খড়গপুর, 11 নভেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ড খড়গপুরে। রাস্তার মধ্যেই পুড়ে গেল একটা গোটা বাস। কার্যত চোখের পলকেই ঘটে গেল ভয়াবহ ঘটনা ৷ প্রাণ বাঁচাতে জানলা ভেঙে ঝাঁপ দিলেন যাত্রীরা ৷ দুর্ঘটনায় আহত কমপক্ষে 30 জন। তড়িঘড়ি দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শনিবার সকালে জানা গেল, আহত যাত্রীদের মধ্যে একজনের মৃ্ত্যু হয়েছে ৷
গতকাল, হাওড়া থেকে ওই যাত্রীবাহী বাসটি যাচ্ছিল ওড়িশার পারাদ্বীপে। শুক্রবার বিকেল 5টা নাগাদ কলকাতার বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। কিন্তু রাত 9টা নাগাদ বাসটি যাওয়ার পথে 16 নম্বর জাতীয় সড়কের উপর খড়গপুর ও ডেবরার মধ্যবর্তী মাদপুর সংলগ্ন এলাকায় বাসে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগে গোটা বাস দাউ দাউ করে জ্বলে ওঠে। রাত হয়ে আসায় সে সময় বেশিরভাগ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার কথা জানতে পেরে তাঁরা হুড়মুড় করে বাস থেকে নামতে থাকেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দৌড়ে আসেন আহতদের উদ্ধার করতে। পৌঁছন পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। দুর্ঘটনাস্থলে আসে দমকল বাহিনীও। পরপর তিনটি ইঞ্জিন এসে বাসের আগুন আয়ত্তে আনে। এই বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায়, তিন জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। পরে তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন ৷
তবে তাঁদের আঘাত তুলনায় কম গুরুতর। পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। আহত যাত্রীরা সকলেই চিকিৎসাধীন ৷ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তবে এসি বাসটিতে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অন্যদিকে, জানা গিয়েছে, বাসচালক গাড়ি থেকে লাফ দিয়ে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: