ETV Bharat / state

কোথায় সামাজিক দূরত্ব ? গাদাগাদি করে চলছে কোচিং সেন্টার - লকডাউন

সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে কোচিং সেন্টার চলছে পশ্চিম মেদিনীপুরে ।

Social distancing
ছবি
author img

By

Published : May 5, 2020, 1:32 PM IST

চন্দ্রকোনা, 5 মে : রয়েছে নির্দেশিকা, রয়েছে প্যানডেমিকের আতঙ্ক । তবুও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে দ্বাদশ শ্রেণির একাধিক পড়ুয়াকে নিয়ে বাড়িতেই চলছে কোচিং সেন্টার । অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি চন্দ্রকোনা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চুড়িপুকুর এলাকার । কীভাবে মাস্ক ছাড়াই গাদাগাদি করে কোচিং সেন্টার চলছে, সে নিয়ে উঠেছে প্রশ্ন।

কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন । তৃতীয় দফায় লকডাউন বাড়িয়ে 17 মে পর্যন্ত করা হয়েছে । তবুও সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না । আর লকডাউনে সমস্ত কিছুই বন্ধ রাখার নির্দেশ । লকডাউন কিছুটা শিথিল করা হলেও স্কুল বা কোনওরকম শিক্ষাক্ষেত্র চালু করার নির্দেশিকা আসেনি । কোচিং সেন্টারগুলিও বন্ধ । বেশ কিছু ক্ষেত্রে জরুরি পরীক্ষা এবং ক্লাসের ক্ষেত্রে অনলাইনে ক্লাস করাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা ।

এত কিছুর পরও কীভাবে-কেন চলছে কোচিং সেন্টার ? এ প্রশ্নের কোনও উত্তর মেলেনি । বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই শিক্ষকও ।

চন্দ্রকোনা, 5 মে : রয়েছে নির্দেশিকা, রয়েছে প্যানডেমিকের আতঙ্ক । তবুও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে দ্বাদশ শ্রেণির একাধিক পড়ুয়াকে নিয়ে বাড়িতেই চলছে কোচিং সেন্টার । অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি চন্দ্রকোনা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চুড়িপুকুর এলাকার । কীভাবে মাস্ক ছাড়াই গাদাগাদি করে কোচিং সেন্টার চলছে, সে নিয়ে উঠেছে প্রশ্ন।

কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন । তৃতীয় দফায় লকডাউন বাড়িয়ে 17 মে পর্যন্ত করা হয়েছে । তবুও সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না । আর লকডাউনে সমস্ত কিছুই বন্ধ রাখার নির্দেশ । লকডাউন কিছুটা শিথিল করা হলেও স্কুল বা কোনওরকম শিক্ষাক্ষেত্র চালু করার নির্দেশিকা আসেনি । কোচিং সেন্টারগুলিও বন্ধ । বেশ কিছু ক্ষেত্রে জরুরি পরীক্ষা এবং ক্লাসের ক্ষেত্রে অনলাইনে ক্লাস করাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা ।

এত কিছুর পরও কীভাবে-কেন চলছে কোচিং সেন্টার ? এ প্রশ্নের কোনও উত্তর মেলেনি । বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই শিক্ষকও ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.