন ভাষণ দেন, সেই সময় তিনি ‘নো ভোট টু মমতা’ লেখা একটি টিশার্ট পরেছিলেন ৷

Suvendu Slams Mamata
নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দুর

জনতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘‘আজ থেকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে গেলে আমি এই গেঞ্জিটা গায়ে রাখব ৷’’ তার পরই তিনি ওই টি-শার্ট জনতাকে দেখান ৷ যার সামনে লেখা, ‘নো ভোট টু মমতা’ ৷ ওই টি-শার্টের পিছনে পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে ৷ শুভেন্দু এই নিয়ে আরও বলেন, ‘‘যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, রাজনৈতিক কর্মসূচিতে গেলে এইটা আমার গায়ে থাকবে ৷’’ এর জন্য তিনি জনতার কাছে অনুমতিও চেয়ে নেন ৷

পরে এই নিয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘টুইটার অধিকারী (শুভেন্দু) টি-শার্ট পরে 2024 এর প্রচার শুরু করলেন বলে ভাবছেন ৷ আপনাদের প্রচারের ডিজাইনার আরও বেশি টাকা দিন ৷ হয় তাঁরা বিরক্ত না হলে মূর্খ, তাই প্রচারের নকল করছেন ৷ বঙ্গ বিজেপির আরও একটা ব্যর্থতা ৷’’

  • Twitter Adhikari @SuvenduWB believes he's unleashed THE CAMPAIGN for 2024 by putting on a t-shirt.

    Pay your campaign designers a little more...either they are bored or they are dimwits, blatantly copying other campaigns! Yet another FAILURE on the cards for @BJP4Bengal team?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে এদিন শুভেন্দু বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন ৷ তৃণমূলের নেতা-মন্ত্রীদের দেখলেই ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পরামর্শ দেন জনতাকে ৷ তিনি বলেন, ‘‘এই চোরেদের একটাই শাস্তি ৷ চোরকে ধরো, আর জেলে ভরো ।’’ এখন যাঁরা গ্রেফতার হচ্ছেন, তাঁদের থেকেও হেভিওয়েট তৃণমূল নেতারা আগামিদিনে গ্রেফতার হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Slams Mamata
নো ভোট টু মমতা টি শার্ট প্রকাশ্য়ে এনে হুঁশিয়ারি শুভেন্দুর

পাশাপাশি প্রশ্ন তুলেছেন, বাংলায় কেন রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হচ্ছে ? উত্তরপ্রদেশ, গুজরাতে কোনও অশান্তি হয়নি বলেও তিনি দাবি করেন ৷ শিবপুর, রিষড়ায় অশান্তির জন্য তিনি আরও একবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাই তিনি বলেন, এই তৃণমূল রানিকে (মমতা) এখান থেকে সরাতে হবে ।’’ নন্দীগ্রামের মতো বাংলাতেও তিনি মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলে বন্দুক ! অভিষেকের পোস্ট করা ভিডিয়োকে মিথ্যে দাবি করে তদন্তের দাবি ভিএইচপি-র

Last Updated : Apr 4, 2023, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.