পশ্চিম মেদিনীপুর, 12 অগস্ট : কলেজের সামনে খোলা আকাশের নিচে ক্লাস করে পঠন-পাঠন শুরুর দাবিতে প্রতিবাদে সামিল হল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷ বৃহস্পতিবার মেদিনীপুর কলেজের সামনে কলেজ পড়ুয়া এসএফআইয়ের বেশ কিছু সদস্য ত্রিপল বিছিয়ে ক্লাস করেন ৷ এভাবেই পড়াশোনার মধ্যে দিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন করলেন তারা ৷
তাঁদের সবার একটাই দাবি, কোভিড বিধি মেনে অবিলম্বে খুলে দেওয়া হোক কলেজের গেট ৷ শিক্ষা থেকে বিমুখ ছাত্র-ছাত্রীদের ফেরানো হোক কলেজে । ক্লাসরুমের দরজা খুলে দেওয়া হোক সবার জন্য ৷
এদিন ক্লাসের মাঝে এক ছাত্র তথা এসএফআইয়ের সদস্য জানান, করোনা পরিস্থিতির ফলে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে কলেজের ক্লাস রুম । ফলে ছাত্রছাত্রীরা কলেজ ভুলে যেতে বসেছেন । বিশেষ করে যেসব ছাত্র-ছাত্রীরা প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন ৷ প্র্যাক্টিক্যাল ক্লাস অনলাইনে কোনওভাবে সম্ভব হয় না ৷ সুতরাং তাঁদের পড়াশোনার স্বার্থে অবিলম্বে চালু হোক কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস । এসএফআইয়ের দাবি, দীর্ঘদিন কলেজ বন্ধের ফলে একদিকে যেমন শিক্ষার মান নষ্ট হচ্ছে তেমনই শিক্ষা বিমুখ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা । অনলাইনের মাধ্যমে হয়তো শোনা যায়, কিন্তু হাতে কলমে শিক্ষার জায়গা থাকে না । এছাড়া চারিদিকে যখন সমস্ত কিছু খোলা হচ্ছে ধীরে ধীরে তখন কলেজই বা কেন বন্ধ থাকবে । তাই অবিলম্বে ক্লাস খুলে দিয়ে পঠন-পাঠন শুরুর দাবি করেছে সিপিএমের ছাত্র সংগঠন ৷
আরও পড়ুন : Dilip Ghosh : কাজ না করলে জনপ্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগের নিদান দিলীপের