ETV Bharat / state

মেদিনীপুরে পৃথক দুটি হামলায় জখম এক ছাত্রীসহ 8, কাঠগড়ায় তৃণমূল - injured

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন ও সদস্য অভিযানের অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় মোট 4 জন জখম বলে জানা গেছে । আজ সকালের একটি পৃথক ঘটনায় এক ছাত্রীসহ 4 জন জখম হয় ।

মেদিনীপুরে পৃথক দুটি হামলায় জখম
author img

By

Published : Jul 6, 2019, 5:53 PM IST

মেদিনীপুর, 6 জুলাই : আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন ও সদস্য অভিযানের অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, হামলার ফলে মাথা ফাটল BJP কর্মীদের । আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার 5 নম্বর আঙ্গুয়া অঞ্চলের ঘোলাইয়ের বাঁশকুনিতে ঘটনাটি ঘটে । এই ঘটনায় মোট 4 জন জখম বলে জানা গেছে । তাঁদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।

ঘটনায় জখম BJP কর্মী সুভাষ সাউ বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করার জন্য আমরা একটি কর্মসূচি নিয়েছিলাম । সেই কথা জানতে পেরে তৃণমূল কর্মীরা আমাদের কাজ ভণ্ডুল করতে তাদের পতাকা লাগাতে থাকে এলাকায় । সকালে পতাকা লাগাতে গেলে তারা আমাদের মারতে আসে । আক্রমণ চালায় তারা । তাদের কাছে বাঁশ, রড, ভোজালি ছিল । ঘটনায় আমি ছাড়াও আরও তিন জন আহত হয়েছে ।"

এদিকে আজ সকালে মেদিনীপুরের অপর একটি হামলার ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ওই ঘটনায় এক ছাত্রী সহ 4 জন জখম হয় । বনপুরা সাত নম্বর অঞ্চলের খাঙ্গারডিহি স্কুল চত্বরে ঘটেছে সেটি । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে খাঙ্গারডিহি স্কুল চত্বরে শ্যামাপ্রসাদের ছবিতে মাল্যদান কর্মসূচি পালন করছিল BJP নেতৃত্ব । অভিযোগ, অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বোমাবাজি করা হয় । বোমার আঘাতে জখম হন চার জন । এর মধ্যে এক ছাত্রীও আছে । সে স্কুলে এসেছিল । বোমার আঘাতে তার পায়ে চোট লেগেছে ।

পুলিশ কর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ।

মেদিনীপুর, 6 জুলাই : আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন ও সদস্য অভিযানের অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, হামলার ফলে মাথা ফাটল BJP কর্মীদের । আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার 5 নম্বর আঙ্গুয়া অঞ্চলের ঘোলাইয়ের বাঁশকুনিতে ঘটনাটি ঘটে । এই ঘটনায় মোট 4 জন জখম বলে জানা গেছে । তাঁদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।

ঘটনায় জখম BJP কর্মী সুভাষ সাউ বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করার জন্য আমরা একটি কর্মসূচি নিয়েছিলাম । সেই কথা জানতে পেরে তৃণমূল কর্মীরা আমাদের কাজ ভণ্ডুল করতে তাদের পতাকা লাগাতে থাকে এলাকায় । সকালে পতাকা লাগাতে গেলে তারা আমাদের মারতে আসে । আক্রমণ চালায় তারা । তাদের কাছে বাঁশ, রড, ভোজালি ছিল । ঘটনায় আমি ছাড়াও আরও তিন জন আহত হয়েছে ।"

এদিকে আজ সকালে মেদিনীপুরের অপর একটি হামলার ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ওই ঘটনায় এক ছাত্রী সহ 4 জন জখম হয় । বনপুরা সাত নম্বর অঞ্চলের খাঙ্গারডিহি স্কুল চত্বরে ঘটেছে সেটি । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে খাঙ্গারডিহি স্কুল চত্বরে শ্যামাপ্রসাদের ছবিতে মাল্যদান কর্মসূচি পালন করছিল BJP নেতৃত্ব । অভিযোগ, অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বোমাবাজি করা হয় । বোমার আঘাতে জখম হন চার জন । এর মধ্যে এক ছাত্রীও আছে । সে স্কুলে এসেছিল । বোমার আঘাতে তার পায়ে চোট লেগেছে ।

পুলিশ কর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ।

Intro:সুপর্ণা Body:মাধ্যমিকে ষষ্ঠ স্থান পেয়ে জেলার নাম উজ্জ্বল করলো সুপর্ণা সাহু Conclusion:বড় হয়ে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.