ঝাড়গ্রাম, 4 মার্চ : হাতির তাণ্ডবে স্কুল বন্ধ করে দিলেন শিক্ষকরা । ঝাড়গ্রাম জেলার রাধানগর গ্রাম পঞ্চায়েতের দরখুলি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে দু'টি হাতি । বোমা ফাটিয়ে তাদের তাড়ানো গেলেও গ্রামের পাশেই জঙ্গলে রয়েছে হাতি দু'টি । আতঙ্কে অনির্দিষ্ট কালের জন্য স্কুলে ছুটি ঘোষণা করে দেন শিক্ষকরা । আতঙ্কে রয়েছে এলাকাবাসীও ।
বুধবার সকাল 6টা নাগাদ হঠাৎই গ্রামে ঢুকে পড়ে দু'টি হাতি । গ্রামবাসীরা জানান, এলাকায় মূলত সবজি চাষ হয় । হাতি দু'টি সবজি ক্ষেতে ঢুকে সবজি নষ্ট করতে পারে সেই চিন্তাতেই রয়েছেন তাঁরা । গ্রামবাসীরা নিজেরাই পাহারা দিচ্ছেন ক্ষেত । বর্তমানে হাতি দু'টি গ্রামের পাশেই জঙ্গলে রয়েছে, যার জেরে আতঙ্কে এলাকাবাসী । বন দপ্তর ও পুলিশ এসে এলাকার মানুষদের আশ্বস্ত করছেন ।
স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র মাহাতো বলেন, "স্কুলের পাশের জঙ্গলেই রয়েছে হাতি । তাই বন দপ্তর থেকে আমাদের এখন স্কুল বন্ধ রাখতে বলেছে । পড়ুয়াদের স্কুলে আসার সময় কোনও দুর্ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকতে হবে স্কুলকেই । আমরা স্কুল বন্ধ রেখেছি ।"