ETV Bharat / state

Suvendu Adhikari on CM: 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', মারাং প্রকল্পের ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর - মারাং প্রকল্প

Illiterate Chief Minister Suvendu Adhikari Criticises Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে নিশানা করলেন বিরোধী দলনেতা ৷ আদিবাসীদের প্রকল্পের নাম প্রসঙ্গে এ কথা বলেন শুভেন্দু অধিকারী ৷ মমতাকে তাঁর কটাক্ষ, একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী ৷

Suvendu Adhikari on CM ETV BHARAT
Suvendu Adhikari on CM
author img

By

Published : Aug 9, 2023, 3:56 PM IST

মারাং প্রকল্প নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে 'অশিক্ষিত' বলে কটাক্ষ শুভেন্দুর

পিংবনি, 9 অগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ‘মারাং প্রকল্পে’র ঘোষণা করেন ঝাড়গ্রামের সভা থেকে ৷ সেই ‘মারাং প্রকল্প’-এর নাম নিয়েই গোয়ালতোড়ের পিংবনিতে মমতাকে ব্যঙ্গ করলেন শুভেন্দু ৷ তিনি বলেন, ‘‘ও সব ভুলভাল ৷ মারাং কী জিনিস তা উনি জানেন না ৷ আগে বলেছিলেন, অলিচিকি ভাষা ৷ আসলে অলচিকি লিপি ৷ এ অশিক্ষিত মুখ্যমন্ত্রী ৷ কিছুই জানে না ৷’’

পিংবনির সভা থেকে এ দিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ লোকসভা ভোটে জঙ্গলমহলের আসনগুলি ফিরে পাওয়ার আশায় মমতা বন্দ্যোপাধ্যায় এইসব প্রকল্প ঘোষণা করছেন বলে কটাক্ষ করেন তিনি ৷ শুভেন্দু বলেন, ‘‘ও সব ভুলভাল ৷ মারাং কী জিনিস তা উনি জানেন না ৷ কিছুদিন আগে পিংলায় একটা সভা করেছিল ৷ সেখানে বলছে, সিধুবাবুর পরিবারকে তো পেলাম, কানুবাবুর পরিবারও এসেছে ৷ বলছে ডহরবাবুর পরিবার কোথায় ? ডহর মানে তো রাস্তা ৷ এ অশিক্ষিত মুখ্যমন্ত্রী ৷ বলে অলিচিকি ভাষা ৷ আসলে অলচিকি লিপি ৷ সাওঁতালি ভাষাই বুঝতে পারে না ৷’’

আর এই ইস্যুতে শুভেন্দু অভিযোগ করেন, এসবই জঙ্গলমহলের লোকসভার আসন ফিরে পাওয়ার চেষ্টা ৷ তিনি বলেন, ‘‘কখনও রাজেশ মাহাতোকে কিনছেন ৷ আবার কখনও এই সব প্রস্তাব দিচ্ছেন ৷ কিন্তু, আমি বলব, জঙ্গলমহলের একটাই স্লোগান হওয়া উচিত, সব পরিবারে চাকরি চাই ৷’’ উল্লেখ্য়, আন্তর্জাতিক আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী কয়েকশো কোটি টাকার ‘মারাং প্রকল্প’ ঘোষণা করেছেন ৷ তবে, শুভেন্দুর দাবি, কোনও প্রকল্প বা সরকারি সাহায্য নয় ৷ আদিবাসীদের চাকরি দিতে হবে ৷

আরও পড়ুন: 'বিজেপি কুইট ইন্ডিয়া', ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে 'কেন্দ্রের বঞ্চনা' নিয়ে সরব মমতা

উল্লেখ্য, এ দিন শুভেন্দুর এই সভার জন্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছিল ৷ অভিযোগ ছিল তৃণমূলের কথা মতো, পুলিশ বিরোধী দলনেতার সভা বন্ধ করার জন্যই অনুমতি দেয়নি ৷ কিন্তু, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পিংবনির নবকুঞ্জ মাঠে বেলা আড়াইটা পর্যন্ত বিজেপির সভা করার অনুমতি দেয় ৷ সেই সভায় পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

মারাং প্রকল্প নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে 'অশিক্ষিত' বলে কটাক্ষ শুভেন্দুর

পিংবনি, 9 অগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ‘মারাং প্রকল্পে’র ঘোষণা করেন ঝাড়গ্রামের সভা থেকে ৷ সেই ‘মারাং প্রকল্প’-এর নাম নিয়েই গোয়ালতোড়ের পিংবনিতে মমতাকে ব্যঙ্গ করলেন শুভেন্দু ৷ তিনি বলেন, ‘‘ও সব ভুলভাল ৷ মারাং কী জিনিস তা উনি জানেন না ৷ আগে বলেছিলেন, অলিচিকি ভাষা ৷ আসলে অলচিকি লিপি ৷ এ অশিক্ষিত মুখ্যমন্ত্রী ৷ কিছুই জানে না ৷’’

পিংবনির সভা থেকে এ দিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ লোকসভা ভোটে জঙ্গলমহলের আসনগুলি ফিরে পাওয়ার আশায় মমতা বন্দ্যোপাধ্যায় এইসব প্রকল্প ঘোষণা করছেন বলে কটাক্ষ করেন তিনি ৷ শুভেন্দু বলেন, ‘‘ও সব ভুলভাল ৷ মারাং কী জিনিস তা উনি জানেন না ৷ কিছুদিন আগে পিংলায় একটা সভা করেছিল ৷ সেখানে বলছে, সিধুবাবুর পরিবারকে তো পেলাম, কানুবাবুর পরিবারও এসেছে ৷ বলছে ডহরবাবুর পরিবার কোথায় ? ডহর মানে তো রাস্তা ৷ এ অশিক্ষিত মুখ্যমন্ত্রী ৷ বলে অলিচিকি ভাষা ৷ আসলে অলচিকি লিপি ৷ সাওঁতালি ভাষাই বুঝতে পারে না ৷’’

আর এই ইস্যুতে শুভেন্দু অভিযোগ করেন, এসবই জঙ্গলমহলের লোকসভার আসন ফিরে পাওয়ার চেষ্টা ৷ তিনি বলেন, ‘‘কখনও রাজেশ মাহাতোকে কিনছেন ৷ আবার কখনও এই সব প্রস্তাব দিচ্ছেন ৷ কিন্তু, আমি বলব, জঙ্গলমহলের একটাই স্লোগান হওয়া উচিত, সব পরিবারে চাকরি চাই ৷’’ উল্লেখ্য়, আন্তর্জাতিক আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী কয়েকশো কোটি টাকার ‘মারাং প্রকল্প’ ঘোষণা করেছেন ৷ তবে, শুভেন্দুর দাবি, কোনও প্রকল্প বা সরকারি সাহায্য নয় ৷ আদিবাসীদের চাকরি দিতে হবে ৷

আরও পড়ুন: 'বিজেপি কুইট ইন্ডিয়া', ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে 'কেন্দ্রের বঞ্চনা' নিয়ে সরব মমতা

উল্লেখ্য, এ দিন শুভেন্দুর এই সভার জন্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছিল ৷ অভিযোগ ছিল তৃণমূলের কথা মতো, পুলিশ বিরোধী দলনেতার সভা বন্ধ করার জন্যই অনুমতি দেয়নি ৷ কিন্তু, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পিংবনির নবকুঞ্জ মাঠে বেলা আড়াইটা পর্যন্ত বিজেপির সভা করার অনুমতি দেয় ৷ সেই সভায় পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.