পশ্চিম মেদিনীপুর, 2 জুন: আদিবাসীদের ডাকা বনধের মুখোমুখি হতে চলেছে এ রাজ্য ৷ আর সেই বনধ ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসীদের একটি সংগঠন । এই বনধকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে । তবে কুড়মিদের আন্দোলনকে সমর্থন করছে না তারা, তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংগঠনের তরফে ৷
জানা গিয়েছে, আদিবাসীদের দীর্ঘ দিনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই বনধ ডেকেছে সংগঠন ৷ তবে ভারত জাকাত মাঝি পরগনা মহল এই বনধকে নৈতিকভাবে সমর্থন করলেও রাস্তায় তারা নামছে না বলে জানানো হয়েছে সংগঠনের তরফে । সেই সঙ্গে, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই বনধে কুড়মিদের দ্বারা শাসকদলের গাড়ি ভাঙচুরের বিষয়টি আওতাভুক্ত করা যাবে না । আদিবাসীদের বেশ কিছু দাবি-দাওয়ার সঙ্গে কুড়মিদের তফশিলি জাতির অন্তর্ভুক্ত হওয়া বিষয়টি নিয়ে তোপ দেগে 8 জুন বনধ ডেকেছে জেলার একটি আদিবাসী সংগঠন । আর সেই বনধকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলজুড়ে ।
ইতিমধ্যে এই রাজ্যে বনধ নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য প্রশাসন বারবার জানিয়েছে, রাজ্যে কোনও ইস্যুতে কোনওভাবেই বনধকে সমর্থন করা হবে না । কিন্তু দীর্ঘদিন ধরে কুড়মিদের অসন্তোষ-বিক্ষোভ ও একের পর এক ধর্মঘটের প্রেক্ষিতে এবং সম্প্রতি রাজ্যের মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে জঙ্গলমহলের অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষজন । তাই এই ঘটনার প্রেক্ষিতেই এবার তারাও আন্দোলনের নামতে চলেছে । আর সেই আদিবাসী সংগঠনের একটি ফোরাম সিদ্ধান্ত নিয়েছে আগামী 8 তারিখ সারা রাজ্য জুড়ে বনধ পালন করা হবে । আর এই ঘটনায় অন্যান্য আদিবাসী সংগঠনের পাশাপাশি ভারত জাকাত মাঝি পারগানা মহলের মধ্যেও জল্পনা শুরু হয়েছে । কারণ হিসেবে বলা যায়, এই জঙ্গলমহলের বেশি সংখ্যক মানুষ যদি কোনও পারগানার অন্তর্ভুক্ত হয়ে থাকে তা হল ভারত জাকাত মাঝি পারগানার । এছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে একাধিক আন্দোলন, রাস্তা কাটা, অবরোধের ক্ষেত্রে ভারত মাঝি জাকাত পারগানা মহল দীর্ঘদিন করেছে ৷ তাই এই আদিবাসী ফোরামের ডাকা বনধকে এবার নৈতিকভাবে সমর্থন জানাল জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বও ।
আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলা, কুড়মি নেতা কৌশিক মাহাতকে গ্রেফতার করল সিআইডি
এদিন এক বিবৃতির মাধ্যমে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা রঘুনাথ হেমব্রম জানিয়েছেন, এই বনধের প্রতি নৈতিক সমর্থন থাকলেও তারা রাস্তায় নামছে না । অন্যান্য আন্দোলনের মতো তারা সচেষ্টভাবে তাদের কর্মী ও নেতৃত্ব রাস্তায় থাকবে না ৷ কিন্তু যে দাবি-দাওয়া নিয়ে এই বনধ ডাকা হয়েছে, সেই দাবির সঙ্গে কিছু ক্ষেত্রে তাদের বক্তব্য মিলে যাওয়ার জেরেই বনধকে নৈতিকভাবে সমর্থন করছে তারা ৷ তবে এদিন রঘুনাথ মুর্মু কুড়মিদের বিরুদ্ধেও এক হাত নিয়েছেন । তিনি বলেন, "কুড়মিরা আদিবাসী না হয়েও অনগ্রসর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে । যা এই বনধের আওতায় রাখা হবে না ।" কুড়মিদের এই আন্দোলন এবং গাড়ি ভাঙচুরের ঘটনাটাকে তারা সমর্থন করছে না বলেও জানিয়েছেন রঘুনাথ মুর্মু । যদিও এই আদিবাসীদের ডাকা বনধকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে ।