নন্দীগ্রাম, 10 নভেম্বর : ছিল না রাজনৈতিক পোস্টার বা ব্যানার ৷ তাঁর বক্তব্যে উঠে আসেনি তৃণমূলের নামে স্লোগানও ৷ আজ সকালে নন্দীগ্রামে শহিদ স্মরণসভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বললেন, "এই পবিত্র মঞ্চে রাজনীতির কথা বলব না ৷ রাজনীতির মঞ্চ থেকে রাজনীতির কথা বলব ৷ শুভেন্দু অধিকারী কাউকে ভয় পায় না ৷"
2008 সাল থেকে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের স্মরণসভা করে আসছেন । নন্দীগ্রামের তেখালিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ সেই স্মরণসভা অনুষ্ঠিত হয় ৷ এদিকে আজ বিকেলে অধিকারী পরিবারের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে তথা তৃণমূল যুবর সহ-সভাপতি সুপ্রকাশ গিরি শহিদ-স্মরণে তৃণমূলের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন । যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম ও একাধিক তৃণমূল নেতা । তার আগেই শুভেন্দু অধিকারী স্মরণসভা করে ব্যাপক জনসমর্থন আদায় করে নিলেন ৷ এদিনের সভায় ব্যাপক ভিড় হয় ৷
গত কয়েক মাসে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি মন্ত্রীর দলবদলের জল্পনা বাড়িয়েছে । দলের ব্যানারের পরিবর্তে শুভেন্দু অধিকারী 'অরাজনৈতিক' সভা করছেন ৷ সেই সভার আয়োজন করছেন দাদার অনুগামীরা ৷ এদিন নন্দীগ্রামে শহিদ স্মরণের মঞ্চ থেকে শুভেন্দুর বক্তব্যে সেই জল্পনা আরও বাড়ল ৷ তিনি বলেন, "আমার মত ও পথ কী ? আমার চলার পথে কোথায় স্বাচ্ছন্দ্য, কোথায় গর্তে ভরা, কোন রাস্তায় গেলে আমি হোঁচট খাব না ৷ সব বলব ৷ তবে এই মঞ্চ থেকে কখনও রাজনীতি করিনি ৷ তাই এই পবিত্র মঞ্চে রাজনীতির কথা বলব না ৷"