শালবনি, 31 অগস্ট: দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলার ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনার কোপ পড়ল শ্রীকান্ত মাহাতোর উপর । আর এর জেরেই এসকর্ট-সহ নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হল মন্ত্রীর (State govt withdraws Srikanta Mahata security) ৷ আর তাতেই জোর জল্পনা জেলা জুড়ে । যদিও এটা প্রশাসনিক ব্যাপার বলে দায় এড়িয়েছে তৃণমূল ।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে দলের বিধায়ক, নেতা-মন্ত্রীদের নামে চোর, ডাকাত ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগ শোনা যায় খোদ মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মুখে । একটি ঘরোয়া আলোচনায় তিনি নিজের দলেরই নেতা মন্ত্রীদের চোর বলেও আখ্যা দেন ৷ পরবর্তীকালে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় রাজ্য ও জেলা জুড়ে । তড়িঘড়ি শাসক দল শ্রীকান্ত মাহাতোর কাছে শো-কজ চিঠি পাঠায় ৷ এই বক্তব্যের কারণ জানতে চান । যদিও পরে মন্ত্রী জানায় আবেগতাড়িত হয়ে তিনি এ কথা বলে ফেলেছেন ।
এরপরই আজ শাসক দল আরও একধাপ কঠোর পদক্ষেপ নিল মন্ত্রীর বিরুদ্ধে । যদিও ইতিমধ্যে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো তাঁর বাড়িতে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধের বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছেন । তবে অপরদিকে দল তৃণমূলও মন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল । এতদিন এসকর্ট পরিষেবা পেতেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ৷ কিন্তু আজকের পর থেকে তা তিনি পাবেন না ৷ এক বিজ্ঞপ্তি জারি করে সেই এসকর্ট পরিষেবা তুলে নেওয়া হল ।
ফলে রাজ্যজুড়ে জল্পনা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahata) উপর শাসক দলের পরবর্তী পদক্ষেপ কী ? আদৌও কি আগামিদিনে তাঁর মন্ত্রিত্ব থাকবে ! তিনি কি বিধায়ক পদও বাঁচাতে পারবেন, না শাসকদলের কোপে পড়ে সব হারাবেন ? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ৷
এদিন মেদিনীপুরের তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি বলেন, "শ্রীকান্তের সিকিউরিটি তোলা হবে কি না, সেটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় । কারণ এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মন্ত্রীদের এসকর্ট ও পাইলটকার তুলে নেওয়ার কথা বলেছেন । সম্ভবত সেই কারণেই হতে পারে । এ বিষয়ে আমরা ঠিক বলতে পারব না । তবে বিজেপি যে কথা বলে বেড়াচ্ছে সেটা ঠিক নয় । মূলত গায়ে না-মানলে আপনি মোড়ল এরকমই অবস্থা এখন বিজেপির ।"
আরও পড়ুন: 'বেফাঁস' মন্তব্যের জেরে মন্ত্রী পদ খোয়ানোর পথে শ্রীকান্ত মাহাতো ?
এ প্রসঙ্গে কটাক্ষ করতে ছড়েননি বিজেপি । অরূপ দাস বলেন, "শ্রীকান্ত মাহাতো ঠিকই কথা বলেছেন । একজন মন্ত্রী হয়ে দলের আসল কথায় তিনি বলতে পেরেছেন এবং উপলব্ধি করতে পেরেছেন । তাই তাঁর মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ তবে এটা শাসকদলের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার । তাই এর থেকে বেশি আমাদের কিছু বলা সম্ভব নয় । কারণ রাজ্যটাই চোর, চিটিংবাজ ও ডাকাতে ভরে গিয়েছে ।"