ETV Bharat / state

এ যেন হীরক রাজার দেশ, মুখ্যমন্ত্রীর তো গন্ডারের চামড়া : সায়ন্তন

author img

By

Published : Jun 16, 2019, 4:58 PM IST

Updated : Jun 16, 2019, 5:14 PM IST

উনি পদত্যাগ করলে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যার সমাধান হবে । রাজ্যের এই দুরবস্থার জন্য একজনই দায়ি । গন্ডারের চামরা না থাকলে এইভাবে কেউ পদ আঁকড়ে বসে থাকতে পারেন না । মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মন্তব্য সায়ন্তন বসুর ।

ফাইল ফোটো

মেদিনীপুর, 16 জুন : "গন্ডারের চামড়া না থাকলে এইভাবে কেউ পদ আঁকড়ে বসে থাকতে পারেন না । উনি পদত্যাগ করলে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যার সমাধান হবে । রাজ্যের এই দুরাবস্থার জন্য একজনই দায়ি ।" মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এই মন্তব্য করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

10 জুন NRS-এ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । তাঁদের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে । ইতিমধ্যে বৃহস্পতিবার(13 জুন) SSKM-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । এরপর আরও জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি তোলেন, নিজের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আর NRS-এ তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে । পরিস্থিতি জটিল হচ্ছে দেখে কিছুটা নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে নবান্নে বৈঠকে ডাকেন । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য ছিল, বন্ধ ঘর নয়, NRS-এ মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । এনিয়ে কাল সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশও করেন মুখ্যমন্ত্রী ।

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

এই সংক্রান্ত খবর : "মুখ্যমন্ত্রী যেখানে চাইবেন সেখানে বৈঠক"

আজ মেদিনীপুরে দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রীকে রাজ্যের পরিস্থিতি নিয়ে আক্রমণ করেন সায়ন্তন বসু । বলেন, "হীরক রাজার দেশে যেমন একজন ব্যক্তি সবকিছুর জন্য দায়ি ছিলেন, এখানেও ঠিক তাই হচ্ছে । ওঁর ধমকানো-চমকানোর জন্যই সব হচ্ছে । উনি যে ভাষা প্রয়োগ করেছেন, ডাক্তারদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত ।"

এই সংক্রান্ত খবর : দয়া করে চিকিৎসা শুরু করুন : মুখ্যমন্ত্রী

মেদিনীপুর, 16 জুন : "গন্ডারের চামড়া না থাকলে এইভাবে কেউ পদ আঁকড়ে বসে থাকতে পারেন না । উনি পদত্যাগ করলে পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যার সমাধান হবে । রাজ্যের এই দুরাবস্থার জন্য একজনই দায়ি ।" মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এই মন্তব্য করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

10 জুন NRS-এ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । তাঁদের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে । ইতিমধ্যে বৃহস্পতিবার(13 জুন) SSKM-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চার ঘণ্টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন । এরপর আরও জট বাড়ে । আন্দোলনকারীরা দাবি তোলেন, নিজের বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আর NRS-এ তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে । পরিস্থিতি জটিল হচ্ছে দেখে কিছুটা নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের চার প্রতিনিধিকে নবান্নে বৈঠকে ডাকেন । কিন্তু, মুখ্যমন্ত্রীর সেই আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য ছিল, বন্ধ ঘর নয়, NRS-এ মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে । এনিয়ে কাল সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশও করেন মুখ্যমন্ত্রী ।

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

এই সংক্রান্ত খবর : "মুখ্যমন্ত্রী যেখানে চাইবেন সেখানে বৈঠক"

আজ মেদিনীপুরে দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রীকে রাজ্যের পরিস্থিতি নিয়ে আক্রমণ করেন সায়ন্তন বসু । বলেন, "হীরক রাজার দেশে যেমন একজন ব্যক্তি সবকিছুর জন্য দায়ি ছিলেন, এখানেও ঠিক তাই হচ্ছে । ওঁর ধমকানো-চমকানোর জন্যই সব হচ্ছে । উনি যে ভাষা প্রয়োগ করেছেন, ডাক্তারদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত ।"

এই সংক্রান্ত খবর : দয়া করে চিকিৎসা শুরু করুন : মুখ্যমন্ত্রী

sample description
Last Updated : Jun 16, 2019, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.