খড়্গপুর, 15 মার্চ : বিশ্বমানের স্বাস্থ্যপরিষেবা দিতে 250 বেডের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল চালু হল খড়্গপুর আইআইটি-তে ৷ রেল শহর খড়্গপুর ও তার আশপাশে বসবাসকারী নাগরিকদের চিকিৎসার স্বার্থে এই উদ্যোগ নিয়েছেন আইআইটি-র প্রাক্তন পড়ুয়ারা (Syama Prasad Mookerjee Hospital in Kharagpur IIT campus with IIT Kharagpur Ex-Students initiative) ৷
খড়্গপুর আইআইটি-র 18তম বার্ষিক প্রাক্তন ছাত্রসভা উপলক্ষ্যে এই হাসপাতালের পথ চলা শুরু হল 12 মার্চ থেকে ৷ উদ্বোধন হয়েছিল কোভিড পরিস্থিতিতে । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি, প্রাক্তন ডিরেক্টর তথা অধ্যাপক দামোদর আচার্য এবং কমান্ড্যার ভিকে জেটলি । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই হাসপাতালে মোট 160টি সম্পূর্ণ সজ্জিত সাধারণ ওয়ার্ড বেড, 90টি আইসিইউ বেড এবং 10টি চাইল্ড ক্রিব ক্যারিয়ারের শয্যা রয়েছে ।
আরও পড়ুন : Hans Albert Einstein award: নদী নিয়ে গবেষণায় আমেরিকার বিরল সম্মান খড়গপুর আইআইটির অধ্যাপককে
সূত্রে জানা গিয়েছে, আইআইটি প্রাক্তনীদের মধ্যে শিল্পপতি এবং এইচসিএল গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা অর্জুন মালহোত্র একা 44টি আইসিইউ শয্যার জন্য অর্থসাহায্য করেছেন । ডিরেক্টর ভিকে তেওয়ারি বলেন, "খড়্গপুর আইআইটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল চিকিৎসার জন্য যাবতীয় সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করবে । এতে খড়্গপুর এবং তার চারপাশের মানুষ সাশ্রয় মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যপরিষেবা পেতে পারেন ।" তিনি বিশ্বে ছড়িয়ে থাকা সব প্রাক্তন ছাত্রদের এই হাসপাতাল গড়তে সাহায্যের জন্য ধন্যবাদ জানান ৷ হাসপাতালের উন্নয়নে সমর্থন দিতে সকলকে অনুরোধ করেন ।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালটি খড়্গপুর আইআইটি চত্বরে বছরখানেক আগে তৈরি হয় । কোভিড পরিস্থিতিতে জেলার দূরদূরান্ত থেকে আসা মানুষজনকে ওই হাসপাতালে রাখার ব্যবস্থা করা হয়েছিল । গত শনিবার এই বেডের সূচনা হয় । এই প্রসঙ্গে রেজিস্ট্রার তমাল নাথ জানান, ওপিডি অর্থাৎ আউটডোর পরিষেবা চালু রয়েছে । এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে । তা শেষ হলেই হাসপাতালের পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে ।