ETV Bharat / state

SFI Agitation : পঠন-পাঠন শুরুর দাবিতে কলেজের সামনে ক্লাস, অভিনব বিক্ষোভ এসএফআইয়ের - স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ এসএইআইয়ের

ক্লাস শুরুর দাবিতে অভিনব বিক্ষোভে সামিল হল বাম ছাত্র সংগঠন ৷ মেদিনীপুর কলেজের সামনে ক্লাস করে কলেজ খোলার দাবি জানাল তারা ৷

বিক্ষোভ SFI
বিক্ষোভ SFI
author img

By

Published : Aug 12, 2021, 2:51 PM IST

পশ্চিম মেদিনীপুর, 12 অগস্ট : কলেজের সামনে খোলা আকাশের নিচে ক্লাস করে পঠন-পাঠন শুরুর দাবিতে প্রতিবাদে সামিল হল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷ বৃহস্পতিবার মেদিনীপুর কলেজের সামনে কলেজ পড়ুয়া এসএফআইয়ের বেশ কিছু সদস্য ত্রিপল বিছিয়ে ক্লাস করেন ৷ এভাবেই পড়াশোনার মধ্যে দিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন করলেন তারা ৷

তাঁদের সবার একটাই দাবি, কোভিড বিধি মেনে অবিলম্বে খুলে দেওয়া হোক কলেজের গেট ৷ শিক্ষা থেকে বিমুখ ছাত্র-ছাত্রীদের ফেরানো হোক কলেজে । ক্লাসরুমের দরজা খুলে দেওয়া হোক সবার জন্য ৷

পঠন-পাঠন চালুর দাবিতে মেদিনীপুর কলেজের সামনে ক্লাস করে প্রতিবাদ জানাল এসএফআই

এদিন ক্লাসের মাঝে এক ছাত্র তথা এসএফআইয়ের সদস্য জানান, করোনা পরিস্থিতির ফলে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে কলেজের ক্লাস রুম । ফলে ছাত্রছাত্রীরা কলেজ ভুলে যেতে বসেছেন । বিশেষ করে যেসব ছাত্র-ছাত্রীরা প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন ৷ প্র্যাক্টিক্যাল ক্লাস অনলাইনে কোনওভাবে সম্ভব হয় না ৷ সুতরাং তাঁদের পড়াশোনার স্বার্থে অবিলম্বে চালু হোক কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস । এসএফআইয়ের দাবি, দীর্ঘদিন কলেজ বন্ধের ফলে একদিকে যেমন শিক্ষার মান নষ্ট হচ্ছে তেমনই শিক্ষা বিমুখ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা । অনলাইনের মাধ্যমে হয়তো শোনা যায়, কিন্তু হাতে কলমে শিক্ষার জায়গা থাকে না । এছাড়া চারিদিকে যখন সমস্ত কিছু খোলা হচ্ছে ধীরে ধীরে তখন কলেজই বা কেন বন্ধ থাকবে । তাই অবিলম্বে ক্লাস খুলে দিয়ে পঠন-পাঠন শুরুর দাবি করেছে সিপিএমের ছাত্র সংগঠন ৷

আরও পড়ুন : Dilip Ghosh : কাজ না করলে জনপ্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগের নিদান দিলীপের

পশ্চিম মেদিনীপুর, 12 অগস্ট : কলেজের সামনে খোলা আকাশের নিচে ক্লাস করে পঠন-পাঠন শুরুর দাবিতে প্রতিবাদে সামিল হল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷ বৃহস্পতিবার মেদিনীপুর কলেজের সামনে কলেজ পড়ুয়া এসএফআইয়ের বেশ কিছু সদস্য ত্রিপল বিছিয়ে ক্লাস করেন ৷ এভাবেই পড়াশোনার মধ্যে দিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন করলেন তারা ৷

তাঁদের সবার একটাই দাবি, কোভিড বিধি মেনে অবিলম্বে খুলে দেওয়া হোক কলেজের গেট ৷ শিক্ষা থেকে বিমুখ ছাত্র-ছাত্রীদের ফেরানো হোক কলেজে । ক্লাসরুমের দরজা খুলে দেওয়া হোক সবার জন্য ৷

পঠন-পাঠন চালুর দাবিতে মেদিনীপুর কলেজের সামনে ক্লাস করে প্রতিবাদ জানাল এসএফআই

এদিন ক্লাসের মাঝে এক ছাত্র তথা এসএফআইয়ের সদস্য জানান, করোনা পরিস্থিতির ফলে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে কলেজের ক্লাস রুম । ফলে ছাত্রছাত্রীরা কলেজ ভুলে যেতে বসেছেন । বিশেষ করে যেসব ছাত্র-ছাত্রীরা প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন ৷ প্র্যাক্টিক্যাল ক্লাস অনলাইনে কোনওভাবে সম্ভব হয় না ৷ সুতরাং তাঁদের পড়াশোনার স্বার্থে অবিলম্বে চালু হোক কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস । এসএফআইয়ের দাবি, দীর্ঘদিন কলেজ বন্ধের ফলে একদিকে যেমন শিক্ষার মান নষ্ট হচ্ছে তেমনই শিক্ষা বিমুখ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা । অনলাইনের মাধ্যমে হয়তো শোনা যায়, কিন্তু হাতে কলমে শিক্ষার জায়গা থাকে না । এছাড়া চারিদিকে যখন সমস্ত কিছু খোলা হচ্ছে ধীরে ধীরে তখন কলেজই বা কেন বন্ধ থাকবে । তাই অবিলম্বে ক্লাস খুলে দিয়ে পঠন-পাঠন শুরুর দাবি করেছে সিপিএমের ছাত্র সংগঠন ৷

আরও পড়ুন : Dilip Ghosh : কাজ না করলে জনপ্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগের নিদান দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.