ETV Bharat / state

মেদিনীপুর ডে কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের আজ়াদি স্লোগান - increase fees Medinipur Medical College

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রতি সিমেস্টারে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে কলেজ কর্তৃপক্ষ । ফি বৃদ্ধির পরিমাণ অনেক ক্ষেত্রেই 800-1000 টাকা । পড়ুয়াদের অভিযোগ, ফি কমানোর দাবিতে একাধিক বার আবেদন-নিবেদন করা হয়েছে । ডেপুটেশনও দেওয়া হয়েছে । কিন্তু লাভ হয়নি । থার্ড ইয়ারের ছাত্র সুকুমার মাঝি বলেন," আমরা ফি বৃদ্ধির প্রতিবাদে বহুবার আবেদন-নিবেদন করেছি কলেজ কর্তৃপক্ষের কাছে । কিন্তু কলেজ কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে । "

image
ধরনায় মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা
author img

By

Published : Jan 2, 2020, 5:46 PM IST

Updated : Jan 2, 2020, 6:27 PM IST

মেদিনীপুর, 2 জানুয়ারি : "ফি বৃদ্ধি সে চাহিয়ে আজ়াদি" স্লোগান দিয়ে প্রতিবাদ জানাল মেদিনীপুর ডে কলেজের ছাত্র-ছাত্রীরা । ফি বৃদ্ধির প্রতিবাদে তারা আজ প্রতিবাদ জানায় । অবিলম্বে ফি কমানোর দাবিতে তারা কলেজের সামনে ধরনায় বসে ।

তৃতীয় বর্ষের ছাত্র সুকুমার মাঝির বক্তব্য

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রতি সিমেস্টারে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে কলেজ কর্তৃপক্ষ । ফি বৃদ্ধির পরিমাণ অনেক ক্ষেত্রেই 800-1000 টাকা । পড়ুয়াদের অভিযোগ, ফি কমানোর দাবিতে একাধিক বার আবেদন-নিবেদন করা হয়েছে । ডেপুটেশনও দেওয়া হয়েছে । কিন্তু লাভ হয়নি । থার্ড ইয়ারের ছাত্র সুকুমার মাঝি বলেন," আমরা ফি বৃদ্ধির প্রতিবাদে বহুবার আবেদন-নিবেদন করেছি কলেজ কর্তৃপক্ষের কাছে । কিন্তু কলেজ কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে । "

যদিও কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা বলেন," আমরা এই নিয়ে বহুবার ছাত্রছাত্রীদের সঙ্গে বসেছি । আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব । সমাধানের করার চেষ্টা করব ।"

মেদিনীপুর, 2 জানুয়ারি : "ফি বৃদ্ধি সে চাহিয়ে আজ়াদি" স্লোগান দিয়ে প্রতিবাদ জানাল মেদিনীপুর ডে কলেজের ছাত্র-ছাত্রীরা । ফি বৃদ্ধির প্রতিবাদে তারা আজ প্রতিবাদ জানায় । অবিলম্বে ফি কমানোর দাবিতে তারা কলেজের সামনে ধরনায় বসে ।

তৃতীয় বর্ষের ছাত্র সুকুমার মাঝির বক্তব্য

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রতি সিমেস্টারে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে কলেজ কর্তৃপক্ষ । ফি বৃদ্ধির পরিমাণ অনেক ক্ষেত্রেই 800-1000 টাকা । পড়ুয়াদের অভিযোগ, ফি কমানোর দাবিতে একাধিক বার আবেদন-নিবেদন করা হয়েছে । ডেপুটেশনও দেওয়া হয়েছে । কিন্তু লাভ হয়নি । থার্ড ইয়ারের ছাত্র সুকুমার মাঝি বলেন," আমরা ফি বৃদ্ধির প্রতিবাদে বহুবার আবেদন-নিবেদন করেছি কলেজ কর্তৃপক্ষের কাছে । কিন্তু কলেজ কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে । "

যদিও কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা বলেন," আমরা এই নিয়ে বহুবার ছাত্রছাত্রীদের সঙ্গে বসেছি । আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব । সমাধানের করার চেষ্টা করব ।"

Intro:ফি বৃদ্ধি শে চাহিয়ে আজাদি ' স্লোগানে প্রতিবাদ জানালো মেদিনীপুর ডে কলেজের ছাত্র-ছাত্রীরা ,কলেজের সামনে ধর্নায়, দাবি অবিলম্বে কমাতে হবে কলেজের ফি ।


