- যাঁদের জন্য গ্রামে ঘুরেছি , তারা আমার খোঁজ নেয়নি ।
- আত্মসম্মান থাকলে থাকিস না , আমাকে বলেছিলেন মুকুল রায় ।
লাইভ : তোলাবাজ ভাইপো হটাও : শুভেন্দু - মেদিনীপুরে অমিত শাহ-র সভা
শুভেন্দু অধিকারী
15:10 December 19
মন্ত্রিত্ব , বিধায়ক তারপরে তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা শুরু হয়েছিল । এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আজ মেদিনীপুরে অমিত শাহ-র হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ।
14:52 December 19
- মেদিনীপুরের মাটিকে প্রণাম করে বক্তব্য শুরু করলেন শুভেন্দু অধিকারী ।
- আজ যিনি আমাকে পৃথিবীর সবথেকে বড় পার্টি পরিবারে প্রাথমিক সদস্য হিসাবে গ্রহণ করলেন আমার বড় ভাই অমিত শাহ ।
- আত্মসম্মান আছে বলেই তৃণমূল ছেড়েছি
15:10 December 19
মন্ত্রিত্ব , বিধায়ক তারপরে তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা শুরু হয়েছিল । এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আজ মেদিনীপুরে অমিত শাহ-র হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ।
- যাঁদের জন্য গ্রামে ঘুরেছি , তারা আমার খোঁজ নেয়নি ।
- আত্মসম্মান থাকলে থাকিস না , আমাকে বলেছিলেন মুকুল রায় ।
14:52 December 19
- মেদিনীপুরের মাটিকে প্রণাম করে বক্তব্য শুরু করলেন শুভেন্দু অধিকারী ।
- আজ যিনি আমাকে পৃথিবীর সবথেকে বড় পার্টি পরিবারে প্রাথমিক সদস্য হিসাবে গ্রহণ করলেন আমার বড় ভাই অমিত শাহ ।
- আত্মসম্মান আছে বলেই তৃণমূল ছেড়েছি