ETV Bharat / state

একাধিক দাবিতে রাজ্যসড়ক অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের - blocking by state road by tribal agitation

একাধিক দাবি জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসীরা । 8 ঘণ্টা টানা কর্মসূচির পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

একাধিক দাবিতে রাজ্যসড়ক অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের
একাধিক দাবিতে রাজ্যসড়ক অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের
author img

By

Published : Dec 28, 2020, 4:41 PM IST

চন্দ্রকোনা, 28 ডিসেম্বর : একাধিক দাবি নিয়ে রাজ্যসড়ক অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের বৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল । আজ সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কে অবরোধ করে । সকাল থেকে 8 ঘণ্টা ধরে অবরোধ চলে । অবরোধের জেরে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ আসে । পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় ।

আরও পড়ুন : দুর্গাপুরে পাট্টার দাবিতে পথ অবরোধ আদিবাসীদের

14টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগ, ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে সিধু কানুর মূর্তি স্থাপন করা, ঘাটাল মহকুমায় সাঁওতালি প্রভাবিত এলাকায় বীরসা মুন্ডার মূর্তি স্থাপন করা, ঘাটাল মহকুমার সমস্ত সরকারি দপ্তরের নাম বাংলা-ইংরাজির সঙ্গে অলচিকি হরফে লিখতে হবে এবং ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামে আদিবাসী মিউজিয়াম তৈরি সহ একাধিক দাবি জানিয়ে আদিবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে । তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরেই স্থানীয় বিডিও, এসডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়ার পরেও কোনও সুরাহা মেলেনি । তাই বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করে ।

আরও পড়ুন : পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

আজ পরেশ সোরেনের নেতৃত্বে আদিবাসীরা অবরোধ কর্মসূচি পালন করে । তিনি বলেন, "2017 সাল থেকে আমরা দাবি জানিয়ে আসছি । আমাদের দাবিগুলি বিভিন্নভাবে রাজ্য সরকারের নজরে আনার চেষ্টা করেছি কিন্তু কোনও সুরাহা মেলেনি । তাই অগত্যা আমরা রাজ্য সড়ক অবরোধ করেছি । পুলিশি আশ্বাসে আমরা আজ অবরোধ তুলে নিলাম ।"

চন্দ্রকোনা, 28 ডিসেম্বর : একাধিক দাবি নিয়ে রাজ্যসড়ক অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের বৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল । আজ সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কে অবরোধ করে । সকাল থেকে 8 ঘণ্টা ধরে অবরোধ চলে । অবরোধের জেরে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ আসে । পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় ।

আরও পড়ুন : দুর্গাপুরে পাট্টার দাবিতে পথ অবরোধ আদিবাসীদের

14টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগ, ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে সিধু কানুর মূর্তি স্থাপন করা, ঘাটাল মহকুমায় সাঁওতালি প্রভাবিত এলাকায় বীরসা মুন্ডার মূর্তি স্থাপন করা, ঘাটাল মহকুমার সমস্ত সরকারি দপ্তরের নাম বাংলা-ইংরাজির সঙ্গে অলচিকি হরফে লিখতে হবে এবং ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামে আদিবাসী মিউজিয়াম তৈরি সহ একাধিক দাবি জানিয়ে আদিবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে । তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরেই স্থানীয় বিডিও, এসডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়ার পরেও কোনও সুরাহা মেলেনি । তাই বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করে ।

আরও পড়ুন : পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

আজ পরেশ সোরেনের নেতৃত্বে আদিবাসীরা অবরোধ কর্মসূচি পালন করে । তিনি বলেন, "2017 সাল থেকে আমরা দাবি জানিয়ে আসছি । আমাদের দাবিগুলি বিভিন্নভাবে রাজ্য সরকারের নজরে আনার চেষ্টা করেছি কিন্তু কোনও সুরাহা মেলেনি । তাই অগত্যা আমরা রাজ্য সড়ক অবরোধ করেছি । পুলিশি আশ্বাসে আমরা আজ অবরোধ তুলে নিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.