Body:'ফি বৃদ্ধি শে চাহিয়ে আজাদি ' স্লোগানে প্রতিবাদ জানালো মেদিনীপুর ডে কলেজের ছাত্র-ছাত্রীরা ,কলেজের সামনে ধর্নায়, দাবি অবিলম্বে কমাতে হবে কলেজের ফি ।

মেদিনীপুর কলেজ অটোনমাস প্রতিবছর এবং সেমিস্টারে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে কলেজ কর্তৃপক্ষ এই ফী র পরিমাণ কখনো কখনো 1000 কখনো 700 কখনো বা 800 টাকা করে । ক্রমবর্ধমান ফি বৃদ্ধিতে নাজেহাল হয়ে উঠেছে কলেজের ছাত্র ছাত্রীরা ।বহুবার আবেদন-নিবেদন করা হয়েছে কলেজকে ,দেওয়া হয়েছে ডেপুটেশন কিন্তু তাতে কোন সায় দেয়নি কলেজ কর্তৃপক্ষ । তার পরেও ক্রমাগত ফি বৃদ্ধি করে চলেছেন মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ । এবার সেই ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্নায় বসলে মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীরা । এদিন কলেজের ছাত্র-ছাত্রীরা এই 500 থেকে হাজার টাকা পর্যন্ত ফি বৃদ্ধির প্রতিবাদ জানায় । স্লোগানে ছাত্রছাত্রীরা বলে আমাদের ফি বৃদ্ধি থেকে আজাদি দরকার ,আমরা এখানে পড়তে এসেছি ,শুধু টাকা বাড়াতে আসিনি । স্বাভাবিকভাবে এই নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে শুরু হয়েছে উত্তেজনা ।

থার্ড ইয়ারের ছাত্র সুকুমার মাঝি জানান আমরা এই ফি বৃদ্ধির প্রতিবাদে বহুবার আবেদন নিবেদন করেছি কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু কলেজ কর্তৃপক্ষর তাতে হুঁশ ফেরেনি । তারা আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আবার পুনরায় তারপরে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে যতবার দাবিপত্র পেশ করেছি ততোবারই আমাদেরকে শান্ত করে ঘর পাঠিয়ে দিয়েছে । এখন আমরা নাজেহাল হয়ে উঠেছি । আমরা গরীব পরিবার থেকে উঠে আসা ছাত্র-ছাত্রীরা ,যারা খুব কষ্টে কলেজের ফি জোগাড় করতে পারি । এই ভাবে ক্রমবর্ধমান ফি বৃদ্ধি করলে আমরা পড়াশোনা করব কিভাবে । আমরা অবিলম্বে দাবি করছি এই ফী বৃদ্ধি বন্ধ করার । ছাত্রী সৃজিতার অভিযোগ আমরা বহুবার আবেদন-নিবেদন করেছে কলেজের কাছে । আমাদের ফী বৃদ্ধি থেকে আজাদী দেওয়া হোক । কিন্তু ক্রমাগত সেমিস্টার ভিত্তিক ফি বৃদ্ধি করে চলছে মেদিনীপুর কলেজ ,আমরা যতবারই এর প্রতিবাদ করেছি ততোবারই কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে ডেকে নানারকম বুঝিয়ে-সুজিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে । এখন আমরা ধরনায় বসেছি ,অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আমরা চালিয়ে যাবো ।এই নিয়েই কলেজ উত্তেজনা ছড়ায় । যদিও মেদিনীপুর কলেজের প্রিন্সিপাল গোপাল চন্দ্র বেরা বলেন আমরা এই নিয়ে বহুবার ছাত্রছাত্রীদের সঙ্গে বসেছি কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অনলাইন হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি যা হয়েছে তা ফর্মালি অনুযায়ী । আমরা তবু ও ছাত্রছাত্রীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব সমাধানের জন্য ।


Conclusion:ফি বৃদ্ধি শে চাহিয়ে আজাদি ' স্লোগানে প্রতিবাদ জানালো মেদিনীপুর ডে কলেজের ছাত্র-ছাত্রীরা ,কলেজের সামনে ধর্নায়, দাবি অবিলম্বে কমাতে হবে কলেজের ফি ।
Last Updated : Jan 2, 2020, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.